Stockings are _____ socks.
A
long
B
small
C
big
D
short
উত্তরের বিবরণ
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Created: 1 month ago
A
desire
B
hope
C
dream
D
wish
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 1 month ago
Don't make a noise while your father_______.
Created: 2 months ago
A
is being asleep
B
is sleeping
C
asleep
D
has slept
• "While" ব্যবহৃত হলে দুটি কাজ একসাথে চলার ধারণা দেয়।
-
যদি while এর আগে বাক্যটি past indefinite কালে হয়, তাহলে পরবর্তী অংশটি সাধারণত past continuous টেন্সে হয়।
-
আবার, যদি while দিয়ে শুরু হওয়া অংশটি past continuous হয়, তবে অপর অংশটি past indefinite হয়।
• নিয়ম অনুযায়ী সঠিক ক্রিয়াপদ হবে — is sleeping.
পূর্ণ বাক্য: Do not make a noise while your father is sleeping.

0
Updated: 2 months ago
We (not have) a holiday since the beginning of the year. - Which of the following verb forms best completes the above sentence?
Created: 3 months ago
A
did not have
B
have not had
C
are not having
D
had not had
সম্পূর্ণ বাক্য: We have not had a holiday since the beginning of the year.
বিষয়বস্তু:
যখন বাক্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে, তখন বুঝা যায় এটি Present Perfect Continuous Tense হওয়া উচিত।
তবে have, be, see, watch, understand এর মতো মূল ক্রিয়া (main verbs) থাকলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়।
গঠন:
Subject + have/has + past participle + ... + for/since + time
উদাহরণ:
-
He has not had much free time since the beginning of the month.
-
We have not had much workload for a few days.

0
Updated: 3 months ago