শুদ্ধ কোনটি?
A
ভূবন
B
ভুবন
C
ভুবণ
D
ভূবণ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) ভুবন
“ভুবন” শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভুবন থেকে।
এর অর্থ— পৃথিবী, জগৎ, বিশ্ব, দুনিয়া, লোক।
বাংলা ব্যাকরণ ও প্রমিত বানান রীতিতে “ভ” ধ্বনি থেকেই এর উৎপত্তি, তাই সঠিক বানান হবে ভুবন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 3 months ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
0
Updated: 3 months ago
নিচের কোন শব্দে মূর্ধন্য ‘ষ’ হবে?
Created: 2 months ago
A
পোস্ট
B
মাস্টার
C
উৎকৃস্ট
D
পুরস্কার
মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার (ষত্ব বিধান)
-
সাধারণ নিয়ম:
-
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে ‘ষ’ লেখার প্রয়োজন হয় না।
-
কেবল কিছু তৎসম শব্দে ‘ষ’ ব্যবহৃত হয়।
-
-
নিয়ম ও উদাহরণ:
-
ঋ ও ঋ কারের পরে ‘ষ’ হয়।
উদাহরণ: দৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট -
র-ধ্বনির পরে অ, আ ব্যতীত অন্য স্বরধ্বনি থাকলে ‘ষ’ হয়।
উদাহরণ: পরিষ্কার -
র-ধ্বনির পরে অ, আ থাকলে ‘স’ হয়।
উদাহরণ: পুরস্কার -
বিদেশি শব্দে ‘ষ’ হয় না।
উদাহরণ: জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট
-
0
Updated: 2 months ago
কোন বানানটি সঠিক?
Created: 1 month ago
A
মুমূর্ষু
B
মুমূর্ষ
C
মুমুর্সু
D
মুমুর্সূ
‘মুমূর্ষু’ শব্দটি এসেছে সংস্কৃত ধাতু “মৃত্” (মৃত্যু) থেকে, যার অর্থ মৃত্যুপথযাত্রী বা মৃত্যুর কাছাকাছি অবস্থা। বাংলা বানানরীতি অনুযায়ী এটি দ্বিগুণ “ূ” (দীর্ঘ উকার) দিয়ে লেখা হয়।
তাই “মুমূর্ষু” অর্থ হলো— মৃত্যুপথযাত্রী, মৃত্যুর নিকটবর্তী।
0
Updated: 1 month ago