আহ্নিক গতি বলতে কী বোঝায়?
A
পৃথিবীর কক্ষপথ পরিবর্তন
B
সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন
C
পৃথিবীর নিজ অক্ষে আবর্তন
D
চাঁদের চারপাশে পৃথিবীর আবর্তন
উত্তরের বিবরণ
পৃথিবীর আহ্নিক গতি বলতে পৃথিবীর নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকে বোঝায়। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রায় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা আনুমানিক ২৪ ঘণ্টা সময়ে অনবরত আবর্তিত হয়। এই আবর্তনকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়, এবং এর মূল কারণ হলো পৃথিবীর আবর্তন ও আকৃতি।
আহ্নিক গতির ফলাফল:
-
দিবা-রাত্রি সংঘটন: পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে, সেই অংশে দিন হয় এবং অপর অংশে রাত। এই কারণে প্রতিদিন দিবা-রাত্রি ঘটে।
-
জোয়ার-ভাটা: আহ্নিক গতির কারণে সমুদ্রে প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা ঘটে।
-
বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি: ফেরেলের কোরিওলিস সূত্র অনুসারে, আহ্নিক গতির কারণে উত্তর গোলার্ধে বায়ু ও সমুদ্রস্রোত ডানদিকে, এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে প্রবাহিত হয়।

0
Updated: 14 hours ago