In Andrea del Sarto, how does the speaker feel about his ability to create art?
A
He feels triumphant and proud of his work
B
He believes his art is flawless and unmatched
C
He is indifferent to the importance of his work
D
He feels regretful for not fulfilling his potential
উত্তরের বিবরণ
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া তার শিল্পের প্রতি এক গভীর অনুশোচনা এবং দুঃখ অনুভব করে। সে জানে যে, তার মধ্যে একটি অসীম প্রতিভা ছিল, কিন্তু সে তার পুরো সম্ভাবনা পূর্ণ করতে পারেনি। তাঁর জীবন এবং শিল্পে নিখুঁততার প্রতি তার আকাঙ্ক্ষা,কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি তাকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেয়নি।
তাঁর অনুভূতি প্রতিফলিত হয়, যেখানে সে ভাবে যে, সে যদি শুধুমাত্র নিজের শিল্পের প্রতি তার পুরো শক্তি ও মনোযোগ দিয়েছে, তবে আরও বড় কিছু সৃষ্টি করতে পারত।

0
Updated: 1 day ago
Which figure of speech is found in “Rub all out”?
Created: 4 weeks ago
A
Hyperbole
B
Irony
C
Simile
D
Metaphor
Prior যখন দেহ মুছে ফেলতে বলে, Lippo বিদ্রূপ করে বলে—“Rub all out!” এখানে আইরনি ব্যবহার হয়েছে। কারণ, দেহ মুছে ফেললে আত্মাও হারিয়ে যায়। এই ব্যঙ্গ দেখায় চার্চের দাবি কতটা অবাস্তব।

2
Updated: 4 weeks ago
What mocking example does Lippo give for prayer-only art?
Created: 4 weeks ago
A
Candle
B
Skull and bones
C
Flower
D
Cross
Lippo ব্যঙ্গ করে বলে—যদি শিল্পের কাজ কেবল প্রার্থনা মনে করানো হয়, তবে একটা কঙ্কাল বা ক্রসই যথেষ্ট। এতে বোঝানো হয় শিল্পের উদ্দেশ্য শুধু ধর্মীয় স্মারক নয়, বরং জীবনের সত্য প্রকাশ।

0
Updated: 4 weeks ago
Why does Lippo compare the watchman to Judas?
Created: 4 weeks ago
A
Because he betrayed Christ
B
Because he looked like a thief
C
Because he demanded money
D
Because he resembled a Biblical traitor
Fra Lippo এক প্রহরীকে দেখে বলে, “He’s Judas to a tittle, that man is!” এখানে সে প্রহরীর চেহারাকে বিশ্বাসঘাতক জুডাসের সঙ্গে তুলনা করে। এটি একটি তীক্ষ্ণ রূপক। Lippo আসলে প্রহরীদের ব্যঙ্গ করছে—তাদের অন্যায় আচরণ ও হঠাৎ ধরে ফেলার ঘটনাকে সে বিশ্বাসঘাতকতার সঙ্গে মেলাচ্ছে।
একই সঙ্গে এটি Lippo-র শিল্পীসুলভ প্রবণতাকেও প্রকাশ করে—সে প্রতিটি মুখে কোনও না কোনও প্রতীক খুঁজে পায়। এখানে Judas মানে শুধু একজন ব্যক্তি নয়, বরং অবিশ্বাস, প্রতারণা ও অন্ধ নিয়মের প্রতীক। ব্রাউনিং এভাবে Lippo-র কণ্ঠে চার্চ ও সমাজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রূপ প্রকাশ করেছেন।

3
Updated: 4 weeks ago