How does Fra Lippo Lippi view the role of art in society in the poem?
A
Art is a tool for religious worship and spiritual expression
B
Art is meant to reflect reality and serve as a form of personal expression
C
Art is irrelevant in the face of religious devotion
D
Art should be confined to religious contexts only
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো আর্টকে বাস্তবতার প্রতিবিম্ব এবং ব্যক্তিগত অভিব্যক্তি হিসেবে দেখে। সে বিশ্বাস করে যে, শিল্পীকে তার অনুভূতি এবং দর্শন প্রকাশ করার জন্য স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, যা কখনোই কেবল ধর্মীয় আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়।
ফ্রা লিপ্পো মনে করেন যে, শিল্প তার সৃজনশীলতার মুক্ততা এবং মানবিক অভ্যন্তরীণ সত্যের প্রকাশ। সে এমন এক শিল্পী, যে ধর্মীয় জীবনের বাধার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য এবং মানবিক অনুভূতির প্রতি তার দৃষ্টি সংযুক্ত রাখতে চায়।
0
Updated: 1 month ago
What Renaissance idea does Lippo’s philosophy represent?
Created: 2 months ago
A
Scholasticism
B
Humanism
C
Mysticism
D
Idealism
Lippo-র দর্শন আসলে Renaissance humanism-এর প্রতিফলন। সে বিশ্বাস করে, মানুষ ও দেহও ঈশ্বরের সৃষ্টি, তাই শিল্পীর দায়িত্ব হলো সেটি বাস্তবের মতো আঁকা। সে বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” Renaissance humanism মানুষের অভিজ্ঞতা, দেহ, প্রকৃতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। Lippo সেই দর্শনেই বিশ্বাসী। তার শিল্প শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা নয়, বরং মানবদেহ ও জীবনের সত্যকেও প্রতিফলিত করে।
0
Updated: 2 months ago
In My Last Duchess, what is the Duke's attitude towards power and control?
Created: 1 month ago
A
He feels powerless in his relationship with the Duchess
B
He is indifferent to the idea of controlling others
C
He believes that controlling others is a sign of strength and authority
D
He regrets having so much power over the Duchess
My Last Duchess কবিতায়, ডিউক তার ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা অনুভব করেন। তিনি তার স্ত্রীর প্রতি তার অতি নিয়ন্ত্রণ এবং তার মনোভাবের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে চান। ডিউক মনে করেন যে, তার স্ত্রীর প্রতি শাসন এবং তাকে নিয়ন্ত্রণ করা তার শক্তি এবং কর্তৃত্বের প্রতীক।
তার স্ত্রীর হাসিমুখ এবং মিষ্টি আচরণকে তিনি এক ধরনের দুর্বলতা হিসেবে দেখেন, যেগুলি তার অধিকার এবং ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। ডিউক এখানে একটি নেতৃস্থানীয় চরিত্র হিসেবে ক্ষমতার প্রতি তার বিশ্বাস এবং তা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
0
Updated: 1 month ago
Which saint’s fresco by Lippo got damaged by people’s devotion?
Created: 2 months ago
A
St. Jerome
B
St. Laurence
C
St. Ambrose
D
St. Peter
Lippo বলে, Prato শহরে আঁকা তার St. Laurence-এর ফ্রেস্কো লোকেরা এত ছুঁয়েছিল যে ছবির অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মানুষের ধর্মীয় উন্মাদনা অনেক সময় শিল্পের সৌন্দর্য নষ্ট করে।
0
Updated: 2 months ago