What is the central theme of Rabbi Ben Ezra?
A
The pursuit of worldly success
B
The value of youth and its fleeting nature
C
The acceptance of ageing and the search for spiritual fulfilment
D
The importance of material wealth in life
উত্তরের বিবরণ
Rabbi Ben Ezra কবিতার প্রধান থিম হলো বয়সের প্রতি গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক পূর্ণতার সন্ধান। কবি এখানে জানাচ্ছেন যে, বয়স বাড়ানোর সাথে সাথে একে একটি চিরস্থায়ী চক্র হিসেবে গ্রহণ করা উচিত, যেখানে জীবনটির উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয়, বরং আধ্যাত্মিক বিকাশে নিহিত থাকে।
রাব্বি বেন আজরা জীবনের শেষের দিকে আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করার জন্য আহ্বান জানান, যেখানে গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা প্রাধান্য পায়।

0
Updated: 1 day ago
What is Andrea’s attitude toward critics of his art?
Created: 4 weeks ago
A
Angry
B
Humble
C
Indifferent
D
Defensive
অ্যান্ড্রিয়া বলে সে প্রশংসা বা সমালোচনায় প্রভাবিত হয় না। কিন্তু এই নির্লিপ্ততা তার ভেতরের আগুনের অভাব বোঝায়।

1
Updated: 4 weeks ago
What is the poetic form of Fra Lippo Lippi?
Created: 4 weeks ago
A
Heroic couplet
B
Blank verse
C
Free verse
D
Rhymed stanzas
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। এই ফর্ম নাটকীয় সংলাপের মতো স্বাভাবিকতা দেয়, ফলে Lippo-র কণ্ঠে আসে কথোপকথনের গতি। Browning Dramatic Monologue-এ blank verse ব্যবহার করে চরিত্রের কণ্ঠকে বাস্তব ও জীবন্ত করেছেন।

0
Updated: 4 weeks ago
Who is the speaker in Browning’s poem Fra Lippo Lippi?
Created: 4 weeks ago
A
Robert Browning
B
A city watchman
C
Fra Lippo Lippi
D
Cosimo de’ Medici
Fra Lippo Lippi একটি Dramatic Monologue, যেখানে বক্তা হলেন স্বয়ং ফ্রা লিপো, অর্থাৎ ফ্লোরেন্সের কারমেলাইট মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী। কবিতার শুরুতেই তাকে রাতের বেলা শহরের প্রহরীরা ধরে ফেলে।
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “I am poor brother Lippo, by your leave!” এই পরিচয়ে বোঝা যায়, তিনি ধর্মীয় পরিচয়ে একজন সন্ন্যাসী হলেও একই সঙ্গে একজন বাস্তববাদী শিল্পী। তার কণ্ঠে আমরা পাই জীবনের বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও শিল্পীসত্তার দ্বন্দ্ব।
Dramatic Monologue-এর বিশেষত্ব হলো—বক্তার একতরফা বক্তব্যের মধ্য দিয়েই তার চরিত্র ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। Fra Lippo এখানে চার্চের আরোপিত নিয়ম মানতে বাধ্য, অথচ তার শিল্পীসত্তা চায় বাস্তব দেহ ও জীবনের প্রতিফলন ঘটাতে। তাই তার কণ্ঠ হয়ে ওঠে বিদ্রোহী, প্রশ্নমুখর, তবু মানবিক।

0
Updated: 4 weeks ago