I finally killed the fly ___ a rolled up newspaper.
A
by
B
with
C
through
D
from
উত্তরের বিবরণ
• সঠিক প্রিপজিশন: with
-
সম্পূর্ণ বাক্য: I finally killed the fly with a rolled-up newspaper.
• প্রিপজিশন ব্যবহারের নিয়ম অনুযায়ী
কোনো কিছু ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করার অর্থ বোঝাতে "with" প্রিপজিশনটি ব্যবহৃত হয়। বিশেষত, কোনো কিছু দিয়ে কাউকে হত্যা বা আঘাত করার ক্ষেত্রে "kill" ক্রিয়ার সঙ্গে "with" ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
I killed the fly with a rolled-up paper.
-
They opened the package with a knife.
-
I’ll tie it with some tape to keep it closed.
-
He cleaned the table with a cloth he found in the kitchen.
এই উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি কাজ সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট বস্তু ব্যবহৃত হয়েছে, আর সেই বস্তু বোঝাতে "with" ব্যবহৃত হয়েছে। তাই, "with" হল এমন পরিস্থিতিতে সঠিক প্রিপজিশন।

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
Created: 1 month ago
A
till
B
untill
C
upto
D
by
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 month ago
__________ others is a great deed.
Created: 1 month ago
A
To help
B
Help
C
To helping
D
To have helped
নিশ্চিত উত্তর: ক) To help
সম্পূর্ণ বাক্য: To help others is a great deed.
বাংলায় অর্থ: অন্যদের সাহায্য করা একটি মহান কাজ।
• এই বাক্যে "To help others" হলো subject, অর্থাৎ বাক্যের বিষয়বস্তু। এখানে infinitive (to + verb) ফর্ম ব্যবহার করা হয়েছে।
• যখন subject হিসেবে verb ব্যবহার করা হয়, তখন সাধারণত "to + verb" (infinitive) অথবা "verb + ing" (gerund) ব্যবহার করতে হয়।
অন্য অপশনগুলো দেখে নেওয়া যাক:
খ) Help:
→ শুধু verb-এর base form; subject হিসেবে এটি ভুল, কারণ subject-এ "to" ছাড়া verb আসে না।
গ) To helping:
→ ভুল ব্যবহার, কারণ “to” এর পর verb-এর base form (to + verb) থাকা উচিত, gerund (verb + ing) নয়।
ঘ) To have helped:
→ এটি perfect infinitive, তবে এখানে simple infinitive দরকার।
সারসংক্ষেপ:
Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম (infinitive) ব্যবহার করতে হবে।
যেমন, "To help others is good."
Infinitive কি?
Infinitive হলো verb-এর একটি ফর্ম, যা সাধারণত "to + verb" আকারে থাকে এবং বাক্যে subject বা object হিসেবে কাজ করে।
যেমন:
-
I want to eat.
-
To read books is fun.
Infinitive দুই ধরনের:
১) To-সহ infinitive: যেমন to go, to play, to help
২) To-বিহীন infinitive (bare infinitive): সাধারণত কিছু বিশেষ verb যেমন let, make, help ইত্যাদির পরে ব্যবহৃত হয়।
যেমন: I helped them study.
সংক্ষেপে: Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম সঠিক। তাই এখানে সঠিক উত্তর হলো: To help

0
Updated: 1 month ago
Only those who are not serious to their success work by ____ and starts.
Created: 1 month ago
A
long odds
B
against time
C
every inch
D
fits
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fits.
- Complete Sentence: Only those who are not serious to their success work by fits and starts.
- Bangla Meaning: শুধুমাত্র তারাই, যারা তাদের সাফল্যের প্রতি সিরিয়াস নয়, খাপছাড়াভাবে কাজ করে।
• In / By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner/ Irregularly.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।
Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago