In Ulysses, what is the central theme of the poem?
A
The inevitability of death
B
The pursuit of knowledge and adventure
C
The importance of family and home
D
The futility of human ambition
উত্তরের বিবরণ
Ulysses কবিতার মূল থিম হল জ্ঞান এবং অভিযানের প্রতি অপরিসীম আকাঙ্ক্ষা। উলিসিস, যদিও তার জীবনের বাকি অংশ শেষ হয়ে এসেছে, তবুও সে প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা ও সাহসিকতার সন্ধানে থাকে।
কবিতায়, উলিসিসের অনন্ত আকাঙ্ক্ষা এবং অভিযানের প্রতি ভালোবাসা দৃঢ়ভাবে চিত্রিত হয়েছে। যদিও সে বৃদ্ধ এবং ফিরে আসতে চায়, তার মন অতীতে ও ভবিষ্যতে নতুন নতুন অভিযানের প্রতি আগ্রহী।
Alfred Lord Tennyson এখানে প্রমাণ করেছেন যে, মানুষের আত্মার অবিরাম সন্ধান, নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য অপ্রতিরোধ্য ইচ্ছা এবং জীবনভর শিক্ষা চাওয়ার আকাঙ্ক্ষা কখনো থামে না।
0
Updated: 1 month ago
What does “Life to the lees” signify?
Created: 2 months ago
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।
0
Updated: 2 months ago
What natural process is contrasted with human toil in Choric Song III?
Created: 2 months ago
A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।
3
Updated: 2 months ago
In Ulysses, how does the poet present the character of Ulysses in relation to his family?
Created: 1 month ago
A
He is deeply devoted to his family and finds peace in their company
B
He is indifferent to his family’s needs, prioritising his own desires
C
He loves his family, but believes that adventure is more important
D
He feels guilty for leaving his family behind
Ulysses কবিতায়, উলিসিস তার পরিবারের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, জীবনের আসল উদ্দেশ্য হিসেবে অভিযান এবং অনুসন্ধানকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
তিনি তার পরিবারকে ভালবাসেন এবং তাদের সঙ্গেও সময় কাটানোর প্রয়োজনীয়তা অনুভব করেন, তবে তাঁর কাছে জীবনের আসল লক্ষ্য হলো আরও অনেক কিছু আবিষ্কার করা, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং চিরকাল পরিবর্তনশীল জীবনের একটি ধারাবাহিক অনুসন্ধান করা।
কবি উলিসিসের চরিত্রকে এমনভাবে উপস্থাপন করেছেন যে, সে বিশ্বাস করে পরিবার এবং ঘরবাড়ির শীতলতা থেকে বেশি কিছু পাওয়া যায় না, কিন্তু নতুন অভিযান এবং মানুষের সীমাহীন শখকে অনুসরণ করাই সত্যিকার আনন্দ।
0
Updated: 1 month ago