What does the death of Tess signify in the novel?
A
A triumphant conclusion to her struggles
B
A tragic end to her pursuit of happiness
C
A symbol of her moral failure
D
A representation of social justice
উত্তরের বিবরণ
Tess of the D'Urbervilles* উপন্যাসে, টেসের মৃত্যু তার সুখের জন্য লড়াইয়ের এক দুঃখজনক পরিণতি হিসেবে চিহ্নিত হয়। তার জীবন বিভিন্ন দুঃখ, পরাজয় এবং শোষণের মধ্য দিয়ে প্রলম্বিত হয়েছে, এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর মাধ্যমে এই সংগ্রাম এবং অসন্তুষ্টির শেষ হয়।
তার মৃত্যু একজন নিখুঁত চরিত্রের অবসান, যা সমাজের অগণিত নির্দয় বাস্তবতার বিরুদ্ধে তার অনন্ত সংগ্রামকে চিহ্নিত করে। এটি টেসের জন্য কোনো মুক্তি বা শান্তির প্রতীক নয়, বরং একটি অর্থহীন সমাজের শিকার হিসেবে তার জীবনের অবসান।

1
Updated: 1 day ago
Who are the three milkmaids Tess meets at Talbothays?
Created: 3 weeks ago
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।

0
Updated: 3 weeks ago
What is the significance of Angel’s harp in the novel?
Created: 2 weeks ago
A
It symbolizes his romantic and spiritual nature
B
It symbolizes wealth
C
It shows his interest in music only
D
It foreshadows his betrayal
Angel Clare প্রায়ই হার্প বাজাতেন। এই হার্প তার চরিত্রের রোমান্টিক ও আধ্যাত্মিক দিককে প্রতিফলিত করে। Talbothays-এ রাতে যখন সে হার্প বাজাতো, টেস তার সঙ্গীতে মুগ্ধ হতো। এটি দু’জনের মধ্যে গভীর এক আবেগময় সম্পর্ক গড়ে তোলে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন Angel-এর স্বপ্নালু ও আদর্শবাদী প্রকৃতিকে ফুটিয়ে তুলতে। তবে বাস্তবে Angel টেসকে রক্ষা করতে ব্যর্থ হয়। তাই হার্প তার চরিত্রের কোমলতা প্রকাশ করলেও, তা বাস্তবতার কঠোরতার বিপরীতে দাঁড়ায়।

0
Updated: 2 weeks ago
Who is
the male lead in Tess of the
d’Urbervilles?
Created: 1 month ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
John Durbeyfield
D
Jack Morel

0
Updated: 1 month ago