What does Fra Lippo Lippi think about the role of religious imagery in art?
A
He believes religious imagery should dominate all artwork
B
He believes religious imagery should be avoided entirely in art
C
He thinks religious imagery is a tool to convey moral lessons
D
He feels that religious imagery should be realistic and lifelike
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো ধর্মীয় চিত্রকলাকে বাস্তব এবং জীবন্ত দেখানোর পক্ষে। সে মনে করে যে, ধর্মীয় চিত্রকর্মের মধ্যে প্রকৃতির এবং মানুষের সঠিক অনুকরণ থাকা উচিত, এবং তা কেবল রীতিনীতি বা সঠিক ধর্মীয় পাঠ দেওয়ার জন্য নয়, বরং মানুষের প্রকৃত অনুভূতি এবং বাস্তবতাকে প্রতিফলিত করতে হবে।
ফ্রা লিপ্পো এই বিষয়ে যুক্তি দেন যে, চিত্রকর্মের মধ্যে মানুষ এবং প্রকৃতির সৌন্দর্য এবং তাদের জীবন্ততা ফুটিয়ে তোলা উচিত, যাতে দর্শক তা দেখে তাদের অভ্যন্তরীণ অনুভূতি জাগ্রত হতে পারে।

0
Updated: 1 day ago
What is the role of Lucrezia’s cousin in the poem “Andrea Del Sarto”?
Created: 4 weeks ago
A
He supports Andrea
B
He distracts Lucrezia with debts and gambling
C
He teaches Andrea
D
He praises Andrea’s art
কবিতার শেষের দিকে Andrea বলে Lucrezia-র cousin প্রায়ই ঋণ বা জুয়ার অজুহাতে আসে, আর Lucrezia তাকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে Andrea আরও অবহেলিত হয়।

0
Updated: 4 weeks ago
Why does Andrea recall King Francis of France?
Created: 4 weeks ago
A
He was Andrea’s enemy
B
He imprisoned Andrea
C
He once supported Andrea as a patron
D
He married Lucrezia’s cousin
অ্যান্ড্রিয়া একসময় ফরাসি রাজা ফ্রান্সিস প্রথমের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তিনি ফ্রান্সে গিয়ে রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করার। কিন্তু অ্যান্ড্রিয়া তার স্ত্রী লুক্রেজিয়ার চাপে ইতালিতে ফিরে আসে এবং সেই প্রতিশ্রুত কাজ শেষ করেনি। ফলে সে একধরনের অপরাধবোধে ভুগছে। এটি তার জীবনের আরেকটি ব্যর্থতা।

0
Updated: 4 weeks ago
What is the poetic form of Andrea del Sarto?
Created: 4 weeks ago
A
Rhymed couplets
B
Blank verse
C
Sonnet
D
Free verse
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। Dramatic Monologue-এর জন্য এটি Browning-এর প্রিয় ফর্ম।

1
Updated: 4 weeks ago