How does Fra Lippo Lippi view the role of art in society in the poem?
A
Art is a tool for religious worship and spiritual expression
B
Art is meant to reflect reality and serve as a form of personal expression
C
Art is irrelevant in the face of religious devotion
D
Art should be confined to religious contexts only
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো আর্টকে বাস্তবতার প্রতিবিম্ব এবং ব্যক্তিগত অভিব্যক্তি হিসেবে দেখে। সে বিশ্বাস করে যে, শিল্পীকে তার অনুভূতি এবং দর্শন প্রকাশ করার জন্য স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, যা কখনোই কেবল ধর্মীয় আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়।
ফ্রা লিপ্পো মনে করেন যে, শিল্প তার সৃজনশীলতার মুক্ততা এবং মানবিক অভ্যন্তরীণ সত্যের প্রকাশ। সে এমন এক শিল্পী, যে ধর্মীয় জীবনের বাধার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য এবং মানবিক অনুভূতির প্রতি তার দৃষ্টি সংযুক্ত রাখতে চায়।

0
Updated: 1 day ago
Robert Browning is the author of-
Created: 3 weeks ago
A
The Second Coming
B
The Love Song of J. Alfred Prufrock
C
My Last Duchess
D
The Princess
Robert Browning is the author of My Last Duchess.
• My Last Duchess
-
এটি Victorian Period-এর বিখ্যাত কবি Robert Browning রচিত Rhyming couplets-এ লেখা ৫৬ লাইনের একটি কবিতা।
-
১৮৪২ সালে এটি Browning-এর Dramatic Lyrics-এ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
The Duke of Ferrara is the speaker of the poem.
-
এটি Robert Browning-এর অন্যতম শ্রেষ্ঠ Dramatic Monologue।
-
কবিতায় বর্ণনাকারী Duke তার মৃত স্ত্রীর পোর্ট্রেটকে উদ্দেশ্য করে তার চরিত্রের বিবরণ দিচ্ছেন।
-
কথা বলতে বলতে, তিনি স্ত্রীর অতীত আচরণ, হাসি ও সদয় ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
-
পাঠক বুঝতে পারে যে, ডিউক স্ত্রীর প্রতি অতিরিক্ত সন্দেহ ও অহংকারের কারণে হয়তো তাকে হত্যা করেছেন বা তার জীবন শেষ করেছেন।
• কবিতার একটি বিখ্যাত লাইন
“That’s my last Duchess painted on the wall, Looking as if she were alive.”
• Robert Browning (1812-1889)
-
Robert Browning Victorian যুগের একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue এবং psychological portraiture-এর জন্য বিখ্যাত।
-
কবিতায় তিনি জটিল চরিত্রের মনস্তত্ত্ব ও নৈতিক দ্বন্দ্ব তুলে ধরেছেন।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সেই সময়ের একজন কবি ছিলেন।
• Notable Works
Books of poems:
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring of the Book
Other Poems:
-
Bishop Blougram’s Apology
-
Christmas Eve and Easter-Day
-
Dramatis Personae
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Andrea Del Sarto
Other related works:
-
The Second Coming by William Butler Yeats
-
The Love Song of J. Alfred Prufrock by T. S. Eliot
-
The Princess by Alfred Tennyson
Source: Britannica; An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

0
Updated: 3 weeks ago
What does the imagery of the “old mill-horse” signify?
Created: 4 weeks ago
A
Patience in suffering
B
Joyful rebellion after hard labor
C
Laziness
D
Stubbornness
Lippo বলে, দীর্ঘদিন খাটুনি খাওয়ার পর ঘোড়া যেমন মাঠে গিয়ে আনন্দে লাফায়, সেও তেমন মাঝে মাঝে নিয়ম ভেঙে আনন্দ করতে চায়। এটি তার মানবিক স্বাধীনতার প্রতীক।

1
Updated: 4 weeks ago
Who is the speaker in Rabbi Ben Ezra?
Created: 1 month ago
A
Rabbi Ben Ezra
B
Robert Browning
C
Matthew Arnold
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago