A plaintive song, 'The Solitary Reaper' was composed by-
A
John Donne
B
Thomas Gray
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ
A plaintive song, 'The Solitary Reaper' was composed by William Wordsworth. এটি ১৮০৭ সালে তাঁর Poems, in Two Volumes সংকলনে প্রকাশিত হয়। কবিতাটিতে স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা কাজ করতে করতে গেইলিক ভাষায় এক মর্মস্পর্শী গান গাইছে— সেই দৃশ্য অঙ্কিত হয়েছে। কবি তরুণীর গান শুনে গভীরভাবে মোহিত হন। যদিও তিনি ভাষাটি বোঝেন না, তবুও কল্পনা করেন যে গানটি হয়তো কোনো প্রাচীন শোকগাথা অথবা ব্যক্তিগত দুঃখের প্রকাশ।
-
William Wordsworth (১৭৭০–১৮৫০)
-
ইংরেজি সাহিত্যের Romantic Period-এর অন্যতম প্রধান কবি
-
স্যামুয়েল টেইলর কোলরিজ-এর সঙ্গে মিলে Lyrical Ballads (১৭৯৮) প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে
-
Lyrical Ballads (১৮০০)-এর ভূমিকায় তিনি কবিতা সম্পর্কে বিপ্লবাত্মক নীতিমালা ব্যাখ্যা করেন
-
তিনি সাধারণ মানুষের জীবন, অভিজ্ঞতা ও ভাষাকে কবিতার বিষয়বস্তুতে রূপ দেন
-
এর মাধ্যমে ইংরেজি কবিতায় আমূল পরিবর্তন ও নতুন ধারা সূচিত হয়
Notable Works
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Ode: Intimations of Immortality
-
The Solitary Reaper
-
The Excursion
-
The Prelude
-
The Ruined Cottage
-
Peter Bell
-
The World Is Too Much with Us
0
Updated: 1 month ago
How many years later did Wordsworth revisit Tintern Abbey before writing the poem?
Created: 2 months ago
A
Three years
B
Five years
C
Ten years
D
Seven years
Wordsworth প্রথমবার টিন্টার্ন অ্যাবে ভ্রমণ করেছিলেন ১৭৯৩ সালে এবং দ্বিতীয়বার যান ১৭৯৮ সালে। অর্থাৎ পাঁচ বছর পর তিনি আবার সেখানে ফিরে আসেন। কবিতায় তিনি উল্লেখ করেন, কিভাবে এই পাঁচ বছরের মধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণ বয়সে প্রকৃতিকে তিনি আনন্দের উৎস মনে করলেও পরিণত বয়সে প্রকৃতিকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে শুরু করেন। এই পরিবর্তন কবিতার মূল থিম।
0
Updated: 2 months ago
The line “Our birth is but a sleep and a forgetting” in Ode: Intimations of Immortality indicates—
Created: 1 month ago
A
Childhood begins with ignorance of the world
B
Birth cuts off all memories and creates only earthly joy
C
The human soul descends from heaven but forgets its divine origin at birth
D
Human life starts with reason and rationality, not spirituality
Ode: Intimations of Immortality কবিতার এই লাইনটি প্লেটোনিক দর্শনের প্রতিফলন। ওয়ার্ডসওয়ার্থ মনে করেন, মানুষের আত্মা ঈশ্বরীয় আলোক থেকে আসে।
জন্ম মানে সেই আলোককে আড়াল করে দেওয়া, এক ধরনের ভুলে যাওয়া। শিশু অবস্থায় মানুষ এখনো সেই স্বর্গীয় আলোর কাছাকাছি থাকে, তাই তাদের দৃষ্টি পবিত্র ও আলোকিত হয়।
কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষ সেই স্বর্গীয় স্মৃতি ভুলে যায়। এভাবে জন্ম মানুষের কাছে আধ্যাত্মিক সত্যকে আড়াল করে।
0
Updated: 1 month ago
When Wordsworth describes the Earth as a "homely Nurse" who tries to make her "Foster-child" forget his glorious origins, he is using which stylistic feature?
Created: 1 month ago
A
Personification
B
Alliteration
C
Hyperbole
D
Irony
Personification হলো একটি সাহিত্যিক কৌশল, যেখানে নির্জীব বস্তু, প্রাণী বা বিমূর্ত ধারণার উপর মানবীয় বৈশিষ্ট্য বা কর্মকাণ্ড আরোপ করা হয়। Wordsworth এখানে পৃথিবীকে মানবীয় ভূমিকা প্রদান করেছেন।
-
“homely Nurse”: পৃথিবীকে একজন যত্নশীল মাতৃসদৃশ নার্স হিসেবে চিত্রিত করা হয়েছে।
-
“tries to make her Foster-child forget”: পৃথিবীকে এমন একটি উদ্দেশ্য ও ক্রিয়াশীলতায় দেখানো হয়েছে, যেন এটি শিশুকে তার ঈশ্বরীয় উৎস ভুলতে প্ররোচিত করছে।
-
পৃথিবীর এই মানবায়ন শিক্ষণীয়ভাবে দেখায় যে পার্থিব জগত ধীরে ধীরে কিন্তু শক্তভাবে আত্মাকে তার স্বর্গীয় অতীত থেকে বিচ্ছিন্ন করে।
-
এই কৌশলটির মাধ্যমে কবি প্রাকৃতিক ও আধ্যাত্মিক বিশ্বের মধ্যে সম্পর্ককে জীবন্তভাবে উপস্থাপন করেছেন।
-
Personification-এর ফলে পাঠক সহজেই অনুভব করতে পারে যে পৃথিবী কেবল স্থান নয়, বরং আত্মার উপর প্রভাব ফেলার সক্রিয় এক শক্তি।
0
Updated: 1 month ago