অবস্থানের ভিত্তিতে মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়?
A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
উত্তরের বিবরণ
মালভূমি (Plateaus) হলো এমন একটি উঁচু, ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমি, যা পর্বত থেকে নিচু কিন্তু সাধারণ সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত। মালভূমির উচ্চতা কয়েকশো মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। অবস্থানের ভিত্তিতে মালভূমি প্রধানত তিন ধরনের:
(ক) পর্বতমধ্যবর্তী মালভূমি (Intermontane Plateau):
-
এই মালভূমি পর্বতবেষ্টিত থাকে।
-
উদাহরণ: তিব্বত মালভূমি, যার উত্তরে কুনলুন, দক্ষিণে হিমালয় এবং পূর্ব-পশ্চিমে অন্যান্য পর্বত দ্বারা বেষ্টিত।
-
দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম এ ধরনের মালভূমির উদাহরণ।
(খ) পাদদেশীয় মালভূমি (Piedmont Plateau):
-
উচ্চ পর্বতের ক্ষয়প্রাপ্ত অংশের পাদদেশে তলানি জমে যে মালভূমি সৃষ্টি হয়, তাকে পাদদেশীয় মালভূমি বলা হয়।
-
উদাহরণ: উত্তর আমেরিকার কলোরাডো, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া।
(গ) মহাদেশীয় মালভূমি (Continental Plateau):
-
সাগর বা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমি, যার সঙ্গে কোনো পর্বতের সংযোগ থাকে না।
-
উদাহরণ: স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, এন্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ।

0
Updated: 14 hours ago
পর্বত থেকে কম উচ্চতা বিশিষ্ট খাড়া, উঁচু সমতল ভূমিকে কী বলা হয়?
Created: 2 weeks ago
A
হ্রদ
B
মালভূমি
C
সমভূমি
D
কোনটি নয়
মালভূমি (Plateau)
-
সংজ্ঞা: পর্বত থেকে কম উচ্চতা, তবে সমভূমি থেকে অধিক উচ্চতার খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
মালভূমির ধরণ (অবস্থানের ভিত্তিতে):
১. পর্বত মধ্যবর্তী মালভূমি (Intermontane Plateau)
-
পর্বতের মধ্যখানে অবস্থান।
-
উদাহরণ: তিব্বত মালভূমি।
২. পাদদেশীয় মালভূমি (Piedmont Plateau)
-
পর্বতের পাদদেশে বিস্তৃত।
-
উদাহরণ: দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া।
৩. মহাদেশীয় মালভূমি (Continental Plateau)
-
সমুদ্র বা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমি।
-
উদাহরণ: ভারতীয় উপদ্বীপ।

0
Updated: 2 weeks ago
পামির মালভূমি কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
পূর্ব ইউরোপে
B
দক্ষিণ আমেরিকায়
C
উত্তর আফ্রিকায়
D
মধ্য এশিয়ায়
পামির মালভূমি (Roof of the World):
-
পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমি।
-
উচ্চতা: প্রায় ১৬,০০০ ফুট (সমুদ্রপৃষ্ঠ থেকে)।
-
অবস্থান: মধ্য এশিয়া।
-
পামির পর্বতমালাকে ঘিরে এর বিস্তার।
-
বিস্তৃত দেশসমূহ: তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন ও পাকিস্তানের কিছু অংশ।
-
বৈশিষ্ট্য: বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল।
-
উপাধি: পৃথিবীর ছাদ।

0
Updated: 2 weeks ago