When one makes a promise, one must not go________ on it.
A
forward
B
back
C
by
D
around
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি “one must not go back on it” মূলত প্রতিশ্রুতি ভঙ্গ না করার নির্দেশ বোঝায়। এখানে “go back” দ্বারা বোঝানো হয়েছে যে কোনো promise বা commitment থেকে ফিরে যাওয়া বা তা retract করা। সুতরাং প্রদত্ত শূন্যস্থানে back বসানোই সঠিক।
-
Go back on (phrasal verb)
-
Meaning: Fail to keep a promise
-
Bengali meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালন করতে ব্যর্থ হওয়া; প্রতিশ্রুতি ভঙ্গ করা; কথা না-রাখা
-

0
Updated: 1 day ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 2 months ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 2 months ago
Reason is the highest faculty ______ on human by their creator.
Created: 1 month ago
A
entrusted
B
endowed
C
bestowed
D
conferred
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – bestowed
-
সম্পূর্ণ বাক্য: Reason is the highest faculty bestowed on human by their creator.
-
বাংলা অর্থ: যুক্তি বা বিচারশক্তি হলো মানুষের প্রতি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার বা ক্ষমতা।
🔹 Bestow on/upon
-
ইংরেজি অর্থ: কাউকে সম্মান বা উপহার হিসেবে কিছু দেওয়া।
-
বাংলা অর্থ: প্রদান করা; উপহার বা সম্মান হিসেবে কিছু দেওয়া।
অন্য বিকল্প শব্দগুলোর সহজ ব্যাখ্যা
ক) entrusted
-
কাউকে কোনো দায়িত্ব বা কাজ বিশ্বাস করে দেওয়া।
-
উদাহরণ: He entrusted the keys to his friend. (সে বন্ধুকে চাবিটা দিয়ে বিশ্বাস করল।)
খ) endowed
-
কোনো প্রতিষ্ঠানকে আয় বা সাহায্যের জন্য দান করা।
-
আর একটি অর্থ: কেউ জন্মসূত্রে কোনো গুণ বা ক্ষমতা নিয়ে জন্মেছে।
-
উদাহরণ: She is endowed with great intelligence. (সে জন্মগতভাবে খুব বুদ্ধিমতী।)
ঘ) conferred
-
সম্মানসূচক খেতাব, ডিগ্রি বা উপাধি প্রদান করা।
-
উদাহরণ: The university conferred a degree on him. (বিশ্ববিদ্যালয় তাকে একটি ডিগ্রি প্রদান করেছে।)
উৎস: কেমব্রিজ ডিকশনারি, বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
Fill in the blank: As she was talking, he suddenly broke__, saying, ‘That’s a lie!’
Created: 3 weeks ago
A
off
B
in
C
down
D
into
As she was talking, he suddenly broke ___, saying, ‘That’s a lie!’
সঠিক উত্তর: in
Break in – কথার মধ্যে হঠাৎ বাধা দিয়ে বলার অর্থ। উদাহরণ: কেউ কথা বলার সময় হঠাৎ বলা, “That’s a lie!”
-
Break-in – কোন বাড়িতে জোরপূর্বক প্রবেশ।
-
Break off – কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া।
-
Break down – মানসিকভাবে বা যন্ত্রপাতি ভেঙ্গে পড়া।
-
Break into – জোরপূর্বক প্রবেশ করা বা কোন ক্রিয়ায় হঠাৎ ঢুকে পড়া।
উৎস: Accessible Dictionary, Bangla Academy, Collins English Dictionary

0
Updated: 3 weeks ago