We must look pleased or else he'll be -
A
dissatisfied
B
cross
C
happy
D
delighted
উত্তরের বিবরণ
প্রদত্ত বিকল্প শব্দগুলোর মানে হলো –
ক) dissatisfied: যার অর্থ হলো অসন্তুষ্ট বা অতৃপ্ত।
খ) cross: এর মানে হচ্ছে পার হওয়া বা এক দিক থেকে অন্য দিকে যাওয়া।
গ) happy: বোঝায় সুখী, ভাগ্যবান বা তৃপ্ত হওয়া।
ঘ) delighted: অর্থ দাঁড়ায় অত্যন্ত আনন্দিত বা গভীরভাবে প্রীত হওয়া।
• এই ব্যাখ্যার ভিত্তিতে বোঝা যায়, উল্লিখিত শব্দগুলোর মধ্যে dissatisfied-ই এমন একটি শব্দ যা শূন্যস্থান পূরণে সবচেয়ে যথার্থ।
-
সম্পূর্ণ বাক্য: We must look pleased or else he'll be dissatisfied.
-
বাংলা অর্থ: আমাদের খুশি মনে হতে হবে, না হলে সে অসন্তুষ্ট হবে।
উৎস: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
I have been living in Dhaka _____ 2000.
Created: 3 weeks ago
A
since
B
from
C
after
D
till
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: I have been living in Dhaka since 2007.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।
Example Sentence:
- They have been playing since four o'clock.
- He has been ill since Friday.
- I have been waiting since half past three.

0
Updated: 3 weeks ago
I love reading books and ________ football.
Created: 1 month ago
A
to play
B
play
C
playing
D
to have played
নিশ্চিত উত্তর: গ) playing
সম্পূর্ণ বাক্য: I love reading books and playing football.
• Parallelism কি?
-
যখন বাক্যে সমান গুরুত্বের ধারণাগুলো একই ধরনের বাক্য গঠন বা শব্দের বিন্যাসে প্রকাশ করা হয়, তাকে Parallelism বা সমান্তরালতা বলে।
• Parallelism এর নিয়ম:
-
“and” এর আগে যদি gerund (verb + ing) ব্যবহার করা হয়, তাহলে “and” এর পরেও gerund ব্যবহার করতে হয়।
-
এখানে “reading” gerund, তাই football এর সাথে যেই verb ব্যবহার হবে তা “playing” (gerund) হওয়া উচিত।
অন্যগুলো কেন ভুল?
ক) to play – এটা infinitive, আর প্রথম অংশ gerund, তাই মেলেনা।
খ) play – এটা base form, gerund এর সঙ্গে মিলছে না।
ঘ) to have played – perfect infinitive, যা এখানে দরকার নেই।
সুত্র: Cambridge Dictionary
এভাবে সহজ করে বললে:
“reading” এবং “playing” দুইটাই gerund, তাই একই ধরনের শব্দ ব্যবহার করে বাক্যের ভারসাম্য বজায় রাখা হয়েছে। তাই “playing” সঠিক।

0
Updated: 1 month ago
Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
Created: 4 weeks ago
A
in
B
over
C
by
D
On
Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by.
Complete sentence: Noureen will discuss the issue with Nasir by phone.
• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

0
Updated: 4 weeks ago