'Miranda' is the heroine character from Shakespeare's play-
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
The Tempest
D
Measure for Measure
উত্তরের বিবরণ
Miranda হলো William Shakespeare-এর নাটক The Tempest-এর নায়িকা চরিত্র। এটি শেক্সপিয়ারের বিখ্যাত এক romantic comedy, যা পাঁচ অঙ্কে বিভক্ত এবং ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। Tempest শব্দের অর্থ হলো Violent Storm। অনেকে একে শেক্সপিয়ারের swan song বা শেষ রচনা হিসেবে উল্লেখ করেন।
-
Summary
-
নাটকে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda-এর কাহিনী বলা হয়েছে, যারা ডিউকের ছোট ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হন
-
Prospero-কে supernatural powers-এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে, যার অধীনে থাকে দুই অতিপ্রাকৃত চরিত্র— Ariel এবং Caliban
-
নাটকের শুরুতেই Prospero তাঁর জাদুশক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড় সৃষ্টি করেন, যার ফলে অন্যান্য চরিত্ররা তাঁর নির্বাসিত দ্বীপে এসে পৌঁছায়
-
Miranda চরিত্রটিকে দুর্বল ও বশ্যতা স্বীকারকারী হিসেবে দেখানো হয়েছে, যা এলিজাবেথীয় যুগের নারীর সামাজিক অবস্থান প্রতিফলিত করে
-
নাটকে Ferdinand-কে Miranda-র প্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাদের প্রথম দেখাতেই প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়
-
-
Main Characters of The Tempest
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – good character)
-
Caliban (Supernatural creature – bad character)
-
Antony (Villain/brother of Duke)
-
Ferdinand (Hero)
-
Gonzalo, etc.
-
-
Main Characters of Twelfth Night
-
Sebastian
-
Viola
-
Olivia
-
Malvolio
-
Duke Orsino (Male protagonist)
-
Maria
-
Sir Andrew Aguecheek
-
Valentine
-
Antonio
-
Sir Toby Belch, etc.
-
-
Main Characters of The Merchant of Venice
-
Shylock
-
Antonio
-
Bassanio
-
Portia
-
Nerissa, etc.
-
-
Main Characters of Measure for Measure
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone, etc.
-
0
Updated: 1 month ago
Why does Goneril poison Regan?
Created: 3 months ago
A
Out of revenge for Lear’s favoritism
B
To prevent Regan from marrying Edmund
C
To gain Regan’s share of the kingdom
D
Because Regan exposed her lies
দুই বোনই Edmund এর প্রতি আকৃষ্ট হয়। Regan কে প্রতিযোগী হিসেবে সরাতে Goneril তাকে বিষপ্রয়োগ করে, যা ক্ষমতা ও কামনার ধ্বংসাত্মক প্রভাব দেখায়।
1
Updated: 3 months ago
What is the cause of Ophelia's death?
Created: 1 month ago
A
She is poisoned by Claudius.
B
She is stabbed by a stray sword during a fight.
C
She dies of a broken heart in her chambers.
D
She drowns in a river.
হ্যামলেট নাটকের চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্যে রাণী গারট্রুড একটি দুঃখময় এবং কাব্যময় বক্তব্যে ওপেলিয়ার মৃত্যুর বর্ণনা দেন। তিনি জানান, পিতার মৃত্যুজনিত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওপেলিয়া নদীর ধারে ফুল দিয়ে মালা গাঁথছিল।
-
ওপেলিয়া একটি উইলো গাছে উঠেছিল, কিন্তু ডাল ভেঙে গিয়ে সে পানিতে পড়ে যায়।
-
প্রথমে তার পোশাক ভেসে থাকতে সাহায্য করে, আর সে পুরোনো গানের টুকরো গাইতে থাকে, যেন বিপদ সম্পর্কে কোনো ধারণাই নেই।
-
ধীরে ধীরে পোশাক ভিজে ভারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাকে টেনে নিচে নামিয়ে মৃত্যু ঘটায়।
তাহলে সঠিক উত্তরঃ She drowns in a river.
0
Updated: 1 month ago
Who kills Cornwall?
Created: 3 months ago
A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।
3
Updated: 3 months ago