উত্তর গোলার্ধে ______ উত্তর অক্ষরেখাকে 'কর্কটক্রান্তি' রেখা বলা হয়।
A
১৩.৫°
B
৬৬.৫°
C
২৩.৫°
D
৩৩.৫°
উত্তরের বিবরণ
কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা হলো পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখা। উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়, আর দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা নামে পরিচিত। বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই দুটি রেখার মধ্যবর্তী অঞ্চলে সূর্যের আলো প্রায় লম্বভাবে পৃথিবীতে পড়ে, যা উষ্ণ ও প্রচুর আলো প্রদান করে।

0
Updated: 14 hours ago