The man died __ over eating.
A
by
B
of
C
for
D
from
উত্তরের বিবরণ
Die from: এটি একটি Phrasal Verb, যা কোনো কিছুর পরিণতিতে বা প্রভাবের কারণে মৃত্যুকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো শারীরিক প্রতিক্রিয়া বা বাহ্যিক কারণের ফলে কেউ মারা গেলে Die from ব্যবহৃত হয়।
উদাহরণ: The man died from over eating.
(পুরুষটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল।)
অন্যান্য সংশ্লিষ্ট রূপগুলোঃ
-
Die of: এটি সাধারণত কোনো নির্দিষ্ট রোগ বা অসুস্থতার কারণে মৃত্যুকে বোঝায়।
উদাহরণ: The man died of cholera.
(পুরুষটি কলেরায় মারা গিয়েছিল।) -
Die for: এটি ব্যবহার হয় যখন কেউ কোনো মহান উদ্দেশ্য বা দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়।
উদাহরণ: He died for his country.
(সে তার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল।) -
Die off: এর মাধ্যমে বোঝানো হয় হঠাৎ করে বা সংখ্যায় অনেক বেশি প্রাণীর মৃত্যু।
উদাহরণ: The cattle were dying off because of the drought.
(খরার কারণে গরুগুলো দ্রুত মারা যাচ্ছিল।)
0
Updated: 3 months ago
We (not have) a holiday since the beginning of the year. - Which of the following verb forms best completes the above sentence?
Created: 5 months ago
A
did not have
B
have not had
C
are not having
D
had not had
সম্পূর্ণ বাক্য: We have not had a holiday since the beginning of the year.
বিষয়বস্তু:
যখন বাক্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে, তখন বুঝা যায় এটি Present Perfect Continuous Tense হওয়া উচিত।
তবে have, be, see, watch, understand এর মতো মূল ক্রিয়া (main verbs) থাকলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়।
গঠন:
Subject + have/has + past participle + ... + for/since + time
উদাহরণ:
-
He has not had much free time since the beginning of the month.
-
We have not had much workload for a few days.
0
Updated: 5 months ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 3 months ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 3 months ago
The idiom 'A stitch in time saves nine' ____ refers to the importance of -
Created: 2 months ago
A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
প্রবাদ বাক্য: A Stitch in time saves nine
বাংলা অর্থ: সময়মতো একটু যত্ন নিলে বড় সমস্যা এড়ানো যায়। (সরাসরি: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়)
ইংরেজি অর্থ: এটি বোঝাতে ব্যবহৃত হয় যে ছোট একটি সমস্যাকে শুরুতেই ঠিক করা ভালো, যাতে তা বড় সমস্যায় পরিণত না হয়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে কাজ বা সমস্যাকে সময়মতো সমাধান করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ, সময়মতো ব্যবস্থা নিলে পরবর্তীতে বড় ঝামেলা এড়ানো যায়।
উদাহরণ বাক্য: It seems that something is wrong with my car; it’s better to get it checked now, as a stitch in time saves nine.
সূত্র: Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago