A
by
B
with
C
through
D
from
উত্তরের বিবরণ
• সঠিক প্রিপজিশন: with
-
সম্পূর্ণ বাক্য: I finally killed the fly with a rolled-up newspaper.
• প্রিপজিশন ব্যবহারের নিয়ম অনুযায়ী
কোনো কিছু ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করার অর্থ বোঝাতে "with" প্রিপজিশনটি ব্যবহৃত হয়। বিশেষত, কোনো কিছু দিয়ে কাউকে হত্যা বা আঘাত করার ক্ষেত্রে "kill" ক্রিয়ার সঙ্গে "with" ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
I killed the fly with a rolled-up paper.
-
They opened the package with a knife.
-
I’ll tie it with some tape to keep it closed.
-
He cleaned the table with a cloth he found in the kitchen.
এই উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি কাজ সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট বস্তু ব্যবহৃত হয়েছে, আর সেই বস্তু বোঝাতে "with" ব্যবহৃত হয়েছে। তাই, "with" হল এমন পরিস্থিতিতে সঠিক প্রিপজিশন।

0
Updated: 1 week ago
Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, ___ has written four novels.
Created: 1 day ago
A
usually
B
presently
C
already
D
formerly
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) usually: সচরাচর/সাধারণত।
খ) presently: অচিরে/এক্ষুনি।
গ) already: এই সমইয়ের বা এই সময়ের মধ্যে।
ঘ) formerly: আগেরকার দিনে/পূর্বকালে।
• উক্ত প্রশ্নের sentence টি perfect tense এ আছে।
- তাই, উত্তর হবে already.
- Complete sentence: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, already has written four novels.
- Bangla Meaning: জনাব চৌধুরী, যিনি একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণের পর থেকে, ইতিমধ্যে চারটি উপন্যাস লিখেছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 day ago
Identify the correct sentence.
Created: 11 hours ago
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
• Correct sentence: It is time they called their parents.
- Bangla Meaning: তাদের বাবা-মাকে কল করার উপযুক্ত সময় হয়েছে।
• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time you took responsibility for your actions.
• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে, তাই এর পরে verb এর past form (called) বসবে।
• More examples:
- It is time we went to bed.
- It is time you made a decision.
- It is time he apologized for his mistake.
- It is time she packed her bags.
• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

0
Updated: 11 hours ago
I cannot ____ to pay such high prices.
Created: 6 days ago
A
able
B
but
C
try
D
afford
অপশনে দেওয়া শব্দগুলোর সহজ অর্থ:
able
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করার ক্ষমতা বা যোগ্যতা থাকা।
-
বাংলা অর্থ: সক্ষম, যোগ্য, দক্ষ।
but
-
ইংরেজি অর্থ: আগের কথা থেকে ভিন্ন বা বিপরীত কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: কিন্তু, তবে, শুধু।
try
-
ইংরেজি অর্থ: কিছু করার চেষ্টা করা।
-
বাংলা অর্থ: চেষ্টা করা।
afford
-
ইংরেজি অর্থ: কোনো কিছুর খরচ চালানোর মতো সামর্থ্য থাকা।
-
বাংলা অর্থ: সময় বা টাকা ব্যয় করার সামর্থ্য থাকা।
• বাক্যের অর্থ অনুযায়ী কোন শব্দটি বসবে?
বাক্যে বলা হয়েছে – "আমি এত বেশি দামের টাকা দিতে পারি না।"
এখানে বোঝা যাচ্ছে, টাকা খরচ করার সামর্থ্য নেই।
তাই, এই বাক্যের শূন্যস্থানে afford বসানোই ঠিক হবে।
বাক্যটি হবে:
I cannot afford to pay such high prices.
• সংক্ষেপে বুঝে রাখা ভালো:
-
able মানে কোনো কিছু করার ক্ষমতা।
-
afford মানে কোনো কিছুর জন্য টাকা বা সময় খরচ করার সামর্থ্য।
-
এই বাক্যে যেহেতু টাকা খরচের প্রসঙ্গ, তাই afford সঠিক শব্দ।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অভিধান, ক্যামব্রিজ ও অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।

0
Updated: 6 days ago