‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
A
অরণ্যানী
B
চাকরানী
C
ভাগনী
D
মেধাবিনী
উত্তরের বিবরণ
নী প্রত্যয় যোগে কিছু শব্দকে স্ত্রীবাচক করা যায়। যেমন: মেধাবী - মেধাবিনী, মায়াবী - মায়াবিনী, কুহক - কুহকিনী, যোগী – যোগিনী।
0
Updated: 1 month ago
কোনটি নির্দেশক নয়?
Created: 1 month ago
A
- টুকু
B
- খানা
C
- জন
D
- রা
-রা কোনো নির্দেশক নয়, এটি বহুবচন বোঝাতে ব্যবহৃত হয়।
-
নির্দেশক হলো সেই লগ্নক শব্দ, যা কোনো বিশেষত্ব বা নির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু
-
-
নির্দেশক প্রত্যয়গুলোর ব্যবহার
-
-টুকু: পরিমাণ নির্দেশক (যেমন: একটুকু, সামান্যটুকু)
-
-খানা: সংখ্যা নির্দেশক (যেমন: একখানা বই, দুখানা কাপড়)
-
-জন: ব্যক্তি সংখ্যা নির্দেশক (যেমন: একজন লোক, দুজন মানুষ)
-
-
-রা প্রত্যয়
-
এটি বহুবচন নির্দেশ করে (যেমন: ছেলেরা, মেয়েরা, তারা)
-
এটি নির্দেশক নয়, বরং সংখ্যাবাচক প্রত্যয়
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
Created: 2 months ago
A
প্রাতিপদিক
B
অভিশ্রুতি
C
অপিনিহিতি
D
ধ্বনি-বিপর্যয়
• 'প্রাতিপদিক' ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়।
প্রাতিপদিক:
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন: মুখ, পা, বই ইত্যাদি।
অন্যদিকে,
উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি পরিবর্তন করা হয়। স্বরসঙ্গতি, অপনিহিতি এবং ব্যঞ্জন বিকৃতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- শিকা > শিকে,
- মুলা > মুলো ইত্যাদি।
• অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- মারি > মাইর ইত্যাদি।
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন:
- কবাট > কপাট,
- ধােবা > ধােপা,
- ধাইমা > দাইমা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
কোনটি বস্তু-বিশেষ্য?
Created: 1 month ago
A
বই
B
ফুল
C
গরু
D
ইত্তেফাক
বস্তু-বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো দ্রব্য বা বস্তুর নাম প্রকাশ করে।
-
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি
-
অন্যান্য প্রকার:
-
নাম-বিশেষ্য: ইত্তেফাক
-
জাতি-বিশেষ্য: গরু, ফুল
-
0
Updated: 1 month ago