A
left
B
had left
C
has left
D
has been leaving
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: had left
সম্পূর্ণ বাক্য: She told me his name after he had left.
ব্যাকরণগত ব্যাখ্যা
যেহেতু "after" এর আগের অংশে Past Indefinite Tense ব্যবহার করা হয়েছে ("she told"), তাই "after"–এর পরের অংশে Past Perfect Tense ব্যবহার করা হবে ("he had left")। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
নিয়ম:
-
যদি "after"–এর পূর্ববর্তী অংশ Past Indefinite হয়, তবে পরবর্তী অংশে Past Perfect Tense ব্যবহৃত হবে।
-
অন্যদিকে, যদি "after"–এর আগের অংশ Present Indefinite অথবা Future Indefinite হয়, তবে পরের অংশে Present Perfect Tense ব্যবহার করতে হয়।
স্ট্রাকচারগুলো হতে পারে:
-
Past Indefinite + after + Past Perfect
-
After + Past Perfect + Past Indefinite
-
Present Indefinite / Future Indefinite + after + Present Perfect
উদাহরণ:
-
The train left after he had reached the station.
-
I come after he has come.
-
I will come after you have come.

0
Updated: 1 week ago
Rizvi requested Rini ____ telephone to attend the meeting.
Created: 6 days ago
A
over
B
through
C
with
D
by
Preposition ব্যবহারে এর নিয়ম
"Phone" বা "telephone" শব্দের আগে কোন preposition বসবে, তা ব্যবহারের ধরন অনুযায়ী নির্ভর করে। যদি বোঝানো হয় “ফোনের মাধ্যমে”, তখন by phone বা by telephone ব্যবহার হয়। যেমন: Rizvi requested Rini by telephone to attend the meeting. আবার, কারো সাথে ফোনে কথা বলা বোঝাতে on the phone ব্যবহার হয়।
যেমন: She is on the phone now. অন্যদিকে, over the phone বোঝায় ফোনে কথোপকথনের সময় কিছু আলোচনা হচ্ছে। যেমন: They will discuss the matter over the phone. তাই প্রশ্নে “telephone” থাকায় সঠিক preposition হবে by।
স্মরণযোগ্য উদাহরণ
-
By phone: The manager will inform us by phone.
-
Over the phone: They solved the issue over the phone.
-
On the phone: He is still on the phone.

0
Updated: 6 days ago
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Created: 1 day ago
A
for
B
in
C
with
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 1 day ago
Water boils ___ you heat it to 100° centigrade.
Created: 2 weeks ago
A
unless
B
until
C
if
D
although
উপরের বাক্যটি একটি Zero Conditional sentence-এর উদাহরণ, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করে।
Zero Conditional structure:
If + Present Simple, Present Simple — এই গঠন ব্যবহার করে এমন ঘটনা বোঝানো হয় যা সবসময় সত্য, যেমন প্রাকৃতিক নিয়ম বা বৈজ্ঞানিক বাস্তবতা।
• এখানে 'if clause' এবং 'main clause'—উভয় অংশেই present simple tense ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে।
Structure (রূপরেখা):
If + Present Simple, Present Simple
(এটি সার্বজনীন সত্য, বৈজ্ঞানিক নিয়ম বা স্বভাবগত আচরণ বোঝাতে ব্যবহৃত হয়।)
Example sentence (উদাহরণ):
Water boils if you heat it to 100° centigrade.
(যদি আপনি পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করেন, তবে তা ফুটে ওঠে।)

0
Updated: 2 weeks ago