Many students will now be starting to ____ about their exams result.
A
worry
B
reflect
C
inquire
D
comment
উত্তরের বিবরণ
অপশনগুলোর প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়—
ক) worry: মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগা; অস্থিরতা অনুভব করা; উদ্বেগে থাকা; কোনো কিছু নিয়ে ক্রমাগত চিন্তিত হওয়া।
খ) reflect: আলো বা চিত্রকে প্রতিফলিত করা বা ফিরে দেখা।
গ) inquire: কোনো তথ্য জানার উদ্দেশ্যে প্রশ্ন করা বা অনুসন্ধান চালানো।
ঘ) comment: কোনো বিষয় সম্পর্কে ব্যক্তিগত মতামত বা ব্যাখ্যা প্রদান করা; মন্তব্য বা সমালোচনা করা।
• উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে দেখা যায়, প্রদত্ত বাক্যে worry শব্দটি বসালে তা যথাযথ অর্থ প্রকাশ করে।
-
পূর্ণ বাক্যটি হবে: Many students will now be starting to worry about their exams result.
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
Created: 1 month ago
A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।

0
Updated: 1 month ago
'David Copperfield' is a/an ___ novel.
Created: 3 weeks ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
David Copperfield (Charles Dickens রচিত উপন্যাস)
-
David Copperfield ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens-এর লেখা একটি উপন্যাস। তাই একে ভিক্টোরিয়ান উপন্যাস হিসেবে ধরা হয়।
-
উপন্যাসটির পূর্ণ নাম The Personal History of David Copperfield। এটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৫০ সালে বই আকারে বের হয়।
-
Dickens নিজে মনে করতেন, এটি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাই তিনি উপন্যাসটিকে আখ্যা দিয়েছিলেন তাঁর “favorite child.”
-
কাহিনীর অনেক অংশই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। অর্থাৎ, এটি একটি semi-autobiographical (আত্মজীবনীমূলক) উপন্যাস। গল্পের সময়কাল রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিকের সময়কে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ
-
David Copperfield
-
Uriah Heep
-
Peggotty
-
James Steerforth
-
Wilkins Micawber
-
Edward Murdstone
-
Aunt Betsey Trotwood
-
Dora Spenlow প্রমুখ
লেখক Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
-
মৃত্যু: ৯ জুন ১৮৭০
-
ছদ্মনাম: “Boz”
-
ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত।
তার উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times ইত্যাদি
তথ্যসূত্র: Encyclopaedia Britannica এবং Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
Fill in the blank with the appropriate part: We look forward ____ a response from you.
Created: 4 weeks ago
A
to receiving
B
to receive
C
in receiving
D
for receiving
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to receiving.
Complete Sentence: We look forward to receiving a response from you.
• Look forward to:
English Meaning: await eagerly.
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।
• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।
• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.
• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

0
Updated: 4 weeks ago