The character, Elizabeth Bennett, appears in the novel-
A
Pride and Prejudice
B
Tess of the D'llrberville
C
Wuthering Heights
D
Jane Eyre
উত্তরের বিবরণ
Elizabeth Bennett হলো Jane Austen এর জনপ্রিয় উপন্যাস Pride and Prejudice এর কেন্দ্রীয় চরিত্র, যা ১৮১৩ সালে প্রকাশিত হয়। এটি একটি romantic novel, এবং প্রাথমিক অবস্থায় উপন্যাসটির নাম ছিল First Impressions।
উপন্যাসের প্রথম লাইনটি বিখ্যাত: "It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife."
-
কাহিনীর সূত্রপাত ঘটে ১৯শতকের গ্রামীন ইংল্যান্ডে। মূল গল্পটি Bennet পরিবারের পাঁচ কন্যা এবং একজন জমিদার Fitzwilliam Darcy এর চারপাশে ঘোরে।
-
Bennet পরিবারের মা তার কন্যাদের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন eligible bachelors খুঁজে বেড়ান।
-
প্রধান চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রতি প্রেম অনুভব করেন, কিন্তু তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে pride এবং prejudice।
Other important characters in Pride and Prejudice:
-
Fitzwilliam Darcy
-
George Wickham
-
Charles Bingley
-
Jane Bennet
-
Lydia Bennet
Jane Austen (1775–1817)
-
Jane Austen ছিলেন Romantic যুগের একজন মহিলা novelist।
-
তার জীবদ্দশায় চারটি প্রধান উপন্যাস প্রকাশিত হয়:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Emma (1815)
-
0
Updated: 1 month ago
'The Sun Also Rises' is a novel written by-
Created: 3 months ago
A
Charles Dickens
B
Herman Melville
C
Earnest Hemingway
D
Thomas Hardy
The Sun Also Rises (উপন্যাস)
-
'The Sun Also Rises' উপন্যাসটি Ernest Hemingway এর লেখা। এটি তার প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস, যা তাকে একজন সফল ঔপন্যাসিক হিসেবে পরিচিত করে তোলে।
-
প্রকাশকাল: ১৯২৬ সাল।
-
বিকল্প নাম: Fiesta নামে উপন্যাসটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের তরুণ সমাজ—যাদের “Lost Generation” বলা হয়—তাদের জীবনের বিশৃঙ্খলা, হতাশা এবং যুদ্ধ-পরবর্তী মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
-
কাহিনী মূলত স্পেন ও প্যারিস-কে ঘিরে আবর্তিত হয়েছে।
মূল চরিত্রসমূহ:
-
Jake Barnes – উপন্যাসের প্রধান চরিত্র, যুদ্ধের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
-
Lady Brett Ashley – স্বাধীনচেতা এবং Jake-এর প্রেমিকা।
-
Robert Cohn – এক সাবেক বক্সার ও Jake-এর বন্ধু।
-
Bill Gorton – হাস্যরসপ্রিয় চরিত্র এবং Jake-এর বন্ধু।
-
Mike Campbell – Brett-এর প্রেমিক।
-
Pedro Romero – তরুণ ও প্রতিভাবান বুলফাইটার।
-
Montoya – স্পেনের বুলফাইটিং হোটেলের মালিক।
-
Frances Clyne – Robert Cohn-এর বান্ধবী।
Ernest Hemingway সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৮৯৯, ইলিনয়, আমেরিকা।
-
পেশা: প্রধানত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তার সংক্ষিপ্ত, সহজ এবং প্রভাবশালী লেখার ধরণ ২০ শতকের ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
তার বিখ্যাত উপন্যাসসমূহ
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য যে, "The Sun is Rising" শিরোনামে John Donne-এর একটি বিখ্যাত কবিতাও রয়েছে, যা এই উপন্যাসের সঙ্গে সম্পর্কিত নয়।
তথ্যসূত্র:Encyclopedia Britannica
0
Updated: 3 months ago
The famous novel 'Moby Dick' is about -
Created: 2 months ago
A
A sea captain’s obsessive quest to hunt a giant white whale
B
A sailor’s journey to find treasure
C
The adventures of pirates in the Pacific
D
A shipwreck caused by a storm
Moby Dick হলো হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস, যা মূলত একজন সাগরকাপ্তান-এর অত্যধিক আবেগ ও প্রতিশোধের যাত্রা নিয়ে। ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে শিকার করা, যা পূর্বে তার জাহাজ ধ্বংস করেছিল এবং তাকে আহত করেছিল।
-
লেখক: Herman Melville, একজন American novelist, short-story writer, এবং poet।
-
প্রকাশিত: লন্ডনে অক্টোবর 1851-এ The Whale নামে এবং এক মাস পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে প্রকাশিত।
-
উপন্যাসের কাহিনি:
-
গল্পটি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
-
চরিত্ররা একটি whaling vessel, নাম Pequod, নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।
-
পুরো কাহিনিতে Moby Dick নামক white giant whale-কে শিকার করার গল্প চলে, যার সমাপ্তি হয় বর্ণনাকারী Ismael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে।
-
ইরনি: উপন্যাসের শেষে সাদা তিমি মারা যায় না।
-
-
উপন্যাসটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তি প্রকাশ করে।
Herman Melville-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
উৎস:
0
Updated: 2 months ago
Vanity Fair is a/an -
Created: 2 months ago
A
novel
B
play
C
poem
D
short story
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:
0
Updated: 2 months ago