What does the name “D'Urberville” symbolise in the novel?
A
The wealth and status Tess seeks
B
The aristocratic family history of Tess
C
A name that symbolises Tess's tragic destiny
D
A symbol of happiness and hope
উত্তরের বিবরণ
Tess of the D'Urbervilles* উপন্যাসে, "D'Urberville" নামটি টেসের দুঃখজনক পরিণতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি একটি প্রাচীন এবং প্রভাবশালী পরিবারের নাম হলেও, টেস এই নামের সঙ্গে যুক্ত হয় এবং তার জীবন অতীতের বিশৃঙ্খলা এবং সমস্যার মধ্যে পড়ে।
নামটি তার জীবনের প্রতি এক ধরনের অভিশাপ হয়ে ওঠে, যেখানে তার শোষণ এবং পরাজয় প্রবাহিত হতে থাকে।
0
Updated: 1 month ago
Why does Tess’s family send her to the d’Urberville estate at Trantridge?
Created: 2 months ago
A
To study
B
To claim kinship and seek help
C
To marry Angel Clare
D
To escape poverty by moving abroad
Prince নামের ঘোড়ার মৃত্যুতে টেসের পরিবার মারাত্মকভাবে আর্থিক সংকটে পড়ে। তাদের প্রধান জীবিকার উৎস নষ্ট হয়ে যাওয়ায় পরিবার দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থায় টেসের মা Joan Durbeyfield তাকে পাঠায় ধনী d’Urberville পরিবারের কাছে।
যদিও তারা আসল d’Urberville নয়, তবুও জন ডার্বিফিল্ড মনে করেন তারা আত্মীয় এবং সাহায্য দিতে পারে। টেস অনিচ্ছা সত্ত্বেও পরিবারের কথা ভেবে যায় Trantridge-এ।
এই সিদ্ধান্তই তার জীবনে ভয়াবহ ট্র্যাজেডির সূচনা করে। Alec d’Urberville-এর প্রলোভন এবং প্রতারণা টেসকে নষ্ট করে দেয়। Hardy এখানে দেখিয়েছেন, সমাজ ও পরিবারের চাপ কিভাবে একটি নিষ্পাপ মেয়েকে নিজের নিয়তি বেছে নেওয়ার স্বাধীনতা থেকে বঞ্চিত করে।
0
Updated: 2 months ago
Why is Tess’s life often called a “tragedy of fate”?
Created: 2 months ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
টেস কোনো দোষ না করেও ধ্বংস হয়। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Alec-এর পুনরাগমন—সবই কাকতালীয়ভাবে ঘটে। কিন্তু প্রতিটি ঘটনা তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেয়। Hardy বিশ্বাস করতেন যে মানুষের নিয়তি অদৃশ্য শক্তির হাতে বাঁধা। তাই টেসের ট্র্যাজেডি কেবল ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন মানবিক ট্র্যাজেডি।
0
Updated: 2 months ago
Which reading of Stonehenge best aligns with Hardy’s naturalistic fatalism?
Created: 2 months ago
A
Picturesque tourist spot
B
Site of legal justice
C
Prehistoric altar where Tess’s surrender figures as ritual sacrifice to indifferent cosmos
D
Christian sanctuary
স্টোনহেঞ্জ—প্রাগৈতিহাসিক, মনুমেন্টাল, ধর্ম-ইঙ্গিতপূর্ণ কিন্তু কোনো নির্দিষ্ট ‘করুণা’হীন; ভোরের নিরাবেগ আলোয় টেসের আত্মসমর্পণ এখানে সমগ্র মহাবিধানের কাছে ‘আচারগত নিবেদন’—এটাই হার্ডির ন্যাচারালিস্টিক ফেটালিজম।
আইন-সমাজ নয়; প্রকৃতি/সময়—বৃহত্তর এক ‘ইন্ডিফারেন্ট’ সংস্থান টেসকে গ্রেপ্তারের মুহূর্তে ধুয়ে-মুছে দেয়। যেন ব্যক্তি-অপরাধ/নির্দোষতার তর্ক ক্ষুদ্র হয়ে যায়, কেবল ‘মানব বনাম অনমনীয় বিধান’ রয়ে যায়।
0
Updated: 2 months ago