Stockings are _____ socks.
A
long
B
small
C
big
D
short
উত্তরের বিবরণ
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
0
Updated: 3 months ago
Fill in the blank with the appropriate part: We look forward ____ a response from you.
Created: 2 months ago
A
to receiving
B
to receive
C
in receiving
D
for receiving
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to receiving.
Complete Sentence: We look forward to receiving a response from you.
• Look forward to:
English Meaning: await eagerly.
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।
• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।
• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.
• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
0
Updated: 2 months ago
He said that he ____ be unable to come.
Created: 3 months ago
A
will
B
shall
C
should
D
would
• এই বাক্যটি যদি সরাসরি কথা (Direct Speech) হিসেবে বলি, তাহলে হবে —
"He said, 'I shall/will be unable to come.'"
• কারণ বাক্যটির Reporting Verb "said" (past tense) এ আছে, তাই Reported Speech-এর ক্রিয়াটিও Past Tense এ পরিবর্তন হবে।
• এখানে "will" → "would" হবে, আর "can" থাকলে → "could" হয়ে যেত।
• তাই সঠিক উত্তর হবে —
He said that he would be unable to come.
0
Updated: 3 months ago
The Second World War broke _____ in September, 1939.
Created: 3 months ago
A
through
B
away
C
out
D
in
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: out
পূর্ণ বাক্য: The Second World War broke out in September, 1939.
এখানে break out একটি ফ্রেজাল ভার্ব, যার ব্যবহার হয় হঠাৎ কোনো অশুভ বা ভয়ঙ্কর কিছু শুরু বা বিস্তার লাভ করার ক্ষেত্রে।
• Break out
ইংরেজি অর্থ: যখন কোনো বিপজ্জনক বা অপ্রত্যাশিত ঘটনা আকস্মিকভাবে শুরু হয়।
বাংলা অর্থ: খারাপ কিছু হঠাৎভাবে শুরু হওয়া বা বিস্তার লাভ করা, যেমন কোনো যুদ্ধ, দাঙ্গা বা রোগের প্রাদুর্ভাব।
উদাহরণ বাক্য: War broke out in 1914.
বাংলা অর্থ: ১৯১৪ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছিল।
• অন্য বিকল্প শব্দগুলোর ব্যাখ্যা:
-
Break-in (noun): জোরপূর্বক প্রবেশ বা অনধিকার চর্চা। উদাহরণ: There was a break-in at the bank.
-
Break in (up) on: কথোপকথনের মাঝে বাধা দেওয়া। উদাহরণ: He broke in on their conversation.
-
Breakthrough (noun): বিশেষ করে সামরিক ক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ভেদ করা, অথবা কোনো জটিল সমস্যা সমাধানে অগ্রগতি।
তথ্যসূত্র: Live MCQ Lecture ও বাংলা একাডেমি অভিধান।
0
Updated: 3 months ago