What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word, ''arrogant'' means—
A
rude
B
gracious
C
coarse
D
pretentious
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যে বলা হয়েছে যে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য (courteous) হিসেবে ধরা হয়, অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকার (arrogant) হিসেবে দেখা যেতে পারে।
অন্যভাবে বলতে গেলে, এক দেশের গালি অন্য দেশের বুলি। এখানে arrogant শব্দটি মূলত বোঝাচ্ছে অসম্মানজনক বা অভদ্রোচিত আচরণ। প্রদত্ত চারটি অপশনের মধ্যে শুধুমাত্র rude এই অর্থ প্রকাশ করতে সক্ষম।
-
Rude
-
English meaning: not polite; offensive or embarrassing
-
Bengali meaning: অভদ্র; অমার্জিত; বা রুঢ় আচরণ
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
gracious = সদয়; উদার; ভদ্র; সৌজন্যময়
-
coarse = অমার্জিত; অনিষ্টপূর্ণ
-
pretentious = বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী
দুটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে:
-
courteous এর বিপরীত অর্থ থাকতে হবে (Antonym)
-
arrogant এর সমার্থক (Synonym) হতে হবে
এই কারণে rude সবচেয়ে উপযুক্ত, কারণ coarse zwar courteous এর antonym হতে পারে, কিন্তু arrogant এর সমার্থক নয়।
0
Updated: 1 month ago
What is the antonym of "Pedantry"?
Created: 3 months ago
A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
• The opposite of 'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic learning, often in a way that is nitpicky or overly scholarly without practical relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।
0
Updated: 3 months ago
Which of the following is an antonym of "Odium"?
Created: 2 months ago
A
Affluent
B
Affection
C
Abhorrence
D
Servitude
Correct Answer: Affection.
• Odium (noun)
English Meaning: A feeling of hate or dislike that a lot of people have towards somebody, because of something they have done
Bangla Meaning: তীব্র ঘৃণা বা বিদ্বেষ।
Synonyms: Abhorrence (ঘৃণা), Antipathy (তীব্র ঘৃণা), Hatred (ঘৃণা), Dislike (অপছন্দ করা) Loathing (তীব্র ঘৃণা)।
Antonyms: Affection (স্নেহ), Compliment (প্রশংসা), Approval (অনুমোদন), Respect (শ্রদ্ধা), Fondness (অনুরাগ)।
Other Forms:
- Odious (Adjective)
Other options:
- Affluent - বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়।
- Servitude - দাসত্ব; দাসত্ববন্ধন; দাসত্বশৃঙ্খল।
Example Sentence:
1. I am sorry if you are genuinely unaware of the public odium against your company in the West of London.
2. She needs to accumulate much more odium before she'll qualify for the UN job.
0
Updated: 2 months ago
A synonym of "abstemious" is:
Created: 1 month ago
A
Sporadic
B
Forestall
C
Flag
D
Restrained
Abstemious একটি Adjective বা বিশেষণ। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি বিশেষত খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সংযমী, মিতাহারী এবং আত্মসংযত।
-
বাংলা অর্থ: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।
-
সমার্থক শব্দ: Self-disciplined (নিয়তাত্মা), Self-denying (আত্মত্যাগী), Restrained (নিয়ন্ত্রিত), Sober (সংযত), Continent (সংযমী)।
-
বিপরীতার্থক শব্দ: Self-indulgent (আত্মপ্রশ্রয়ী), Intemperate (অসংযত), Greedy (লোভী), Hungry (ক্ষুধার্ত), Edacious (পেটুক)।
-
উদাহরণ বাক্য:
১. A close family member confirmed that she lived a fairly simple and abstemious life.
২. She is known as an abstemious eater and drinker.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Sporadic (adjective):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু নির্দিষ্ট ধারা ছাড়া, অনিয়মিত বা মাঝে মাঝে ঘটছে বা দেখা দিচ্ছে।
-
বাংলা অর্থ: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
-
উদাহরণ: sporadic firing (বিক্ষিপ্ত গোলাগুলি)।
-
-
Forestall (verb, transitive):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু ঘটার আগেই ব্যবস্থা নিয়ে তা প্রতিরোধ করা।
-
বাংলা অর্থ: কোনো কাজ আগেই সম্পন্ন করে অন্য কাউকে তা করা থেকে বিরত রাখা; অপ্রত্যাশিতভাবে আগেভাগে সম্পন্ন করে কারো পরিকল্পনা বানচাল করা; আগাম প্রতিরোধ বা বানচাল করা।
-
-
Flag (noun):
-
ইংরেজি অর্থ: বিশেষ রঙ ও নকশার কাপড়, যা কোনো দেশ বা দলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি অর্থ হলো কোনো কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ করা।
-
বাংলা অর্থ: পতাকা; নিশান; ঝাণ্ডা; কেতন।
-
0
Updated: 1 month ago