A
long
B
small
C
big
D
short
উত্তরের বিবরণ
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago
The Second World War broke _____ in September, 1939.
Created: 1 week ago
A
through
B
away
C
out
D
in
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: out
পূর্ণ বাক্য: The Second World War broke out in September, 1939.
এখানে break out একটি ফ্রেজাল ভার্ব, যার ব্যবহার হয় হঠাৎ কোনো অশুভ বা ভয়ঙ্কর কিছু শুরু বা বিস্তার লাভ করার ক্ষেত্রে।
• Break out
ইংরেজি অর্থ: যখন কোনো বিপজ্জনক বা অপ্রত্যাশিত ঘটনা আকস্মিকভাবে শুরু হয়।
বাংলা অর্থ: খারাপ কিছু হঠাৎভাবে শুরু হওয়া বা বিস্তার লাভ করা, যেমন কোনো যুদ্ধ, দাঙ্গা বা রোগের প্রাদুর্ভাব।
উদাহরণ বাক্য: War broke out in 1914.
বাংলা অর্থ: ১৯১৪ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছিল।
• অন্য বিকল্প শব্দগুলোর ব্যাখ্যা:
-
Break-in (noun): জোরপূর্বক প্রবেশ বা অনধিকার চর্চা। উদাহরণ: There was a break-in at the bank.
-
Break in (up) on: কথোপকথনের মাঝে বাধা দেওয়া। উদাহরণ: He broke in on their conversation.
-
Breakthrough (noun): বিশেষ করে সামরিক ক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ভেদ করা, অথবা কোনো জটিল সমস্যা সমাধানে অগ্রগতি।
তথ্যসূত্র: Live MCQ Lecture ও বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 week ago
We need two hundred dollars ____ this to pay for everything.
Created: 1 week ago
A
as well
B
also
C
beside
D
besides
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে - besides
-
পূর্ণ বাক্য: We need two hundred dollars besides this to pay for everything.
(আমাদের এই টাকার পাশাপাশি আরও দুইশো ডলার প্রয়োজন সব খরচ মেটাতে।)
• Besides শব্দের ব্যাখ্যা:
-
ইংরেজি অর্থ: in addition to; also
-
বাংলা অর্থ: তদুপরি, ছাড়াও, অতিরিক্তভাবে, আরও।
• সাধারণত besides শব্দটি তখন ব্যবহার হয়, যখন কোনো কিছুর সাথে আরেকটি অতিরিক্ত বা বাড়তি চাহিদা বোঝাতে চাই। এটি প্রায়ই বাক্যে যুক্তভাবে ব্যবহৃত হয়ে থাকে, যাতে বোঝানো হয় কিছু ছাড়াও আরও কিছু প্রয়োজন বা যুক্ত হচ্ছে।

0
Updated: 1 week ago
I don't think you will have any difficulty ___ a driving license.
Created: 1 week ago
A
to get
B
in getting
C
for getting
D
get
সঠিক উত্তর: in getting
পূর্ণ বাক্য: I do not think you will have any difficulty in getting a driving license.
Difficulty (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করা বা বোঝা সহজ নয় এমন অবস্থা
-
বাংলা অর্থ: জটিলতা, বাধা, কষ্টকরতা, সমস্যা, মুশকি
ব্যাখ্যা:
"Difficulty" শব্দটি সাধারণত এমন কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয় যা করা কঠিন বা জটিল। যখন কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে সমস্যার কথা বোঝাতে হয়, তখন "difficulty in" গঠনটি ব্যবহৃত হয়।
এবং নিয়ম অনুযায়ী "difficulty in" এর পরে verb-এর present participle form (verb + ing) বসে।
উদাহরণ:
-
difficulty in breathing
-
difficulty in learning
-
Do you have any difficulty in understanding spoken English?
-
He completed the task without any difficulty.
তথ্যসূত্র:বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 week ago