Which of the following sentences is the correct one?
A
My father was in hospital during six weeks in summer
B
In summer during six weeks my father was in hospital
C
My father was in a hospital during six weeks in summer
D
My father was in hospital for six weeks during the summer
উত্তরের বিবরণ
• সঠিক বাক্য হবে - My father was in hospital for six weeks during the summer.
-
এমন ধরনের বাক্য গঠনে সাধারণত for ব্যবহৃত হয় সময়ের নির্দিষ্ট পরিমাণ বোঝাতে, যেমন: for six weeks, যেখানে ছয় সপ্তাহ সময়কাল বোঝানো হয়েছে।
-
অন্যদিকে, during ব্যবহার হয় কোনো নির্দিষ্ট সময়সীমা বা সময়ের নাম নির্দেশ করতে, যেমন: during the summer, যেখানে 'গ্রীষ্মকাল' একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়।
-
এই বাক্যে six weeks একটি নির্দিষ্ট সময়কাল বা period of time, তাই তার আগে for ব্যবহৃত হয়েছে।
-
এবং the summer একটি নির্দিষ্ট মৌসুম বা named period, তাই তার আগে during ব্যবহৃত হয়েছে।
অতএব, ব্যাকরণগত নিয়ম অনুযায়ী সঠিক রূপটি:
My father was in hospital for six weeks during the summer. ✅
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
Don’t impute selfish motives of her without proof.
B
Don’t impute selfish motives in her without proof.
C
Don’t impute selfish motives to her without proof.
D
Don’t impute selfish motives with her without proof.
বাক্য “Don’t impute selfish motives to her without proof.”- এ ‘impute’ শব্দের অর্থ হলো আরোপ করা বা দোষ দেওয়া, বিশেষ করে কোনো নেতিবাচক গুণ, উদ্দেশ্য বা কাজের জন্য কাউকে দায়ী করা। এখানে বোঝানো হয়েছে—প্রমাণ ছাড়া তার ওপর স্বার্থপর উদ্দেশ্যের অভিযোগ আরোপ করো না।
• Impute something to someone:
-
English Meaning: to say or suggest that someone is responsible for something that has happened, or to attribute a quality, action, or motive to someone or something.
-
Bangla Meaning: (কোনো কিছুর) কার্য, গুণ, উদ্দেশ্য বা পরিণামকে কারও সঙ্গে সম্পর্কিত করা; আরোপ করা; দোষ দেওয়া বা দায়ী করা।
• Example Sentences:
-
He arrogantly imputed stupidity to anyone who disagreed with him.
-
People often impute his silence to unfriendliness and not to the shyness it really represents.
• ব্যাখ্যা:
-
Impute শব্দটি সাধারণত অভিযোগ বা নেতিবাচক গুণ আরোপের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
এটি প্রায়ই motive, fault, বা responsibility সম্পর্কিত ধারণা বোঝায়।
-
উদাহরণস্বরূপ, “imputing selfish motives” মানে হলো কাউকে স্বার্থপর উদ্দেশ্যে কাজ করেছে বলে অভিযোগ বা অনুমান করা।
• অতিরিক্ত তথ্য:
-
Impute শব্দটির উৎস Latin imputare থেকে, যার অর্থ “to reckon or to charge”।
-
এটি প্রায়ই moral or ethical context-এ ব্যবহৃত হয়—যেমন কাউকে অন্যায়, অপরাধ, বা ভুল উদ্দেশ্যের জন্য দায়ী করা।
-
Synonyms: attribute, ascribe, assign, accuse, blame, charge।
-
Antonyms: exonerate, absolve, vindicate।
-
Fixed Collocations:
-
impute motives to someone – কারও উদ্দেশ্যকে সন্দেহজনক বলে ধরা
-
impute blame/fault to someone – দোষ বা দায় চাপানো
-
impute responsibility for something – কোনো ঘটনার দায় আরোপ করা
-
0
Updated: 2 weeks ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
The meeting had started before the guests arrived.
B
The meeting started before the guests arrived.
C
The meeting will start before the guests arrived.
D
The meeting is starting before the guests arrived.
Correct Answer: The meeting had started before the guests arrived.
-
অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
-
Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য সাধারণত Past Perfect Tense হয়।
-
Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense ব্যবহার করা হয়।
-
Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
Example: I shall have done the sum before he comes. -
ভুল অপশন বিশ্লেষণ:
খ) The meeting started before the guests arrived → ভুল। Simple past tense, কিন্তু prior action বোঝাতে Past Perfect ব্যবহার করা উচিত।
গ) The meeting will start before the guests arrived → ভুল। "Will start" future tense বোঝায়, কিন্তু বাক্যের context অতীত।
ঘ) The meeting is starting before the guests arrived → ভুল। "Is starting" present continuous tense, যা context এর সাথে মিলে না।
0
Updated: 1 month ago