বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
A
গিনি
B
ঘানা
C
সেনেগাল
D
মরক্কো
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।

0
Updated: 1 month ago
১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
Created: 3 months ago
A
১৫ টি
B
৬ টি
C
১১টি
D
১০ টি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council)
জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে নিরাপত্তা পরিষদ, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালন করে।
সদস্য সংখ্যা ও গঠন
নিরাপত্তা পরিষদ গঠিত হয় মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে। এর মধ্যে:
-
৫টি স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র – এদের একত্রে পি-৫ (P-5) বলা হয়।
-
১০টি অস্থায়ী সদস্য, যাদের সাধারণ পরিষদ থেকে ২ বছরের জন্য নির্বাচন করা হয়।
ভোটাধিকার ও প্রস্তাব পাস
-
প্রতিটি সদস্য রাষ্ট্রের একক ভোটাধিকার রয়েছে।
-
কোনো প্রস্তাব পাসের জন্য কমপক্ষে ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন, যার মধ্যে ৫টি স্থায়ী সদস্যের ভেটো (না বলা) না থাকা আবশ্যক।
ভূমিকা ও দায়িত্ব
নিরাপত্তা পরিষদ:
-
জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্তির সুপারিশ করে।
-
মহাসচিব নিয়োগে সুপারিশ করে, যাকে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে নিযুক্ত করা হয়।
-
আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগেও ভূমিকা পালন করে।
সাংবিধানিক ভিত্তি
-
জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের গঠনের কথা বলা হয়েছে।
-
প্রথমে ৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী সদস্য নিয়ে ১১ সদস্যের পরিষদ ছিল (১৯৬৫ সাল পর্যন্ত)।
-
১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে অস্থায়ী সদস্য সংখ্যা ৬ থেকে ১০-এ উন্নীত হয়, যা ১৯৬৫ সালের ৩১ আগস্ট থেকে কার্যকর হয় এবং ১৯৬৬ সাল থেকে মোট সদস্য সংখ্যা হয় ১৫টি।
উৎস: UN Security Council অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago
জাতিসংঘের সিডও (Convention on the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা। তিনি কে?
Created: 2 months ago
A
সালামা সোবহান
B
সালমা খান
C
নাজমা চৌধুরী
D
হামিদা হোসেন
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) হলো নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি ঐতিহাসিক সনদ। এটি নারী অধিকার সংরক্ষণে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।
গৃহীত ও কার্যকর হওয়ার তারিখ:
-
গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯
-
কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১
গঠন ও কাঠামো:
-
পরিচ্ছেদ (Parts): ৬টি
-
ধারা (Articles): মোট ৩০টি
-
কমিটি সদস্য সংখ্যা: ২৩ জন আন্তর্জাতিক নারী অধিকার বিশেষজ্ঞ
বাংলাদেশ ও CEDAW:
-
বাংলাদেশ এই সনদ অনুমোদন করে: ৪ নভেম্বর, ১৯৮৪
-
বাংলাদেশি প্রথম সদস্য: সালমা খান
-
দ্বিতীয় সদস্য: ফেরদৌস আরা বেগম
👩⚖️ বর্তমান নেতৃত্ব:
-
চেয়ারপারসন (২০২৪ অনুযায়ী): আনা পেলেজ নারভেজ
CEDAW-এর লক্ষ্য ও উদ্দেশ্য:
-
গৃহস্থালি নির্যাতন রোধ
-
নারীর প্রজনন অধিকার রক্ষা
-
রাজনৈতিক ও আইনগত অধিকারে সমতা
-
নারীদের প্রতি সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণ
বিশেষ দিন:
-
৩ সেপ্টেম্বর: আন্তর্জাতিক CEDAW দিবস হিসেবে পালিত হয়
🔗 উল্লেখ্য, এই সনদটি জাতিসংঘের একটি অগ্রণী পদক্ষেপ যা বৈশ্বিকভাবে নারী-পুরুষ সমতার ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক তথ্য জানতে বিশ্বসংশ্লিষ্ট সংবাদ মাধ্যম, ইউএন ওয়েবসাইট ও Live MCQ প্যানেলের সহায়তা নিতে অনুরোধ করা হচ্ছে।

0
Updated: 2 months ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 2 months ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago