দি কোন বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 60 সে.মি. হয় তবে বৃত্তের ব্যাসার্ধ কত?
A
14 সে.মি.
B
18 সে.মি.
C
24 সে.মি.
D
28 সে.মি.
উত্তরের বিবরণ
সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
অতএব, বৃত্তের ব্যাস = 2r
এবং বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে,
2πr - 2r = 60
বা, 2r(π - 1) = 60
বা, 2r(22/7 - 1) = 60
বা, 2r((22 - 7)/7) = 60
বা, 2r(15/7) = 60
বা, 30r/7 = 60
বা, 30r = 60 × 7
বা, r = (60 × 7)/30
বা, r = 2 × 7
অতএব, r = 14
সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ হলো 14 সে.মি.।
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
অতএব, বৃত্তের ব্যাস = 2r
এবং বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে,
2πr - 2r = 60
বা, 2r(π - 1) = 60
বা, 2r(22/7 - 1) = 60
বা, 2r((22 - 7)/7) = 60
বা, 2r(15/7) = 60
বা, 30r/7 = 60
বা, 30r = 60 × 7
বা, r = (60 × 7)/30
বা, r = 2 × 7
অতএব, r = 14
সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ হলো 14 সে.মি.।

0
Updated: 16 hours ago
y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
Created: 1 month ago
A
(17, 5)
B
(9, 5)
C
(12, 5)
D
(6, 5)
প্রশ্ন: y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
সমাধান:
y = 5 ...... (1)
x = 3y + 2 ........ (2)
(1) নং সমীকরণ হতে পাই,
y = 5
(2) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
x = 3 × 5 + 2
বা, x = 15 + 2
∴ x = 17
∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক = (17, 5).

0
Updated: 1 month ago
ABCD is a square and one of its sides AB is also a chord of the circle as shown in the figure. What is the area of the square?
Created: 1 week ago
A
12
B
9
C
12√2
D
18
Question: ABCD is a square and one of its sides AB is also a chord of the circle as shown in the figure. What is the area of the square?
Solution:
চিত্রানুসারে, O হলো বৃত্তের কেন্দ্র এবং OA ও OB হলো বৃত্তের ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য 3।
AOB একটি সমকোণী ত্রিভুজ, যেখানে ∠AOB = 90° এবং অতিভুজ = AB
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AB2 = OA2 + OB2
AB2 = 32 + 32
AB2 = 9 + 9
AB2 = 18
আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহুর দৈর্ঘ্য২
যেহেতু ABCD একটি বর্গ, তাই এর ক্ষেত্রফল হলো AB2
সুতরাং, বর্গটির ক্ষেত্রফল হলো 18

0
Updated: 1 week ago
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
Created: 2 weeks ago
A
২৫ বার
B
১৫ বার
C
২০ বার
D
১০ বার
সমাধান:
দেওয়া আছে,
চাকার ব্যাস, ২r = ৪.২ মিটার
∴ চাকার ব্যাসার্ধ, r = ৪.২/২ মিটার
= ২.১ মিটার
আমরা জানি,
চাকার পরিধি = ২πr
= (২ × ৩.১৪১৬ × ২.১) মিটার
= ১৩.২ মিটার
∴ ৩৩০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে = (৩৩০/১৩.২) বার
= ২৫ বার ।

0
Updated: 2 weeks ago