How does Hardy use symbolism in Tess of the D'Urbervilles?
A
He uses nature to reflect the character's emotions and struggles
B
He uses wealth and material possessions to show the moral decay of society
C
He uses colour to signify the purity or corruption of characters
D
He uses symbols of death to show the inevitability of fate
উত্তরের বিবরণ
Tess of the D'Urbervilles* উপন্যাসে, হার্ডি প্রকৃতির মাধ্যমে চরিত্রগুলির আবেগ এবং সংগ্রামকে প্রতিফলিত করেছেন। প্রাকৃতিক দৃশ্যাবলী, যেমন ফসলের মাঠ, নদী, এবং বন, টেসের মানসিক অবস্থা এবং তার জীবনযাত্রার সংগ্রামের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
যখন টেস হতাশ এবং ক্লান্ত থাকে, প্রকৃতি তেমনি ধ্বংসের দিকে এগিয়ে যায়, এবং যখন সে তার জ্ঞান এবং আত্মবিশ্বাস অর্জন করে, প্রকৃতি তার সাথে সাদৃশ্যপূর্ণ একটি সুন্দর এবং জীবন্ত অবস্থায় পরিবর্তিত হয়।

0
Updated: 1 day ago
Why does Tess tell Angel to marry Liza-Lu?
Created: 2 weeks ago
A
To punish Alec
B
To ensure Angel’s happiness after her death
C
To protect her mother
D
To fulfill her father’s wish
টেস মৃত্যুর আগে Angel Clare-কে অনুরোধ করে তার বোন Liza-Lu-কে বিয়ে করতে। কারণ সে চায় Angel সুখী হোক। Liza-Lu ছিলো নিষ্পাপ ও টেসের মতোই পবিত্র। এটি টেসের আত্মত্যাগের আরেকটি উদাহরণ। মৃত্যুর মুহূর্তেও সে অন্যদের কথা ভেবেছে। Hardy টেসকে এভাবেই মহৎ নায়িকা হিসেবে উপস্থাপন করেছেন।

0
Updated: 2 weeks ago
The novel 'Under the Greenwood Tree' was written by-
Created: 3 weeks ago
A
Emily Bronte
B
George Orwell
C
Thomas Hardy
D
Oscar Wilde
The novel Under the Greenwood Tree
Under the Greenwood Tree হলো থমাস হার্ডি (Thomas Hardy) রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। এটি তাঁর অন্যতম জনপ্রিয় গ্রামীণ (pastoral) উপন্যাস হিসেবে বিবেচিত হয়, যেখানে ইংল্যান্ডের গ্রামীণ জীবনের সৌন্দর্য, সরলতা ও সামাজিক পরিবর্তন চিত্রিত হয়েছে। এই উপন্যাসকে Hardy’s most gentle and pastoral novel বলা হয়। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্কুলশিক্ষিকা Fancy Day এবং গ্রামীণ যুবক Dick Dewey-এর প্রেমকাহিনি। তাদের সম্পর্ক গ্রামের সামাজিক প্রথা, ধর্মীয় জীবন ও সঙ্গীতগোষ্ঠীর কার্যকলাপের পটভূমিতে বিকশিত হয়।
Main Characters:
-
Dick Dewy
-
Reuben Dewy
-
William Dewy
-
Fancy Day
-
Mr. Maybold
-
Robert Penny
-
Geoffrey Day
-
Frederic Shiner ইত্যাদি
Thomas Hardy (1840-1928):
থমাস হার্ডি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি। তিনি মূলত pessimistic দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, তবে একইসাথে তিনি আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবেও খ্যাতি অর্জন করেন, কারণ তাঁর সাহিত্যকর্মগুলো ইংল্যান্ডের নির্দিষ্ট একটি অঞ্চলের (Wessex) জীবন ও পরিবেশকে কেন্দ্র করে রচিত। Hardy ছিলেন Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন, যদিও তিনি আধুনিক যুগেও ছোটগল্প ও কবিতা লিখেছেন।
Notable Works (Novels):
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Under the Greenwood Tree
🔹 উল্লেখযোগ্য যে, ‘Under the Greenwood Tree’ শিরোনামে William Shakespeare-এর একটি গানও রয়েছে, যা তাঁর বিখ্যাত কমেডি As You Like It-এ অন্তর্ভুক্ত।
Source: Encyclopaedia Britannica এবং Goodreads

0
Updated: 3 weeks ago
What does Angel symbolize in the novel?
Created: 3 weeks ago
A
Practical realism
B
Idealism and hypocrisy
C
Religious authority
D
Social progress
Angel Clare প্রথমে আদর্শবাদী এবং আধ্যাত্মিক হিসেবে উপস্থাপিত হন। তিনি টেসকে pure নারী হিসেবে দেখেন। কিন্তু যখন টেস তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ক্ষমা করতে পারেন না। Hardy তাকে idealism এবং hypocrisy-এর প্রতীক বানিয়েছেন। তিনি আদর্শে বিশ্বাসী, কিন্তু বাস্তবে ব্যর্থ।

1
Updated: 3 weeks ago