How does Hardy use symbolism in Tess of the D'Urbervilles?
A
He uses nature to reflect the character's emotions and struggles
B
He uses wealth and material possessions to show the moral decay of society
C
He uses colour to signify the purity or corruption of characters
D
He uses symbols of death to show the inevitability of fate
উত্তরের বিবরণ
Tess of the D'Urbervilles* উপন্যাসে, হার্ডি প্রকৃতির মাধ্যমে চরিত্রগুলির আবেগ এবং সংগ্রামকে প্রতিফলিত করেছেন। প্রাকৃতিক দৃশ্যাবলী, যেমন ফসলের মাঠ, নদী, এবং বন, টেসের মানসিক অবস্থা এবং তার জীবনযাত্রার সংগ্রামের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
যখন টেস হতাশ এবং ক্লান্ত থাকে, প্রকৃতি তেমনি ধ্বংসের দিকে এগিয়ে যায়, এবং যখন সে তার জ্ঞান এবং আত্মবিশ্বাস অর্জন করে, প্রকৃতি তার সাথে সাদৃশ্যপূর্ণ একটি সুন্দর এবং জীবন্ত অবস্থায় পরিবর্তিত হয়।
0
Updated: 1 month ago
What is the climax of the novel?
Created: 2 months ago
A
Angel’s return from Brazil
B
Tess’s confession to Angel
C
Tess killing Alec
D
Tess working at Flintcomb-Ash
উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো টেসের হাতে Alec-এর মৃত্যু। এটি হলো উপন্যাসের ক্লাইম্যাক্স। দীর্ঘদিন ধরে Alec টেসকে শোষণ করেছে, আর Angel Clare তাকে ছেড়ে গেছে। যখন Angel ফিরে আসে, টেস বুঝতে পারে তার জীবনের একমাত্র পথ হলো Alec-কে হত্যা করা।
এই কাজের মাধ্যমে টেস সমাজ, পুরুষতন্ত্র ও নিয়তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়। Hardy এই দৃশ্যটিকে ট্র্যাজিক হলেও ন্যায্য হিসেবে দেখিয়েছেন। এটি টেসের হতাশার পরিণতি এবং তার চরিত্রের শক্তির প্রকাশ।
0
Updated: 2 months ago
Why is Tess called “A Pure Woman” by Hardy?
Created: 2 months ago
A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।
0
Updated: 2 months ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Alec’s death at the hands of Tess ironic?
Created: 2 months ago
A
He becomes a saint before dying
B
He had just regained power over Tess
C
He forgave Tess
D
He planned to marry Angel
Alec আবার টেসকে নিজের জীবনে টেনে এনেছিল এবং পরিবারকে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই টেস তাকে হত্যা করে। এই মৃত্যু ব্যঙ্গাত্মক, কারণ Alec ভেবেছিল সে আবারও জয়ী হয়েছে। Hardy Alec-এর মৃত্যুর মাধ্যমে দেখিয়েছেন, ভণ্ডামি আর লালসার অবসান কেবল হঠাৎ করেই হয়। এটি টেসের হতাশার প্রতিশোধও বটে।
0
Updated: 2 months ago