The man died __ over eating.
A
by
B
of
C
for
D
from
উত্তরের বিবরণ
Die from: এটি একটি Phrasal Verb, যা কোনো কিছুর পরিণতিতে বা প্রভাবের কারণে মৃত্যুকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো শারীরিক প্রতিক্রিয়া বা বাহ্যিক কারণের ফলে কেউ মারা গেলে Die from ব্যবহৃত হয়।
উদাহরণ: The man died from over eating.
(পুরুষটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল।)
অন্যান্য সংশ্লিষ্ট রূপগুলোঃ
-
Die of: এটি সাধারণত কোনো নির্দিষ্ট রোগ বা অসুস্থতার কারণে মৃত্যুকে বোঝায়।
উদাহরণ: The man died of cholera.
(পুরুষটি কলেরায় মারা গিয়েছিল।) -
Die for: এটি ব্যবহার হয় যখন কেউ কোনো মহান উদ্দেশ্য বা দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়।
উদাহরণ: He died for his country.
(সে তার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল।) -
Die off: এর মাধ্যমে বোঝানো হয় হঠাৎ করে বা সংখ্যায় অনেক বেশি প্রাণীর মৃত্যু।
উদাহরণ: The cattle were dying off because of the drought.
(খরার কারণে গরুগুলো দ্রুত মারা যাচ্ছিল।)

0
Updated: 1 month ago
We must look pleased or else he'll be -
Created: 1 month ago
A
dissatisfied
B
cross
C
happy
D
delighted
প্রদত্ত বিকল্প শব্দগুলোর মানে হলো –
ক) dissatisfied: যার অর্থ হলো অসন্তুষ্ট বা অতৃপ্ত।
খ) cross: এর মানে হচ্ছে পার হওয়া বা এক দিক থেকে অন্য দিকে যাওয়া।
গ) happy: বোঝায় সুখী, ভাগ্যবান বা তৃপ্ত হওয়া।
ঘ) delighted: অর্থ দাঁড়ায় অত্যন্ত আনন্দিত বা গভীরভাবে প্রীত হওয়া।
• এই ব্যাখ্যার ভিত্তিতে বোঝা যায়, উল্লিখিত শব্দগুলোর মধ্যে dissatisfied-ই এমন একটি শব্দ যা শূন্যস্থান পূরণে সবচেয়ে যথার্থ।
-
সম্পূর্ণ বাক্য: We must look pleased or else he'll be dissatisfied.
-
বাংলা অর্থ: আমাদের খুশি মনে হতে হবে, না হলে সে অসন্তুষ্ট হবে।
উৎস: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Tell me ___ that.
Created: 2 months ago
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 months ago
Rishan walks as if he ____ lame.
Created: 1 month ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 1 month ago