সুষম অষ্টভুজের কোণগুলোর সমষ্টি কত সমকোণ?
A
৬ সমকোণ
B
৮ সমকোণ
C
১০ সমকোণ
D
১২ সমকোণ
উত্তরের বিবরণ
সমাধান:
যেকোনো বহুভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হলো: (n - ২) × ১৮০°, যেখানে 'n' হলো বাহুর সংখ্যা।
অষ্টভুজের বাহুর সংখ্যা, n = ৮
সুতরাং, অষ্টভুজের কোণগুলোর সমষ্টি = (৮ - ২) × ১৮০°
= ৬ × ১৮০°
= ১০৮০°
= ১০৮০°/৯০° [যেহেতু, ১ সমকোণ = ৯০°]
= ১২ সমকোণ
অতএব, সুষম অষ্টভুজের কোণগুলোর সমষ্টি হলো ১২ সমকোণ।
0
Updated: 1 month ago
90° < A < 180° হলে A কোন প্রকারের কোণ?
Created: 1 week ago
A
সমকোণ
B
সূক্ষ্মকোণ
C
স্থুলকোণ
D
প্রবৃদ্ধকোণ
৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
0
Updated: 1 week ago
In the figure, AOB is a straight line. What is the average of the four numbers a, b, c, and d?
Created: 1 month ago
A
90
B
45
C
360/7
D
60
Question: In the figure, AOB is a straight line. What is the average of the four numbers a, b, c, and d?
Solution:
যেহেতু, AOB একটি সরলরেখা, তাই সরলরেখার উপর উৎপন্ন কোণগুলোর সমষ্টি ১৮০°।
∴ a° + b° + c° + d° = 180°
⇒ a + b + c + d = 180
এখন, চারটি সংখ্যার গড় = (সংখ্যাগুলোর সমষ্টি) ÷ (মোট সংখ্যা)
= (a + b + c + d) ÷ 4
= 180 ÷ 4
= 45
∴ a, b, c এবং d চারটি সংখ্যার গড় হলো 45।
0
Updated: 1 month ago
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
Created: 1 month ago
A
সূক্ষ্মকোণ
B
সমকোণ
C
পূরককোণ
D
স্থূলকোণ
প্রশ্ন: কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
সমাধান:
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে।
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান।
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।
0
Updated: 1 month ago