সুষম অষ্টভুজের কোণগুলোর সমষ্টি কত সমকোণ?
A
৬ সমকোণ
B
৮ সমকোণ
C
১০ সমকোণ
D
১২ সমকোণ
উত্তরের বিবরণ
সমাধান:
যেকোনো বহুভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হলো: (n - ২) × ১৮০°, যেখানে 'n' হলো বাহুর সংখ্যা।
অষ্টভুজের বাহুর সংখ্যা, n = ৮
সুতরাং, অষ্টভুজের কোণগুলোর সমষ্টি = (৮ - ২) × ১৮০°
= ৬ × ১৮০°
= ১০৮০°
= ১০৮০°/৯০° [যেহেতু, ১ সমকোণ = ৯০°]
= ১২ সমকোণ
অতএব, সুষম অষ্টভুজের কোণগুলোর সমষ্টি হলো ১২ সমকোণ।

0
Updated: 16 hours ago
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত?
Created: 1 month ago
A
২০°
B
১১০°
C
১২০°
D
২৫০°
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৭০° হলে তার বিপরীত কোণটির মান কত?
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
∴ একটি কোণ ৭০° হলে, অপরটি কোণটি হবে = (১৮০ - ৭০)°
= ১১০° ।

0
Updated: 1 month ago
অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = কত?
Created: 1 month ago
A
8 সমকোণ
B
10 সমকোণ
C
12 সমকোণ
D
16 সমকোণ
প্রশ্ন: অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = কত?
সমাধান:
আমরা জানি,
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (2n - 4) × 90° (সমকোণ)
যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা
∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(2 × 8) - 4} × সমকোণ
= (16 - 4) × সমকোণ
= 12 সমকোণ ।

0
Updated: 1 month ago
২৭০° কোণকে কী বলা হয়?
Created: 16 hours ago
A
বিপ্রতীপ কোণ
B
সূক্ষ্মকোণ
C
স্থূলকোণ
D
প্রবৃদ্ধ কোণ
সমাধান:
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে।- যেহেতু, ২৭০° কোণটি ১৮০° এর চেয়ে বড় এবং ৩৬০° এর চেয়ে ছোট, তাই এটি একটি প্রবৃদ্ধ কোণ (Reflex Angle)।
উল্লেখ্য-
- বিপ্রতীপ কোণ (Vertically Opposite Angle): দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে যেকোনো দুটি বিপরীত কোণকে বিপ্রতীপ কোণ বলে। এদের পরিমাপ পরস্পর সমান হয়।
- স্থূলকোণ (Obtuse Angle): যে কোণের পরিমাপ ৯০° অপেক্ষা বেশি কিন্তু ১৮০° অপেক্ষা কম, তাকে স্থূলকোণ বলে।
- সূক্ষ্মকোণ (Acute Angle): যে কোণের পরিমাপ ০° অপেক্ষা বেশি কিন্তু ৯০° অপেক্ষা কম, তাকে সূক্ষ্মকোণ বলে।

0
Updated: 16 hours ago