Many students will now be starting to ____ about their exams result.
A
worry
B
reflect
C
inquire
D
comment
উত্তরের বিবরণ
অপশনগুলোর প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়—
ক) worry: মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগা; অস্থিরতা অনুভব করা; উদ্বেগে থাকা; কোনো কিছু নিয়ে ক্রমাগত চিন্তিত হওয়া।
খ) reflect: আলো বা চিত্রকে প্রতিফলিত করা বা ফিরে দেখা।
গ) inquire: কোনো তথ্য জানার উদ্দেশ্যে প্রশ্ন করা বা অনুসন্ধান চালানো।
ঘ) comment: কোনো বিষয় সম্পর্কে ব্যক্তিগত মতামত বা ব্যাখ্যা প্রদান করা; মন্তব্য বা সমালোচনা করা।
• উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে দেখা যায়, প্রদত্ত বাক্যে worry শব্দটি বসালে তা যথাযথ অর্থ প্রকাশ করে।
-
পূর্ণ বাক্যটি হবে: Many students will now be starting to worry about their exams result.
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।
0
Updated: 3 months ago
There is no alternative ____ training.
Created: 3 months ago
A
to
B
for
C
than
D
of
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি
0
Updated: 3 months ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 2 months ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান
0
Updated: 2 months ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 2 months ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।
0
Updated: 2 months ago