Which of the following is not primarily a poetry form?
A
Haiku
B
Fable
C
Ballad
D
Ode
উত্তরের বিবরণ
Fable মূলত কবিতার ফর্ম নয়, বরং এটি একটি কল্পকাহিনি যা নীতিকথা শেখানোর উদ্দেশ্যে রচিত হয়। সাধারণত এতে জীবজন্তুকে চরিত্র হিসেবে ব্যবহার করা হয় এবং তাদের আচরণ ও কথাবার্তার মাধ্যমে শিক্ষণীয় বার্তা প্রদান করা হয়।
-
Fable (উপকথা)
-
একটি ছোট গল্প, যেখানে সাধারণত প্রাণী চরিত্র ব্যবহার করা হয়
-
উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষা বা moral lesson প্রদান
-
বাংলায় একে বলা হয় উপকথা—কল্পকাহিনি যেখানে জীবজন্তুর আচরণ ও সংলাপের মাধ্যমে নীতিকথা তুলে ধরা হয়
-
এটি মূলত prose-এর ফর্ম, কবিতা নয়
-
-
Haiku
-
ঐতিহ্যবাহী জাপানি কবিতা ফর্ম
-
তিন লাইনের সমন্বয়ে গঠিত
-
৫-৭-৫ মাত্রার ধ্বনিসংখ্যা অনুসারে রচিত
-
-
Ballad
-
আখ্যানমূলক কবিতা ফর্ম
-
কাহিনি বলার জন্য ব্যবহৃত হয়
-
অনেক সময় সুর বা সংগীতের সঙ্গে গাওয়া হয়
-
এতে সংলাপ (dialogue) ও ঘটনাপ্রবাহ (action) থাকে
-
-
Ode
-
একটি গীতিকবিতা (lyrical poetry form)
-
সাধারণত কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণাকে সম্বোধন ও প্রশংসা করার জন্য লেখা হয়
-
প্রায়শই অনিয়মিত ছন্দে রচিত
-
এতে মহৎ অনুভূতির প্রকাশ ঘটে এবং বিশেষ কোনো ঘটনা বা বস্তুর মহিমা বর্ণনা করা হয়
-
অতএব, Sonnet, Haiku, Ballad, Ode, Epic ইত্যাদি কবিতার বিভিন্ন ফর্ম হলেও, Fable মূলত একটি prose narrative এবং কবিতার ফর্ম নয়।

0
Updated: 1 day ago
W. B. Yeats is a/an ______ Poet.
Created: 2 weeks ago
A
American
B
Irish
C
Scottish
D
English
W. B. Yeats ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার, যিনি আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি প্রথম আইরিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
Yeats ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তাঁর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও গৌরব তাঁর কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে।
-
তিনি Abbey Theatre (Irish National Theatre Society) প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:

0
Updated: 2 weeks ago
Who is not a Victorian poet?
Created: 1 month ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica

0
Updated: 1 month ago
William Blake was a -
Created: 3 weeks ago
A
Renaissance poet
B
Romantic poet
C
Victorian poet
D
Modern poet
William Blake was a - Romantic poet.
• William Blake:
- ১৭৫৭ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- তাকে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল - 'engraver and watercolor artist'
- অর্থাৎ, তিনি খোদাই করে ছবি তৈরী করতেন এবং জলরঙ দিয়ে ছবি আঁকতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।
• Best Works:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Marriage of Heaven and Hell,
- Milton a poem,
- The Divine image,
- A Vision of the Last Judgment,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Lamb,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- Vala or The Four Zoas,
- Visions of the daughters of Albion, etc.

0
Updated: 3 weeks ago