In My Last Duchess, what is the Duke's attitude towards power and control?
A
He feels powerless in his relationship with the Duchess
B
He is indifferent to the idea of controlling others
C
He believes that controlling others is a sign of strength and authority
D
He regrets having so much power over the Duchess
উত্তরের বিবরণ
My Last Duchess কবিতায়, ডিউক তার ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা অনুভব করেন। তিনি তার স্ত্রীর প্রতি তার অতি নিয়ন্ত্রণ এবং তার মনোভাবের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে চান। ডিউক মনে করেন যে, তার স্ত্রীর প্রতি শাসন এবং তাকে নিয়ন্ত্রণ করা তার শক্তি এবং কর্তৃত্বের প্রতীক।
তার স্ত্রীর হাসিমুখ এবং মিষ্টি আচরণকে তিনি এক ধরনের দুর্বলতা হিসেবে দেখেন, যেগুলি তার অধিকার এবং ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। ডিউক এখানে একটি নেতৃস্থানীয় চরিত্র হিসেবে ক্ষমতার প্রতি তার বিশ্বাস এবং তা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
0
Updated: 1 month ago
What does Andrea regret about his relationship with King Francis?
Created: 2 months ago
A
He took his money but did not complete the work
B
He painted poorly for him
C
He never visited France
D
He insulted the king
কবিতায় অ্যান্ড্রিয়া স্বীকার করে—“I took his coin, was tempted and complied, / And built this house and sinned, and all is said.” অর্থাৎ, সে রাজা ফ্রান্সিসের টাকা নিয়েছিল কিন্তু প্রতিশ্রুত কাজ শেষ করেনি। টাকার প্রলোভনে পড়ে সে নিজের শিল্পীসত্ত্বা ও সততা বিসর্জন দিয়েছিল। এর ফলে তার জীবনের ব্যর্থতা আরও প্রকট হয়ে ওঠে।
0
Updated: 2 months ago
What metaphor does Lippo use for his childhood hunger?
Created: 2 months ago
A
Like an empty sky
B
Like a dog seeking bones
C
Like a hat empty of food
D
Like a closed church
Lippo নিজের শৈশবের কথা বলতে গিয়ে বলে, “My stomach being empty as your hat.” এই রূপকটি তার দারিদ্র্য ও ক্ষুধার কষ্টকে তীব্রভাবে প্রকাশ করে। সে এতই অভুক্ত ছিল যে কারও টুপি যতটা ফাঁকা, তার পেটও ঠিক ততটাই ফাঁকা। এটি Browning-এর বাস্তবধর্মী চিত্রকল্প। শৈশবের এই অভিজ্ঞতাই তাকে বাস্তবমুখী শিল্পী করে তোলে—কারণ সে জানে দারিদ্র্য ও ক্ষুধার বাস্তবতা।
2
Updated: 2 months ago
Rabbi Ben Ezra was crafted by –
Created: 1 month ago
A
Lord Byron
B
W. B Yeats
C
T. S Eliot
D
Robert Browning
সঠিক উত্তর হলো: ঘ) Robert Browning
"Rabbi Ben Ezra" হলো ইংরেজি সাহিত্যের অন্যতম দার্শনিক কবিতা, যা রচনা করেছিলেন Robert Browning। এটি মূলত একটি dramatic monologue, যেখানে জীবনের উদ্দেশ্য, বয়স, আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়ন বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে। কবিতার কেন্দ্রীয় চরিত্র Rabbi Ben Ezra, যিনি একজন ইহুদি দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিত্ব। তাঁর কণ্ঠস্বরের মাধ্যমে Browning জীবনের দার্শনিক সত্যগুলো প্রকাশ করেছেন। কবিতায় বলা হয়েছে যে জীবনের মূল্য কেবল বাহ্যিক কর্মে নয়, বরং চরিত্র ও আত্মার বিকাশের মধ্যে নিহিত। Browning শেষ অংশে জীবনের রূপক হিসেবে মাটির হাঁড়ির কথা উল্লেখ করেছেন, যা ঈশ্বরের হাতে গঠিত হয়—এই প্রতীক মানুষের আত্মিক গঠনের প্রতীক।
-
Rabbi Ben Ezra (1864):
-
A philosophical poem in the form of a dramatic monologue.
-
Presents Browning’s religious philosophy through the voice of Rabbi Ben Ezra.
-
Life is portrayed as a divine shaping process, where spiritual growth and character matter more than worldly achievements.
-
Emphasizes that old age is not the decline of life, but the summit of spiritual maturity.
-
-
Robert Browning (1812–1889):
-
তিনি Victorian Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বিশেষভাবে বিখ্যাত তাঁর dramatic monologues-এর জন্য।
-
তাঁর কবিতায় মানুষের মানসিকতা, নৈতিক দ্বন্দ্ব ও দার্শনিক চিন্তাধারা গভীরভাবে ফুটে ওঠে।
-
-
Notable Works:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
-
Paracelsus
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Dramatic Lyrics
-
Men and Women
-
Dramatis Personae
-
0
Updated: 1 month ago