She told me his name after he ___.
A
left
B
had left
C
has left
D
has been leaving
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: had left
সম্পূর্ণ বাক্য: She told me his name after he had left.
ব্যাকরণগত ব্যাখ্যা
যেহেতু "after" এর আগের অংশে Past Indefinite Tense ব্যবহার করা হয়েছে ("she told"), তাই "after"–এর পরের অংশে Past Perfect Tense ব্যবহার করা হবে ("he had left")। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
নিয়ম:
-
যদি "after"–এর পূর্ববর্তী অংশ Past Indefinite হয়, তবে পরবর্তী অংশে Past Perfect Tense ব্যবহৃত হবে।
-
অন্যদিকে, যদি "after"–এর আগের অংশ Present Indefinite অথবা Future Indefinite হয়, তবে পরের অংশে Present Perfect Tense ব্যবহার করতে হয়।
স্ট্রাকচারগুলো হতে পারে:
-
Past Indefinite + after + Past Perfect
-
After + Past Perfect + Past Indefinite
-
Present Indefinite / Future Indefinite + after + Present Perfect
উদাহরণ:
-
The train left after he had reached the station.
-
I come after he has come.
-
I will come after you have come.

0
Updated: 1 month ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 month ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
Only after I ____ home, did I remember my doctor's appointment.
Created: 1 month ago
A
going
B
go
C
went
D
gone
✅ "Only after", "Only if", "Only in this way" ইত্যাদি বাক্যের শুরুতে বসলে—
এরপরের বাক্যে (Clause-2) Auxiliary verb (সহকারি ক্রিয়া) Subject-এর আগে বসে।
এই নিয়মকে বলা হয় Inversion (উল্টানো বাক্যগঠন)।
উদাহরণ দিয়ে সহজভাবে বোঝাই
-
সাধারণভাবে বললে:
➤ You could play only after lunch.
➤ I would accept this position only if everybody agreed. -
কিন্তু "Only after" বা "Only if" বাক্যের শুরুতে এলে বাক্য হবে:
✅ Only after lunch could you play.
✅ Only if everybody agreed would I accept this position.
এখানে দেখা যাচ্ছে, "could" ও "would" Subject ("you", "I") এর আগে চলে এসেছে।
Past tense + After → বিশেষ নিয়ম
যদি বাক্যে Past tense থাকে এবং After ব্যবহার হয়, তখন সাধারণভাবে "after"-এর পরে Past Perfect ব্যবহার হয়। যেমন:
➤ After I had gone home, I remembered my doctor’s appointment.
কিন্তু যদি "Only after" বাক্যের শুরুতে বসে, তখন Past Indefinite ব্যবহার করলেই হয়:
✅ Only after I went home did I remember my doctor’s appointment.
এখানে "did I remember" এই অংশটি Inversion-এর উদাহরণ।
যখন "Only after", "Only if", ইত্যাদি দিয়ে বাক্য শুরু হয়, তখন পরের অংশে Auxiliary verb (did, could, would) Subject-এর আগে বসে। আর Past tense থাকলে "Only after" এর পরে Past Indefinite হলেই চলে।
উদাহরণগুলো আবার দেখে নেই:
-
✅ Only after lunch could you play.
-
✅ Only if everybody agreed would I accept this position.
-
✅ Only after I went home did I remember my doctor’s appointment.

0
Updated: 1 month ago
New programs will be ____ next week in Bangladesh Television.
Created: 1 month ago
A
telecast
B
published
C
telecasted
D
broadecasted
সঠিক উত্তর: telecast
"Telecast" মানে হচ্ছে টেলিভিশনে কোনো অনুষ্ঠান প্রচার করা। এটি একটি verb (ক্রিয়া) এবং passive voice-এ বলা যায় "will be telecast", যেমন:
"New programs will be telecast next week."
অন্যান্য অপশনগুলো ভুল কেন:
-
Published: এটি মূলত বই, সংবাদপত্র বা ম্যাগাজিনের মতো ছাপা জিনিসের জন্য ব্যবহার হয়। টেলিভিশন অনুষ্ঠানের জন্য নয়।
-
Telecasted: এটি "telecast" শব্দের ভুল রূপ। "Telecast" নিজেই verb, এবং এর past form বা past participle "telecast"-ই থাকে।
-
Broadecasted: এটি "broadcast" শব্দের ভুল বানান। সঠিক বানান হচ্ছে "broadcast"। এই শব্দটি রেডিও বা টিভিতে কিছু প্রচারের সময় ব্যবহৃত হয়, তবে বাংলাদেশ টেলিভিশনের মতো ক্ষেত্রে "telecast" শব্দটি বেশি উপযুক্ত।
সঠিক বাক্য হবে:
"New programs will be telecast next week on Bangladesh Television."

0
Updated: 1 month ago