She told me his name after he ___.
A
left
B
had left
C
has left
D
has been leaving
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: had left
সম্পূর্ণ বাক্য: She told me his name after he had left.
ব্যাকরণগত ব্যাখ্যা
যেহেতু "after" এর আগের অংশে Past Indefinite Tense ব্যবহার করা হয়েছে ("she told"), তাই "after"–এর পরের অংশে Past Perfect Tense ব্যবহার করা হবে ("he had left")। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
নিয়ম:
-
যদি "after"–এর পূর্ববর্তী অংশ Past Indefinite হয়, তবে পরবর্তী অংশে Past Perfect Tense ব্যবহৃত হবে।
-
অন্যদিকে, যদি "after"–এর আগের অংশ Present Indefinite অথবা Future Indefinite হয়, তবে পরের অংশে Present Perfect Tense ব্যবহার করতে হয়।
স্ট্রাকচারগুলো হতে পারে:
-
Past Indefinite + after + Past Perfect
-
After + Past Perfect + Past Indefinite
-
Present Indefinite / Future Indefinite + after + Present Perfect
উদাহরণ:
-
The train left after he had reached the station.
-
I come after he has come.
-
I will come after you have come.
0
Updated: 3 months ago
He intends to ___ in the country for two months.
Created: 3 months ago
A
live
B
stay
C
stop
D
halt
ক) live (in/at): বাস করা, যা দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে কোথাও বসবাস করা বোঝায়।
খ) stay: থাকা বা অবস্থান করা, বিশেষত কোনো স্থানে অস্থায়ী বা নির্দিষ্ট সময়ের জন্য থাকা বা কোনো শর্তের অধীনে থাকা।
গ) stop: গতিবিধি থামানো বা বিরতি নেয়া।
ঘ) halt: সাময়িক বিরতি বা নিবৃত্তি।
"২ মাসের জন্য কোনো স্থানে থাকার কথা" বোঝাতে এখানে সাময়িক সময়সীমা নির্দেশ করা হয়েছে, তাই stay শব্দটি ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
-
সম্পূর্ণ বাক্য: He intends to stay in the country for two months.
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 3 months ago
Fill in the blank: She went to New Market _____.
Created: 1 month ago
A
on foot
B
on feet
C
by foot
D
by walking
সঠিক উত্তর হবে on foot। সম্পূর্ণ বাক্য হবে: She went to New Market on foot. বাংলায় এর অর্থ হলো: তিনি পায়ে হেঁটে নিউমার্কেটে গিয়েছিলেন।
তথ্যগুলো নিচে দেওয়া হলো—
-
On foot (Phrase): এর অর্থ হলো Walking rather than traveling by car or using other transport।
-
যদি কেউ কোথাও on foot যায়, তার মানে সে হেঁটে সেখানে যাচ্ছে।
-
অর্থাৎ, যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে on foot ব্যবহৃত হয়।
-
Example: It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
0
Updated: 1 month ago
He went to ____________ hospital because he had ___________ heart attack.
Created: 1 month ago
A
no article, an
B
a, an
C
the, no article
D
no article, a
১. নির্দিষ্ট কিছু জায়গার আগে সাধারণত Article ব্যবহার হয় না –
যখন এগুলো তাদের মূল উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন:
-
school, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি।
👉 উদাহরণ:
-
I go to school. (আমি স্কুলে যাই – পড়াশোনার জন্য, যা স্কুলের মূল উদ্দেশ্য)
-
He went to market. (সে বাজারে গিয়েছিল – কেনাকাটার জন্য, বাজারের মূল উদ্দেশ্য)
-
He went to hospital for treatment. (সে হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য, যা হাসপাতালের মূল কাজ)
২. অন্য কোনো উদ্দেশ্যে গেলে Article ব্যবহার করতে হয়।
উদাহরণ:
-
I went to the hospital to visit my uncle. (আমি আমার চাচাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম – এখানে উদ্দেশ্য “চিকিৎসা নেওয়া” নয়, তাই the বসেছে।)
প্রদত্ত বাক্যে বিশ্লেষণ
-
He went to hospital because he was ill.
এখানে সে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল (হাসপাতালের মূল উদ্দেশ্য), তাই No article বসবে। -
He had a heart attack.
এখানে “heart attack” শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে a বসবে।
✅ Final Answer: no article, a
Complete Sentence: He went to hospital because he had a heart attack.
উৎস: Practical English Usage – Michael Swan
0
Updated: 1 month ago