'কার্টাগেনা' প্রটোকল হচ্ছে?
A
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
B
ইরাক পুনর্গঠন চুক্তি
C
যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
D
শিশু অধিকার চুক্তি
উত্তরের বিবরণ
কার্টাগেনা প্রটোকল: একটি আন্তর্জাতিক জৈব নিরাপত্তা চুক্তি
কার্টাগেনা প্রটোকল হলো জৈববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের (Convention on Biological Diversity) অধীনে গৃহীত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ প্রটোকল, যার উদ্দেশ্য হলো জৈব নিরাপত্তা নিশ্চিত করা।
এর মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য রক্ষায় জীববিজ্ঞানভিত্তিক প্রযুক্তি (বিশেষ করে জেনেটিকালি মডিফাইড অর্গানিজম বা GMO) ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা।
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
মূল উদ্দেশ্য: জৈব প্রযুক্তি থেকে উদ্ভূত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।
-
প্রোটোকল গৃহীত হয়: ২৯ জানুয়ারি, ২০০০, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
অনুমোদনের তারিখ: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। এই শহরের নাম অনুসারে প্রোটোকলটির নামকরণ করা হয়।
-
স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
বাংলাদেশ ২০০০ সালে প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে।
তথ্যসূত্র: UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
Created: 4 days ago
A
২০০০ সালে
B
২০০১ সালে
C
২০০৩ সালে
D
২০০৫ সালে
কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি, যা জাতিসংঘের জৈব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের অংশ হিসেবে প্রণীত। এর মূল উদ্দেশ্য হলো জৈব প্রযুক্তি ও জৈবিক উৎসের নিরাপদ ব্যবহার ও পরিবহন নিশ্চিত করা, যাতে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।
তথ্যসমূহ:
-
কার্টাগেনা প্রটোকলের পূর্ণরূপ হলো Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
-
এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
প্রটোকলের মূল লক্ষ্য হলো জৈব প্রযুক্তি সংক্রান্ত ঝুঁকি কমানো এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করা।
-
প্রটোকল অনুমোদিত হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে, কলম্বিয়ার কার্টাগেনা শহরে, যার কারণে এর নামকরণ করা হয় কার্টাগেনা প্রটোকল নামে।
-
প্রটোকলটি গৃহীত ও কার্যকর করা হয় কানাডার মন্ট্রিল শহরে।
-
প্রটোকলে স্বাক্ষরিত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
-
প্রটোকল কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ সংখ্যা ১০৩টি।
-
প্রটোকল অনুমোদনকারী দেশ সংখ্যা ১৭৩টি।
-
বাংলাদেশ ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন করে।

0
Updated: 4 days ago
কার্টাগেনা প্রটোকল মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
Created: 6 days ago
A
জৈব নিরাপত্তা
B
সমুদ্র দূষণ
C
বন্যপ্রাণী সংরক্ষণ
D
জলবায়ু পরিবর্তন
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol on Biosafety)
-
পূর্ণ নাম: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
-
এটি একটি জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রটোকল।
-
কলম্বিয়ার কার্টাগেনা শহরে এর খসড়া অনুমোদিত হয়।
-
স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
-
কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
-
বাংলাদেশ এই প্রটোকল ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন দেয়।
সূত্র: UNTC ওয়েবসাইট

0
Updated: 6 days ago
কার্টাগেনা প্রোটোকলের মূল বিষয়বস্তু কী?
Created: 3 days ago
A
স্থলমাইন নিষিদ্ধ
B
ওজোন ক্ষয় হ্রাস
C
জৈব নিরাপত্তা
D
জলাভূমি সংরক্ষণ
কার্টাগেনা প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈব নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি। এটি জীববৈচিত্র্য রক্ষা এবং জৈবপ্রযুক্তি থেকে উদ্ভূত ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়। প্রোটোকলটি জীবাণু ও জৈবপ্রযুক্তি পণ্যগুলোর আন্তর্জাতিক পরিবহন ও ব্যবহার নিরাপদ করার নিয়মকানুন স্থাপন করে এবং পরিবেশ ও মানব স্বাস্থ্য রক্ষার জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করে।
-
পূর্ণ নাম: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
প্রতিষ্ঠার তারিখ: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর হওয়ার তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
বাংলাদেশে স্বাক্ষর: ৫ ফেব্রুয়ারি, ২০০৪
-
মূল উদ্দেশ্য:
-
জৈব নিরাপত্তা নিশ্চিত করা
-
জীববৈচিত্র্য সংরক্ষণ
-
জৈবপ্রযুক্তি থেকে উদ্ভূত ঝুঁকি নিয়ন্ত্রণ
-

0
Updated: 3 days ago