নিম্নের কোনটি জলবায়ুর নিয়ামক?
A
বায়ুপ্রবাহ
B
ভূমির ঢাল
C
সমুদ্রস্রোত
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
জলবায়ু (Climate) হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের কয়েক বছরের গড় আবহাওয়া। এটি পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে তৈরি হয় এবং সাধারণত ৩০–৪০ বছরের গড় বায়ু তাপমাত্রা, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা এবং বৃষ্টিপাতের পরিমাণকে অন্তর্ভুক্ত করে। বিভিন্ন অঞ্চলের জলবায়ুর পার্থক্য নির্ধারণ করে এমন প্রধান নিয়ামকগুলো হলো অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক, ভূ-প্রকৃতির উচ্চতা, সমুদ্রস্রোত ইত্যাদি।
জলবায়ুর নিয়ামকসমূহ:
-
অক্ষাংশ
-
উচ্চতা
-
সমুদ্র থেকে দূরত্ব
-
স্থলভাগ ও জলভাগের অবস্থান
-
সমুদ্রস্রোত
-
ভূমির ঢাল
-
ভূ-প্রকৃতি
-
বায়ুপ্রবাহ
-
বায়ুর চাপ
-
বনভূমির অবস্থান

0
Updated: 14 hours ago
নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর উপাদান নয়?
Created: 1 month ago
A
বায়ুর চাপ
B
পানিচক্র ও বৃষ্টিপাত
C
বায়ুর তাপ
D
বনভূমির অবস্থান
আবহাওয়া ও জলবায়ুর উপাদান
-
বায়ুর তাপ
-
বায়ুর চাপ
-
বায়ু প্রবাহ
-
বায়ুর আর্দ্রতা
-
পানিচক্র ও বৃষ্টিপাত
আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক
-
অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
-
সমুদ্রস্রোত
-
বায়ু প্রবাহ
-
সমুদ্র থেকে দূরত্ব
-
বনভূমির অবস্থান
-
ভূমির বন্ধুরতা / ঢাল / পর্বতের অবস্থান (বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে)
-
মৃত্তিকার গঠন
-
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা (উচ্চতার সাথে তাপ ও চাপের পরিবর্তন)

0
Updated: 1 month ago
নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক নয়?
Created: 2 weeks ago
A
ভূ-প্রকৃতি
B
অক্ষাংশ
C
বায়ুপ্রবাহ
D
দ্রাঘিমাংশ
আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন প্রাকৃতিক ও ভৌগোলিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়, তবে এই নিয়ামকগুলো সমানভাবে সকল স্থানে কাজ করে না। নিচে আবহাওয়া ও জলবায়ুর প্রধান নিয়ামকসমূহ তুলে ধরা হলো:
-
অক্ষাংশ: পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে সূর্যের তাপমাত্রার পার্থক্যের কারণে আবহাওয়া এবং জলবায়ু ভিন্ন হয়।
-
উচ্চতা: উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়।
-
সমুদ্র থেকে দূরত্ব: সমুদ্রের নিকটে অবস্থান করলে তাপমাত্রার পার্থক্য কম থাকে, আর অভ্যন্তরীণ স্থানে তা বেশি থাকে।
-
স্থলভাগ ও জলভাগের অবস্থান: ভূমি ও জলাভাগের অনুপাত আবহাওয়া ও আর্দ্রতায় প্রভাব ফেলে।
-
সমুদ্রস্রোত: উষ্ণ ও শীতল স্রোত তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আনে।
-
ভূমির ঢাল: ঢালান এলাকার জলবায়ু এবং বৃষ্টিপাতের পরিমাণে প্রভাব ফেলে।
-
ভূ-প্রকৃতি: পর্বত, সমতল বা উপত্যকার উপস্থিতি আবহাওয়ার বৈচিত্র্য সৃষ্টি করে।
-
বায়ুপ্রবাহ: স্থল ও সমুদ্রের বায়ুপ্রবাহ তাপমাত্রা ও আর্দ্রতায় পরিবর্তন আনে।
-
বায়ুর চাপ: উচ্চ ও নিম্নচাপের অঞ্চল আবহাওয়ার ধরন এবং মৌসুমী পরিবর্তন নির্ধারণ করে।
-
বনভূমির অবস্থান: বনভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

0
Updated: 2 weeks ago
জলবায়ুর প্রধান নিয়ামক কোনটি?
Created: 1 week ago
A
সমুদ্রস্রোত
B
বায়ুপ্রবাহ
C
অক্ষাংশ
D
উপরের সবগুলো
জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার গড় অবস্থা, যা সাধারণত ৩০-৪০ বছরের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
-
জলবায়ু বলতে কোনো অঞ্চলের অনেক বছরের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক গড় অবস্থা বোঝায়।
-
জলবায়ু নিয়ত পরিবর্তনশীল নয়, অর্থাৎ এটি স্থায়ী বৈশিষ্ট্য ধারণ করে।
-
আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য হলো:
-
আবহাওয়া ⇒ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের স্বল্পস্থায়ী অবস্থা।
-
জলবায়ু ⇒ কোনো দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা।
-
-
বাংলাদেশের জলবায়ু ‘ক্রান্তীয় মৌসুমি’ ধরণের।
-
জলবায়ুর প্রধান নিয়ামকগুলো হলো: অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বনভূমি, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল এবং মৃত্তিকা।
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago