What is Angel Clare’s attitude toward Tess before and after their marriage?
A
He loves her unconditionally throughout
B
He is indifferent to her and leaves her alone
C
He is idealistic and later condemns Tess for her past
D
He is selfish and only concerned about his own career
উত্তরের বিবরণ
Tess of the D'Urbervilles* উপন্যাসে, অ্যাঞ্জেল ক্লেয়ার প্রাথমিকভাবে টেসের প্রতি গভীর প্রেম অনুভব করেন এবং তাকে বিশুদ্ধ, পারফেক্ট হিসেবে দেখেন। তবে, তাদের বিয়ের পর, যখন টেস তার অতীতের ঘটনা সম্পর্কে অ্যাঞ্জেলকে জানায়,
তখন অ্যাঞ্জেল তার প্রতি অসন্তুষ্টি এবং ঘৃণা অনুভব করে। তিনি তার আদর্শগত ধারণার সাথে সামঞ্জস্য না থাকা কারণে টেসের প্রতি দুর্বলতা এবং দোষারোপ করেন, যদিও টেসের প্রতি তার প্রেম ছিল গভীর।

0
Updated: 1 day ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 3 weeks ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।

0
Updated: 3 weeks ago
Why does Angel never see Tess’s confession letter?
Created: 3 weeks ago
A
Alec steals it
B
It slips under the carpet at his house
C
His brother hides it
D
Tess burns it
চিঠিটি Angel-এর দরজার নিচ দিয়ে ঢুকলেও কার্পেটের ভাঁজে আটকে যায়। ফলে Angel কখনো তা পড়ে না। Hardy এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখালেও এটি আসলে fate-এর প্রতীক। ছোট্ট এক কাকতালীয় ঘটনা টেসের পুরো জীবন ধ্বংস করে দেয়।
Hardy বারবার দেখিয়েছেন, নিয়তি মানুষের উপর নিষ্ঠুর খেলা খেলে। Tess যতই সৎ হতে চায়, fate তাকে সত্যি প্রকাশ করতে দেয় না। এটি Hardy-এর fatalism-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি।

0
Updated: 3 weeks ago
Who convinces Alec to become a preacher for a time?
Created: 3 weeks ago
A
Parson Tringham
B
Angel’s father, Mr. Clare
C
Farmer Groby
D
Felix Clare
উপন্যাসে Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়ে ওঠে। তাকে ধর্মে ফেরান Angel Clare-এর বাবা, Mr. Clare। কিন্তু এটি ছিল এক প্রকার ভণ্ডামি। Alec আসলে সত্যিকারের পরিবর্তিত হয়নি।
অল্প সময়ের মধ্যেই সে আবার টেসকে প্রলুব্ধ করতে শুরু করে এবং তার পুরোনো লালসাপূর্ণ জীবনে ফিরে যায়। Hardy এখানে ভণ্ড ধর্মবিশ্বাসীদের সমালোচনা করেছেন।
ভিক্টোরিয়ান সমাজে অনেকেই বাইরের ভদ্রতার আড়ালে অশ্লীলতা ও লালসা লুকিয়ে রাখতো। Alec-এর ধর্মান্তর তাই কেবল একটি অস্থায়ী মুখোশ, যা শিগগিরই খুলে পড়ে। এটি Hardy-এর ধর্ম ও সমাজ সমালোচনার একটি গুরুত্বপূর্ণ দিক।

1
Updated: 3 weeks ago