A
লাইবেরিয়া
B
হংকং
C
পূর্ব তিমুর
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
বিশ্বের নতুনতম রাষ্ট্র দক্ষিণ সুদান।
দক্ষিণ সুদান:
- দক্ষিণ সুদান উত্তরপূর্ব আফ্রিকার একটি দেশ।
- ২০১১ সালের ৯ জুলাই স্বাধীনতা অর্জন করে দক্ষিণ সুদান।
- এটি আফ্রিকার ৫৪তম রাষ্ট্র।
- রাজধানী: জুবা।
- ধর্ম: খ্রিস্টধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস, ইসলাম।
- মুদ্রা: দক্ষিণ সুদান পাউন্ড।
- ভাষা: ইংরেজি ও আরবি।
- বর্তমান রাষ্ট্রপতি: সালভা কির মায়ার্ডিত।
- দেশের বড় নৃ-গোষ্ঠী হলো দিনকা, নুয়ের ও শিল্লুক।
- দক্ষিণ সুদানের অর্থনীতি মূলত তেল ও কৃষির উপর নির্ভরশীল।
- জাতিসংঘ স্বীকৃত ১৯৩তম দেশ দক্ষিণ সুদান।
উল্লেখ্য,
- ১৯৫৬ সালে মিশরের কাছ থেকে স্বাধীন হবার পরপরই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান।
- গৃহযুদ্ধের জের ধরে ১৯৭২ সালে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল গঠিত হয় তৎকালীন সুদানের দক্ষিণ অঞ্চলে।
- কিন্তু এই অবস্থা টিকে ছিল ১৯৮৩ সাল পর্যন্ত।
- এরপর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ।
- স্বায়ত্তশাসনের দাবি পরিণত হয় স্বাধীনতার দাবিতে।
- ২০০৫ সালের শান্তি চুক্তির সূত্রে ২০১১ সালে ৯ - ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় গণভোট।
- শতকরা ৯৮ ভাগের বেশি মানুষের ভোটে অর্জিত হয় দক্ষিণ সুদানের স্বাধীনতা।
উৎস: Britannica.

0
Updated: 1 week ago