I finally killed the fly ___ a rolled up newspaper.
A
by
B
with
C
through
D
from
উত্তরের বিবরণ
• সঠিক প্রিপজিশন: with
-
সম্পূর্ণ বাক্য: I finally killed the fly with a rolled-up newspaper.
• প্রিপজিশন ব্যবহারের নিয়ম অনুযায়ী
কোনো কিছু ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করার অর্থ বোঝাতে "with" প্রিপজিশনটি ব্যবহৃত হয়। বিশেষত, কোনো কিছু দিয়ে কাউকে হত্যা বা আঘাত করার ক্ষেত্রে "kill" ক্রিয়ার সঙ্গে "with" ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
I killed the fly with a rolled-up paper.
-
They opened the package with a knife.
-
I’ll tie it with some tape to keep it closed.
-
He cleaned the table with a cloth he found in the kitchen.
এই উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি কাজ সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট বস্তু ব্যবহৃত হয়েছে, আর সেই বস্তু বোঝাতে "with" ব্যবহৃত হয়েছে। তাই, "with" হল এমন পরিস্থিতিতে সঠিক প্রিপজিশন।
0
Updated: 3 months ago
The idea is worth _____ carefully.
Created: 2 months ago
A
consider
B
to consider
C
considering
D
considered
Verb + -ing Rule (After Certain Expressions)
-
কিছু বিশেষ শব্দ/ফ্রেজের পরে যদি Verb আসে, তবে Verb এর সাথে -ing ব্যবহার করতে হয়।
-
Keywords / Expressions:
-
mind → Would you mind closing the door?
-
cannot help / could not help → He cannot help laughing out loud.
-
be used to / get used to → I am used to waking up early.
-
with a view to → He came with a view to visiting a new place.
-
worth → The idea is worth considering carefully.
-
-
Example Sentence:
-
The idea is worth considering carefully.
-
I don't mind taking a cup of tea.
-
Source: Applied English Grammar and Composition, P.C. DAS
0
Updated: 2 months ago
A rocket flying to the moon does not need wings because-
Created: 3 months ago
A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.
0
Updated: 3 months ago
The romantic age in English literature began with the publication of ___
Created: 2 months ago
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago