What is the main theme of Fra Lippo Lippi?
A
The conflict between art and religion
B
The pursuit of fame through artistic achievement
C
The importance of material wealth in life
D
The inevitability of fate in human life
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi কবিতায় প্রধান থিম হলো শিল্প এবং ধর্মের মধ্যে সংঘাত। ফ্রা লিপ্পো, একজন সন্ন্যাসী এবং শিল্পী, ধর্মের প্রতি তার আনুগত্য এবং তার শিল্পের প্রতি গভীর আবেগের মধ্যে একটি দ্বন্দ্বে বন্দী।সে বিশ্বাস করে যে, শিল্প ও ধর্ম একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু ধর্মের কঠোর নিয়মাবলি তার সৃজনশীলতার সাথে সংঘর্ষে পড়ে।
কবি এখানে শিল্পী এবং ধর্মীয় আদর্শের মধ্যে মানসিক টানাপোড়েনের চিত্র তুলে ধরেছেন, যেখানে শিল্পী তার স্বাধীন সৃজনশীলতার জন্য সংগ্রাম করে এবং ধর্মের শাসনের মধ্যে আটকা পড়ে।

0
Updated: 1 day ago
What is the genre of Andrea del Sarto?
Created: 1 month ago
A
Dramatic monologue
B
Epic poem
C
Sonnet
D
Ballad

0
Updated: 1 month ago
What does Andrea say about his marriage to Lucrezia?
Created: 4 weeks ago
A
It is his greatest joy
B
It brings him peace
C
It limits his greatness
D
It is admired by all
অ্যান্ড্রিয়ার বিয়ে তার জীবনে আশীর্বাদ নয়, বরং সীমাবদ্ধতা। লুক্রেজিয়া তাকে ভালোবাসে না, বরং অর্থলোভী ও অবিশ্বস্ত। অ্যান্ড্রিয়া মনে করে, যদি লুক্রেজিয়া তাকে অনুপ্রেরণা দিত, তবে সে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো মহৎ হতে পারত। কিন্তু স্ত্রী তাকে কেবল ভোগবাদে ডুবিয়েছে। তাই তার দাম্পত্য জীবন হয়ে ওঠে ক্লান্তি ও হতাশার প্রতীক। ব্রাউনিং এখানে শিল্পীর ব্যক্তিজীবনের সীমাবদ্ধতাকে শিল্পসত্তার সঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 4 weeks ago
Which figure of speech is found in “Rub all out”?
Created: 4 weeks ago
A
Hyperbole
B
Irony
C
Simile
D
Metaphor
Prior যখন দেহ মুছে ফেলতে বলে, Lippo বিদ্রূপ করে বলে—“Rub all out!” এখানে আইরনি ব্যবহার হয়েছে। কারণ, দেহ মুছে ফেললে আত্মাও হারিয়ে যায়। এই ব্যঙ্গ দেখায় চার্চের দাবি কতটা অবাস্তব।

2
Updated: 4 weeks ago