In Andrea del Sarto, how does the speaker feel about his ability to create art?
A
He feels triumphant and proud of his work
B
He believes his art is flawless and unmatched
C
He is indifferent to the importance of his work
D
He feels regretful for not fulfilling his potential
উত্তরের বিবরণ
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া তার শিল্পের প্রতি এক গভীর অনুশোচনা এবং দুঃখ অনুভব করে। সে জানে যে, তার মধ্যে একটি অসীম প্রতিভা ছিল, কিন্তু সে তার পুরো সম্ভাবনা পূর্ণ করতে পারেনি। তাঁর জীবন এবং শিল্পে নিখুঁততার প্রতি তার আকাঙ্ক্ষা,কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি তাকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেয়নি।
তাঁর অনুভূতি প্রতিফলিত হয়, যেখানে সে ভাবে যে, সে যদি শুধুমাত্র নিজের শিল্পের প্রতি তার পুরো শক্তি ও মনোযোগ দিয়েছে, তবে আরও বড় কিছু সৃষ্টি করতে পারত।
0
Updated: 1 month ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 3 months ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming
0
Updated: 3 months ago
Who is Fra Lippo Lippi in Browning’s poem?
Created: 1 month ago
A
A merchant
B
A monk and painter
C
A soldier
D
A wandering poet
Fra Lippo Lippi – Robert Browning
সঠিক উত্তর: খ) A monk and painter
About the Poem:
-
“Fra Lippo Lippi” হলো Robert Browning রচিত একটি dramatic monologue, যেখানে বক্তা নিজেই Fra Lippo Lippi, এক জন মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী।
-
কবিতাটি blank verse (অলংকরণহীন আইয়াম্বিক পেন্টামিটার) এ লেখা।
-
এটি ১৫শ শতকের ফ্লোরেন্সের এক বাস্তব জীবনের শিল্পীর (Fra Filippo Lippi) জীবন ও শিল্পদর্শনের উপর ভিত্তি করে রচিত।
Theme and Analysis:
-
Fra Lippo Lippi মঠের সন্ন্যাসী হলেও তার মূল আগ্রহ ছিল মানুষের বাস্তব জীবন ও সৌন্দর্য চিত্রায়ণ করা।
-
সে বিশ্বাস করত, শিল্প বাস্তবতাকে প্রতিফলিত করা উচিত, কেবলমাত্র ধর্মীয় আদর্শ নয়।
-
কবিতায় দেখা যায় তার দ্বন্দ্ব — একদিকে ধর্মীয় কর্তব্য, অন্যদিকে শিল্পীর স্বাধীনতা ও বাস্তব জীবনের আকর্ষণ।
-
Browning এর মাধ্যমে Fra Lippo Lippi হয়ে ওঠে এক মানবতাবাদী ও বাস্তববাদী শিল্পীর প্রতীক, যিনি মানুষের জীবনের সৌন্দর্য ও সত্যকে অস্বীকার করতে পারেন না।
About Robert Browning (1812–1889):
-
Victorian যুগের একজন প্রখ্যাত ইংরেজ কবি।
-
তাঁর রচনায় dramatic monologue, psychological insight ও character portrayal বিশেষভাবে প্রশংসিত।
-
স্ত্রী: Elizabeth Barrett Browning (একইভাবে বিখ্যাত কবি)।
-
তাঁর কাব্যভাষা ছিল জটিল, তীক্ষ্ণ এবং দার্শনিক।
Notable Works:
Poems:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
The Pied Piper of Hamelin
-
Men and Women
-
Bishop Blougram’s Apology
-
Andrea del Sarto
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
Drama:
-
Pippa Passes
0
Updated: 1 month ago
Robert Browning was a _____ poet. Fill in the gap with appropriate word.
Created: 2 months ago
A
Romantic
B
Victorian
C
Modern
D
Elizathan
Robert Browning (1812–1889)
-
Victorian যুগের অন্যতম প্রধান কবি হিসেবে Robert Browning-এর নাম বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি মূলত dramatic monologue বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য খ্যাত। এ কারণে তাঁকে অনেকে Father of Dramatic Monologue বলে অভিহিত করেন।
-
তাঁর কবিতায় মানুষের মনের জটিলতা ও মানসিক দিকগুলোকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ঈশ্বরবিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রকাশও সেখানে পাওয়া যায়।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক যুগের একজন খ্যাতনামা কবি ছিলেন।
উল্লেখযোগ্য রচনা
কবিতা (Poems):
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
The Patriot
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Men and Women
-
Dramatic Lyrics
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
Dramatis Personae ইত্যাদি।
নাটক (Plays):
-
তাঁর প্রথম নাটক Strafford (1837) মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্র: Britannica.com এবং Encyclopedia.com
0
Updated: 2 months ago