Who phrased "A thing of beauty is a joy forever"?
A
Lord Byron
B
John Keats
C
P. B. Shelley
D
William Wordsworth
উত্তরের বিবরণ
“A thing of beauty is a joy forever” হলো John Keats-এর লেখা Endymion কবিতার প্রথম লাইন। এটি ইংরেজি রোমান্টিক কবিতার অন্যতম প্রসিদ্ধ উদ্ধৃতি, যা সৌন্দর্যের চিরস্থায়ী তাৎপর্যকে প্রকাশ করে।
-
Endymion
-
গ্রিক মিথ অনুযায়ী Endymion একজন অনিন্দ্যসুন্দর যুবক
-
কবিতায় তাকে একজন রাখাল হিসেবে দেখানো হয়েছে, যে তার প্রেমিকা Cynthia-র সন্ধান করে
-
কবিতায় কবি truth of beauty অনুসন্ধান করেছেন
-
সৌন্দর্যকে তিনি চিরন্তন বলে বর্ণনা করেছেন, যা মানুষের অন্তরকে আলোকিত করে রাখে
-
এটি John Keats-এর প্রথম দীর্ঘ কবিতা এবং একে poetic epic বলা হয়
-
কবিতাটি চারটি অংশে বিভক্ত, প্রতিটি অংশে প্রায় ১,০০০ লাইন রয়েছে এবং loose rhymed couplets-এ রচিত
-
-
John Keats (১৭৯৫–১৮২১)
-
একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি
-
তাঁর কবিতা সংবেদনশীলতা, কল্পনাশক্তি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য প্রসিদ্ধ
-
ইংরেজি সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং আধুনিক কবিদের উপর গভীর প্রভাব ফেলেছেন
-
তাঁকে বলা হয় Poet of Beauty এবং Poet of Sensuousness
-
তাঁকে আরও ডাকা হয় A Death Hunted Poet
-
পেশাগত জীবনে তিনি ছিলেন Physician, Surgeon, এবং Doctor
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে আছে Sonnets, Odes, এবং Epics
-
-
John Keats’s Famous Quotations
-
“Beauty is truth, truth beauty,—that is all / Ye know on earth, and all ye need to know.” (Ode on a Grecian Urn)
-
“A thing of beauty is a joy forever: Its loveliness increases; it will never Pass into nothingness.” (Endymion)
-
“Heard melodies are sweet, but those unheard / Are sweeter.” (Ode on a Grecian Urn)
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.” (Ode to a Nightingale)
-
“Where are the songs of spring? Aye, where are they?” (To Autumn)
-
“Ever let the Fancy roam, / Pleasure never is at home.” (Fancy)
-
-
Famous Poems of John Keats
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on Melancholy
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci, etc.
-

0
Updated: 1 day ago
In “To Autumn,” the season is called—
Created: 1 month ago
A
“The destroyer of life”
B
“The ruler of the cold wind”
C
“The close bosom-friend of the maturing sun”
D
“The queen of night”
কিটস শরৎ ঋতুকে সূর্যের অন্তরঙ্গ বন্ধু বলেছেন। সূর্য আর শরৎ একসঙ্গে ফল পাকায়, বীজ ভরিয়ে তোলে এবং প্রকৃতিকে পূর্ণতা দেয়। এই বন্ধুত্ব প্রকৃতির পরিপূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক।

0
Updated: 1 month ago
John Keats, known for his odes and sensuous imagery, was a prominent poet of which literary period?
Created: 1 month ago
A
Romantic Period
B
Victorian Period
C
Elizabethan Period
D
Modern Age
Exactly ✅
The correct answer is Romantic Period.
John Keats (1795–1821)
-
A British Romantic Poet whose short life produced some of the most celebrated poetry in English literature.
-
His works are rich in imagination, sensuous imagery, and lyrical beauty.
-
He often used classical myths and legends to express profound truths about life and art.
Titles:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
Also trained as a Physician, Surgeon, and Doctor, but devoted himself to poetry.
Major Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
👉 Despite his early death at just 25, Keats left behind a legacy that embodies the spirit of the Romantic Age: passion, beauty, and a search for truth through art.

0
Updated: 1 month ago
Which imagery does Keats use to describe the secret love of Cupid and Psyche?
Created: 1 month ago
A
They walk in a forest of gods
B
They lie in a deep secluded glade
C
They fly across the moon together
D
They dance in a palace of gold
কিটস সাইকি ও কিউপিডের প্রেমকে গোপন, নীরব আর অন্তরঙ্গ রূপে উপস্থাপন করেন। তিনি তাঁদের একটি নির্জন বনের ছায়াময় গ্লেডে বিশ্রামরত অবস্থায় কল্পনা করেন। এই দৃশ্য প্রকৃতির নীরবতার সঙ্গে মানবিক প্রেমের মিলন ঘটায়। প্রেম এখানে প্রকাশ্য উৎসব নয়, বরং গোপন অনুভূতি। এই চিত্রকল্প সাইকি দেবীর অবহেলিত অবস্থাকে আরও তীব্রভাবে প্রকাশ করে এবং দেখায় যে সৌন্দর্য ও প্রেম প্রায়ই অন্তর্নিহিত ও আড়ালে লুকিয়ে থাকে।

0
Updated: 1 month ago