He advised me __ smoking.
A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
উত্তরের বিবরণ
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up

0
Updated: 1 month ago
In spite of my requests, he did not _____ .
Created: 2 months ago
A
give in
B
fall in
C
get off
D
give forth
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 2 months ago
Climate is a ___ of the environment.
Created: 1 month ago
A
state
B
situation
C
rank
D
size
• Climate বা জলবায়ু বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বহু বছরের গড় আবহাওয়ার ধরন বা বৈশিষ্ট্য।
• প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ নিচে দেওয়া হলো—
ক) state: অবস্থা বা রূপ।
খ) situation: পরিবেশগত বা সামাজিক পরিস্থিতি।
গ) rank: ক্রম বা স্তর।
ঘ) size: মাপ বা আকার।
• যদিও state ও situation শব্দ দুটি বাংলা ভাষায় প্রায় একই অর্থ প্রকাশ করতে পারে, এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
• state শব্দটি সাধারণত কোনো বস্তুর গঠনগত অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ: Water has three states—solid (ice), liquid, and gas.
• অন্যদিকে situation ব্যবহৃত হয় পরিবেশগত প্রেক্ষাপট বা চারপাশের ঘটনার পরিস্থিতি বোঝাতে।
যেমন: The current political situation in our country is unstable.
• এই বিশ্লেষণ অনুযায়ী, "climate" শব্দটির সঙ্গতিপূর্ণ অর্থ প্রকাশ করতে সবচেয়ে যথাযথ শব্দ হলো state।
🔹 সম্পূর্ণ বাক্য: Climate is a state of the environment.
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
He had a _____ headache.
Created: 1 month ago
A
strong
B
acute
C
serious
D
bad
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago