What is the main theme of Fra Lippo Lippi?
A
The conflict between art and religion
B
The pursuit of fame through artistic achievement
C
The importance of material wealth in life
D
The inevitability of fate in human life
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতায় প্রধান থিম হলো শিল্প এবং ধর্মের মধ্যে সংঘাত। ফ্রা লিপ্পো, একজন সন্ন্যাসী এবং শিল্পী, ধর্মের প্রতি তার আনুগত্য এবং তার শিল্পের প্রতি গভীর আবেগের মধ্যে একটি দ্বন্দ্বে বন্দী।সে বিশ্বাস করে যে, শিল্প ও ধর্ম একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু ধর্মের কঠোর নিয়মাবলি তার সৃজনশীলতার সাথে সংঘর্ষে পড়ে।
কবি এখানে শিল্পী এবং ধর্মীয় আদর্শের মধ্যে মানসিক টানাপোড়েনের চিত্র তুলে ধরেছেন, যেখানে শিল্পী তার স্বাধীন সৃজনশীলতার জন্য সংগ্রাম করে এবং ধর্মের শাসনের মধ্যে আটকা পড়ে।
0
Updated: 1 month ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 3 months ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming
0
Updated: 3 months ago
What is the Duke’s response to the Duchess's behaviour in My Last Duchess?
Created: 1 month ago
A
He is pleased by her politeness and affection
B
He is frustrated by her inability to recognise his superiority
C
He admires her carefree nature
D
He is indifferent to her behaviour
My Last Duchess কবিতায়, ডিউক তার স্ত্রীর আচরণে এক ধরনের বিরক্তি এবং অসন্তুষ্টি অনুভব করেন। তিনি মনে করেন যে, তার স্ত্রীর সাদাসিধে হাসি, তার সাধারণ এবং দয়ালু আচরণ তার শাসন এবং শ্রদ্ধার প্রতি অবমাননা করেছে। ডিউক তার স্ত্রীর সাথে তার শাসন-ক্ষমতার অদৃশ্য সম্পর্কের প্রতি অবজ্ঞা এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণের অভাব অনুভব করেন।
তার কাছে, স্ত্রীর উচিত ছিল তার মর্যাদা এবং ক্ষমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা, কিন্তু তিনি দেখেন যে, স্ত্রীর মনোভাব তার শাসনাধীন হওয়ার পরিবর্তে তার প্রতি সমান মনোভাব রেখেছে।
0
Updated: 1 month ago
What festival atmosphere does Lippo recall when he escapes at night?
Created: 2 months ago
A
Christmas
B
Easter
C
Carnival
D
Harvest
Fra Lippo বর্ণনা করে কিভাবে এক রাতে জানালা দিয়ে বের হয়ে গান, হাসি, বাদ্যযন্ত্রের শব্দ শুনেছিল। সে বলে, “Here’s spring come, and the nights one makes up bands to roam the town and sing out carnival.” Carnival হলো উল্লাস, আনন্দ ও মুক্তির প্রতীক। এটি মঠের কঠোর জীবনের বিপরীতে এক প্রকার স্বাধীনতা ও দেহের আনন্দকে প্রকাশ করে।
লিপ্পো মনে করিয়ে দেয় যে মানুষ শুধু আত্মা নয়, দেহও ঈশ্বরের দান, আর দেহও আনন্দ চায়। Carnival এখানে শিল্পীর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদের।
3
Updated: 2 months ago