শুদ্ধ কোনটি?
A
ভূবন
B
ভুবন
C
ভুবণ
D
ভূবণ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) ভুবন
“ভুবন” শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভুবন থেকে।
এর অর্থ— পৃথিবী, জগৎ, বিশ্ব, দুনিয়া, লোক।
বাংলা ব্যাকরণ ও প্রমিত বানান রীতিতে “ভ” ধ্বনি থেকেই এর উৎপত্তি, তাই সঠিক বানান হবে ভুবন।

0
Updated: 20 hours ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ?
Created: 1 month ago
A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
বিবাক্ষী
B
উদীচী
C
সমীরন
D
সুক্ষ্ম
শুদ্ধ বানান: উদীচী (বিশেষ্য)
অর্থ: দিক; উত্তর দিক
অন্য অপশনের শুদ্ধরূপ:
-
বিবাক্ষী → বিবাক্ষি
-
সমীরন → সমীরণ
-
সুক্ষ্ম → সূক্ষ্ম
উৎস: বাংলা একাডেমি অভিধান

0
Updated: 3 weeks ago