‘রাজ্ঞী’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
রাজ্ + নী
B
রাগ্ + নী
C
রাজ্ + জ্ঞী
D
রাগ্ + জ্ঞী
উত্তরের বিবরণ
'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ রাজ্ + নী। তালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়। অর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়। চ + ন = চ + ঞ, যাচ + না = যাচ্ঞা, রাজ + নী = রাজ্ঞী, জ + ন = জ + ঞ, যজ + ন = যজ্ঞ।
0
Updated: 1 month ago
’উচ্ছৃঙ্খল’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
উঃ + শৃঙ্খল
B
উচ্ + চ্ঙ্খল
C
উৎ + শৃঙ্খল
D
উদ + শৃঙ্খল
• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি নিয়মে গঠিত সন্ধি:
- ৎ বা দ্ এবং পরে হ থাকলে দুইয়ে মিলে দ্ধ হয় এবং শ্ থাকলে দুইয়ে মিলে চ্ছ হয়।
যেমন:
- উৎ + হার = উদ্ধার,
- উৎ + হৃত = উদ্ধৃত,
- পদ্ + হতি = পদ্ধতি,
- তদ্ + হিত = তদ্ধিত,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, ইত্যাদি।
0
Updated: 2 months ago
‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
মনি + ঈষা
B
মনস + ঈষা
C
মনঃ + ঈষা
D
মনী + ইয়া
‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ‘মনস + ঈষা’।
এতে দুটি পৃথক অংশ মিশে নতুন অর্থ তৈরি করেছে।
-
‘মনস’ মানে চেতনা বা মনের প্রবৃত্তি।
-
‘ঈষা’ মানে আদর্শ বা প্রীতি।
-
মিলিত হয়ে ‘মনীষা’ অর্থ হয় বুদ্ধিমান বা জ্ঞানী নারী।
-
অন্যান্য বিকল্প যেমন ‘মনি + ঈষা’ বা ‘মনী + ইয়া’—ব্যাকরণের দিক থেকে ভুল।
-
তাই সঠিক সন্ধি হলো মনস + ঈষা।
0
Updated: 1 week ago
'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ভাব + উক
B
ভৌ + উক
C
ভা + উক
D
ভো + উক
স্বরসন্ধির নিয়ম:
বাংলা ভাষায় এ, ঐ, ও, ঔ-কারের পরবর্তী স্বরধ্বনির প্রভাবে উচ্চারণে পরিবর্তন ঘটে। নিয়মটি হলো—
-
এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
ঔ + উ = আব্ + উ → ভৌ + উক = ভাবুক
-
ও + ই = অব্ + ই → পো + ইত্র = পবিত্র
-
ঔ + অ = আব্ + অ → পৌ + অক = পাবক
-
ও + আ = অব্ + আ → গো + আদি = গবাদি
0
Updated: 1 month ago