What is the central theme of Rabbi Ben Ezra?
A
The pursuit of worldly success
B
The value of youth and its fleeting nature
C
The acceptance of ageing and the search for spiritual fulfilment
D
The importance of material wealth in life
উত্তরের বিবরণ
Rabbi Ben Ezra কবিতার প্রধান থিম হলো বয়সের প্রতি গ্রহণযোগ্যতা এবং আধ্যাত্মিক পূর্ণতার সন্ধান। কবি এখানে জানাচ্ছেন যে, বয়স বাড়ানোর সাথে সাথে একে একটি চিরস্থায়ী চক্র হিসেবে গ্রহণ করা উচিত, যেখানে জীবনটির উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয়, বরং আধ্যাত্মিক বিকাশে নিহিত থাকে।
রাব্বি বেন আজরা জীবনের শেষের দিকে আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করার জন্য আহ্বান জানান, যেখানে গঠনমূলক কাজে নিজেকে নিয়োজিত করা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা প্রাধান্য পায়।
0
Updated: 1 month ago
What is the main theme of My Last Duchess?
Created: 3 months ago
A
Power and jealousy
B
Love
C
War
D
Nature
0
Updated: 3 months ago
What does Andrea regret about his youth?
Created: 2 months ago
A
He never had education
B
He wasted his inspiration
C
He married Lucrezia too early
D
He lost his wealth
অ্যান্ড্রিয়া বুঝতে পারে যে তার যৌবনে সে শিল্পের সেই প্রাণশক্তি কাজে লাগাতে পারেনি। তার শিল্প শুধু নিখুঁত কিন্তু প্রাণহীন হয়ে গেছে। সে ভাবে, যদি অন্যদের মতো আত্মার আগুন থাকত তবে তার যৌবন তাকে মহৎ শিল্পী বানাতো। কিন্তু সে তা হারিয়েছে।
তার স্ত্রীর অবহেলা ও বিলাসিতা তাকে বিভ্রান্ত করেছে। ফলে যৌবনের সম্ভাবনা নষ্ট হয়েছে। এভাবে Browning দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের ভুল পছন্দ (যেমন লুক্রেজিয়াকে বিয়ে করা) এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণার অভাব একজন শিল্পীর যৌবনকেও ম্লান করে দিতে পারে।
0
Updated: 2 months ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 3 months ago
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship
0
Updated: 3 months ago