A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
উত্তরের বিবরণ
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up

0
Updated: 1 week ago
The South Pole is located in the -
Created: 6 days ago
A
Arctic
B
Antarctic
C
Antipodes
D
Occident
অ্যান্টার্কটিকা মহাদেশ
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
⇒ অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
⇒ আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং,
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
⇒ এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।
উল্লেখ্য,
- ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু (South Pole) বলা হয়ে থাকে।
- উত্তর মেরুর ঠিক বিপরীতে এর অবস্থান।
- উত্তর মেরুর সব দিকেই যেমন দক্ষিণ, একইভাবে দক্ষিণ মেরুর সব দিকে উত্তর।
- অ্যান্টার্কটিকা মহাদেশে এর অবস্থান।
- দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত।
- দক্ষিণ মেরু উত্তরের চেয়েও বেশি ঠাণ্ডা।
উৎস: World Atlas.

0
Updated: 6 days ago
Only after I ____ home, did I remember my doctor's appointment.
Created: 6 days ago
A
going
B
go
C
went
D
gone
✅ "Only after", "Only if", "Only in this way" ইত্যাদি বাক্যের শুরুতে বসলে—
এরপরের বাক্যে (Clause-2) Auxiliary verb (সহকারি ক্রিয়া) Subject-এর আগে বসে।
এই নিয়মকে বলা হয় Inversion (উল্টানো বাক্যগঠন)।
উদাহরণ দিয়ে সহজভাবে বোঝাই
-
সাধারণভাবে বললে:
➤ You could play only after lunch.
➤ I would accept this position only if everybody agreed. -
কিন্তু "Only after" বা "Only if" বাক্যের শুরুতে এলে বাক্য হবে:
✅ Only after lunch could you play.
✅ Only if everybody agreed would I accept this position.
এখানে দেখা যাচ্ছে, "could" ও "would" Subject ("you", "I") এর আগে চলে এসেছে।
Past tense + After → বিশেষ নিয়ম
যদি বাক্যে Past tense থাকে এবং After ব্যবহার হয়, তখন সাধারণভাবে "after"-এর পরে Past Perfect ব্যবহার হয়। যেমন:
➤ After I had gone home, I remembered my doctor’s appointment.
কিন্তু যদি "Only after" বাক্যের শুরুতে বসে, তখন Past Indefinite ব্যবহার করলেই হয়:
✅ Only after I went home did I remember my doctor’s appointment.
এখানে "did I remember" এই অংশটি Inversion-এর উদাহরণ।
যখন "Only after", "Only if", ইত্যাদি দিয়ে বাক্য শুরু হয়, তখন পরের অংশে Auxiliary verb (did, could, would) Subject-এর আগে বসে। আর Past tense থাকলে "Only after" এর পরে Past Indefinite হলেই চলে।
উদাহরণগুলো আবার দেখে নেই:
-
✅ Only after lunch could you play.
-
✅ Only if everybody agreed would I accept this position.
-
✅ Only after I went home did I remember my doctor’s appointment.

0
Updated: 6 days ago
Fill in the blank with the correct phrase: He ____ arrested if he had tried to leave the country.
Created: 1 day ago
A
would
B
could be
C
would have been
D
must be
সঠিক উত্তর: would have been
🔸 পূর্ণ বাক্য: He would have been arrested if he had tried to leave the country.
🔸 এই বাক্যটি Third Conditional বা 3rd Conditional ধরনের একটি বাক্য।
Conditional Sentence
একটি Conditional sentence-এ সাধারণত দুটি অংশ থাকে:
-
If-clause → শর্তের অংশ
-
Main clause (Principal clause) → ফলাফলের অংশ
এই ধরনের বাক্যকে অনেক সময় If-clause sentence-ও বলা হয়।
3rd Conditional এর সহজ নিয়ম
যদি If-clause এ থাকে: had + verb এর 3rd form (V3)
তাহলে Main clause এ থাকবে: would/could/might + have + V3
উদাহরণ:
If he had studied well, he would have passed the exam.
(যদি সে ভালোভাবে পড়াশোনা করত, তাহলে সে পরীক্ষায় পাস করত।)
আমাদের মূল বাক্যেও ঠিক এই গঠন অনুসরণ করা হয়েছে:
-
If-clause: if he had tried to leave the country → (had + V3 আছে)
-
Main clause: he would have been arrested → (would + have + V3 আছে)
তাই এখানে "would have been" ব্যবহার করা একদম ঠিক হয়েছে।
সংক্ষেপে মনে রাখো:
If + had + V3 → would/could/might + have + V3

0
Updated: 1 day ago