How does Rabbi Ben Ezra view the relationship between youth and age in the poem?
A
Youth is the most important part of life, and age is irrelevant
B
Youth is a time for selfishness, while age is a time for reflection
C
Youth is a period of freedom, while age is a burden
D
Age provides wisdom and should be valued more than youth
উত্তরের বিবরণ
Rabbi Ben Ezra কবিতায়, রাব্বি বেন আজরা জীবনের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে এক ধরনের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সম্পর্কিত করেন। তিনি মনে করেন যে, বয়সের সাথে আসা জ্ঞান এবং অভিজ্ঞতা তরুণত্বের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। যুবকরা একদিকে জীবনকে সারা পৃথিবীজুড়ে মুক্তভাবে দেখে, কিন্তু বয়সে এসে একজন মানুষ জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে।
কবিতায়, রাব্বি বেন আজরা জানাচ্ছেন যে, বয়সের সাথে যে জ্ঞান অর্জিত হয়, তা তরুণত্বের আনন্দের থেকে অনেক বেশি মূল্যবান। জীবনের পরিপূর্ণতা আসলে আধ্যাত্মিক বিকাশ এবং জ্ঞানের সঞ্চয়ে নিহিত।

0
Updated: 1 day ago
Who is the subject of My Last Duchess?
Created: 2 months ago
A
The Duke’s wife
B
The Duke’s daughter
C
The Duke himself
D
The painter

0
Updated: 2 months ago
"My Last Duchess" is a poem written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Alfred Tennyson
C
Robert Browning
D
Matthew Arnold
• "My Last Duchess" is a poem written by – Robert Browning.
• My Last Duchess:
-
এটি একটি নাটকীয় মনোলগ (dramatic monologue), যা ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারার ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক তার স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্র সম্পর্কে কথা বলে, তবে তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং তার শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার মধ্যে শেষের দিকে স্পষ্ট হয়ে ওঠে যে, ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
• Robert Browning
-
তিনি Victorian age-এর একজন British Poet।
-
তিনি dramatic monologue এবং psychological portraiture-এর দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।
• Some quotations from Robert Browning:
-
"What of soul was left, I wonder, when the kissing had to stop?"
-
"Ignorance is not innocence but sin."
-
"If you get simple beauty and naught else, You get about the best thing God invents."
-
"Ah, but a man's reach should exceed his grasp, Or what's a heaven for?"
• Notable works:
-
Fra Lippo Lippi,
-
Men and Women,
-
My Last Duchess,
-
The Patriot,
-
Paracelsus,
-
Pippa Passes,
-
Rabbi Ben Ezra,
-
Sordello,
-
The Pied Piper of Hamelin,
-
The Ring, ইত্যাদি।
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 month ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 2 months ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming

0
Updated: 2 months ago