ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কী হবে?
A
ইতিহাসসচেতন
B
ঐতিহাসিক
C
ইতিহাসবেত্তা
D
চিন্তাবিদ
উত্তরের বিবরণ
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।

0
Updated: 19 hours ago
'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ -
Created: 1 week ago
A
নীয়মান
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
অনপনেয়
নিচে প্রদত্ত শব্দগুলোর অর্থ整理 করা হলো।
-
যা বহন করা যাচ্ছে – নীয়মান
-
যা অপনয়ন করা যায় না – অনপনেয়
-
যা অনুভব করা হচ্ছে – অনুভূয়মান
-
যা অপনয়ন করা কষ্টকর – দূরপনেয়

0
Updated: 1 week ago
‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
Created: 3 weeks ago
A
ত্বরিৎকর্মা
B
কর্মবীর
C
কর্মপটু
D
কর্মনিষ্ঠ
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজ্ঞাসা
যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান
পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন
সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ
হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য
অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ
ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি

0
Updated: 3 weeks ago
যে ভূমিতে ফসল জন্মায় না-
Created: 4 months ago
A
পতিত
B
অনুর্বব
C
ঊষর
D
বন্ধ্যা
এক কথায় প্রকাশ
• যে জমিতে ফসল হয় না, তাকে এক কথায় বলা হয় — ঊষর।
• যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম, তাকে বলা হয় — বন্ধ্যা।
• যে জমি উর্বর নয়, অর্থাৎ চাষাবাদের জন্য উপযোগী নয় — এক কথায় তাকে বলা হয় — অনুর্বর।
• পতিত শব্দের অর্থ — অনাবাদি বা পড়ে থাকা জমি।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 4 months ago