EDVAC কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
A
ভ্যাকুয়াম টিউব বাদ দিয়ে মাইক্রোপ্রসেসর ব্যবহার
B
প্রথম মেশিন ল্যাঙ্গুয়েজের ব্যবহার
C
ট্রানজিস্টর ব্যবহারের সূচনা
D
প্রোগ্রাম মেমোরিতে সংরক্ষণ করার ক্ষমতা
উত্তরের বিবরণ
EDVAC বা Electronic Discrete Variable Automatic Computer ছিল প্রথম দিকের গুরুত্বপূর্ণ কম্পিউটারগুলোর একটি, যেখানে প্রথমবার Stored Program Concept ব্যবহৃত হয়। এটি মূলত John von Neumann আর্কিটেকচার অনুসারে তৈরি করা হয়েছিল, যা পরবর্তী প্রজন্মের কম্পিউটার তৈরির ভিত্তি স্থাপন করে।
-
EDVAC এর পূর্ণরূপ Electronic Discrete Variable Automatic Computer।
-
এতে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ করার সুবিধা ছিল, যা কম্পিউটারের কার্যক্ষমতা ও নমনীয়তা বৃদ্ধি করে।
-
ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে EDVAC নির্মাণ করেছিলেন।
-
এটি 1949 সালে তৈরি করা হয়, যা ENIAC এর একটি উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত।
অতিরিক্ত তথ্য হিসেবে, কম্পিউটার ইতিহাসে এটির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে:
-
ENIAC: প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার।
-
UNIVAC: প্রথম বাণিজ্যিক কম্পিউটার, 1951 সালে তৈরি।
-
EDVAC: ENIAC এর পরবর্তী সংস্করণ, যেখানে Stored Program ব্যবহৃত হয়।
-
ABC (Atanasoff-Berry Computer): 1942 সালে তৈরি হলেও এটি পুরোপুরি ইলেক্ট্রনিক কম্পিউটার হিসেবে স্বীকৃত নয়।
0
Updated: 1 month ago
হাইব্রিড কম্পিউটারের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
পারসোনাল কম্পিউটার
B
ইসিজি (ECG) মেশিন
C
সুপার কম্পিউটার
D
ল্যাপটপ কম্পিউটার
Hybrid Computer হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা একত্রিতভাবে Analog এবং Digital কম্পিউটারের বৈশিষ্ট্য ধারণ করে। উদাহরণস্বরূপ, ECG (Electrocardiogram) Machine মানবদেহ থেকে আসা অ্যানালগ সিগন্যাল (হৃদস্পন্দন) গ্রহণ করে তা ডিজিটাল আকারে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করে।
-
Hybrid Computer হলো সেই কম্পিউটার যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের নীতির সমন্বয়ে গঠিত।
-
একে সংকর কম্পিউটারও বলা হয়।
-
হাইব্রিড কম্পিউটারে সাধারণত ডেটা প্রথমে অ্যানালগ প্রক্রিয়ায় সংগৃহীত হয় এবং পরবর্তীতে তা সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
-
ডিজিটাল অংশ প্রাপ্ত ডেটা প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
-
হাইব্রিড কম্পিউটার অত্যন্ত ব্যয়বহুল, তাই এটি মূলত বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণমান নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদি।
-
হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় রোগীর তাপমাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় তথ্য পর্যবেক্ষণের জন্য।
0
Updated: 1 month ago
কম্পিউটার পাওয়ার সিস্টেম কী কাজ করে?
Created: 2 months ago
A
DC কে AC তে রূপান্তর করে
B
AC কে DC তে রূপান্তর করে
C
AC কে AC তে রূপান্তর করে
D
DC কে DC তে রূপান্তর করে
কম্পিউটার পাওয়ার সিস্টেম
-
কম্পিউটারকে স্থিতিশীল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে।
-
AC কে DC তে রূপান্তর করে কম্পিউটার ব্যবহারযোগ্য হয়।
UPS (Uninterruptible Power Source)
-
পাওয়ার সিস্টেমের উন্নত রূপ।
-
উপাদান: স্টোরেজ ব্যাটারি, rectifier, inverter ও control circuits।
-
বিদ্যুৎ লাইনে ভোল্টেজ ওঠানামা করলে ব্যাটারি থেকে AC বিদ্যুৎ সরবরাহ হয়।
ব্যাটারির ভূমিকা
-
ব্যাটারি হলো কম ভোল্টেজের DC উৎস।
-
DC কে AC তে রূপান্তর (Inversion) করে transformer দ্বারা ভোল্টেজ বৃদ্ধি করা হয়।
Inversion ও ট্রানজিস্টরের ব্যবহার
-
Inversion করা হয় high-power transistor দিয়ে।
-
ট্রানজিস্টর switch-এর মতো কাজ করে এবং ৫০/৬০ Hz ফ্রিকোয়েন্সিতে AC তৈরি করে।
সূত্র: ব্রিটানিকা
0
Updated: 2 months ago
NOR গেটটি কোন ধরনের গেটের সমন্বয় দ্বারা তৈরি করা যায়?
Created: 1 month ago
A
NOT + AND
B
AND + OR
C
NOT + OR
D
XOR + NOT
NOR গেট হলো একটি ডিজিটাল লজিক গেট যা OR গেটের আউটপুটকে উল্টো করে দেয়। সহজভাবে বলতে গেলে, NOR গেট হল একটি OR গেটের আউটপুটের NOT অপারেশন। এটি OR গেট এবং NOT গেটের সমন্বয়ে তৈরি করা যায়। প্রথমে দুটি ইনপুটকে OR গেট দিয়ে যুক্ত করা হয় এবং তারপর সেই আউটপুটকে NOT গেটের মাধ্যমে বিপরীত করা হয়। ফলস্বরূপ, NOR গেট তখনই ‘1’ আউটপুট দেয় যখন সমস্ত ইনপুটই ‘0’ হয়। সুতরাং NOR গেটের জন্য সঠিক সমন্বয় হলো NOT + OR।
সার্বজনীন গেট:
-
যে গেটের সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং সার্কিট বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেইট বলা হয়।
-
NAND এবং NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
-
কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট ব্যবহার করেও যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা সম্ভব।
মৌলিক লজিক গেইট:
-
ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে, তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
-
কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট:
১. OR গেইট (OR Gate)
২. AND গেইট (AND Gate)
৩. NOT গেইট (NOT Gate)
চাওয়াতে আমি চাইলে NOR গেটের সত্যতা সূচক (truth table) এবং বাস্তব জীবনের উদাহরণও সংযোজন করতে পারি।
0
Updated: 1 month ago