What does the ending of Great Expectations suggest about Pip’s character growth?
A
He achieves all of his dreams and becomes a successful gentleman
B
He remains unchanged, still focused solely on wealth and status
C
He learns the importance of humility, love, and personal integrity
D
He becomes bitter and regrets his pursuit of social advancement
উত্তরের বিবরণ
Great Expectations এর শেষে, পিপ তার জীবনের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে। তিনি বুঝতে পারেন যে, অর্থ এবং সামাজিক মর্যাদার চেয়ে মানুষের সম্পর্ক, ভালোবাসা এবং আধ্যাত্মিক শান্তি অনেক বেশি মূল্যবান।
পিপ তার পুরনো ভুল এবং অহংকার থেকে মুক্তি পায় এবং তার আত্মবিশ্বাস এবং আদর্শের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। তার চরিত্র বিকাশের মাধ্যমে, পিপ জীবনের আসল উদ্দেশ্য এবং মানবিক মূল্যবোধের প্রতি এক গভীর শ্রদ্ধা তৈরি করেন।
0
Updated: 1 month ago
Who pays Pip’s debts?
Created: 2 months ago
A
Estella
B
Magwitch
C
Joe
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Pip যখন অসুস্থ হয়ে পড়ে ও ঋণগ্রস্ত হয়, তখন Joe নিঃশব্দে সব ঋণ শোধ করে। এটি Joe-এর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। Dickens বোঝান—আসল ভদ্রতা ত্যাগের মধ্যেই নিহিত।
0
Updated: 2 months ago
What is the final mood of the novel?
Created: 2 months ago
A
Revenge
B
Hope and reconciliation
C
Complete tragedy
D
Comedy
বাংলা ব্যাখ্যা: উপন্যাসের শেষে Pip ও Estella-র দেখা হয়। তারা কষ্টের মাধ্যমে পরিণত হয়েছে। Dickens শেষ করেন আশার আলো দিয়ে, যাতে পাঠক মানবতার বিশ্বাস হারায় না।
0
Updated: 2 months ago
What is the climax of the novel?
Created: 2 months ago
A
Estella’s marriage
B
Miss Havisham’s death
C
Pip learning Magwitch is his benefactor
D
Orlick’s attack
বাংলা ব্যাখ্যা: Pip ভেবেছিল Miss Havisham তার দাতা। কিন্তু যখন জানতে পারে আসল দাতা হলো সেই অপরাধী Magwitch, তখন তার পৃথিবী ভেঙে পড়ে। এটি উপন্যাসের মোড় ঘোরানো মুহূর্ত। Dickens দেখিয়েছেন, সমাজের আসল ভদ্রতা জন্মসূত্রে আসে না, বরং ভালোবাসা ও ত্যাগ থেকেই আসে।
0
Updated: 2 months ago