Identify the correct sentence:
A
She speaks English like English
B
She speaks the English like English
C
She speaks the English like the English
D
She speaks English like the English
উত্তরের বিবরণ
Article এর নিয়ম অনুযায়ী, ভাষার নামের আগে কোনো article ব্যবহার করা হয় না, কিন্তু যেকোনো জাতির নামের আগে the ব্যবহার করা হয়। এই নিয়মের আলোকে বাক্য বিশ্লেষণ করলে দেখা যায়,
"She speaks English like the English," সবচেয়ে উপযুক্ত এবং grammaticalভাবে সঠিক।
-
এটি বোঝায় যে সে ইংরেজি ভাষা English এমনভাবে বলে, যেমন সাধারণত ইংরেজরা the English বলে।
-
বাংলায় বলতে গেলে, এখানে বলা হচ্ছে, সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে।
-
বাকী অপশনগুলো article-এর নিয়ম অনুযায়ী সঠিক নয় এবং grammatically ভুল।
সুতরাং সঠিক উত্তর: She speaks English like the English.

0
Updated: 1 day ago
Choose the correct sentence:
Created: 3 days ago
A
Neither of the boys are guilty.
B
Neither of the boys is guilty.
C
Neither of the boy is guilty.
D
Neither of boys is guilty.
সঠিক উত্তর হলো খ) Neither of the boys is guilty। এই বাক্যে "neither" শব্দটি দুইজনের মধ্যে কেউই না বোঝালেও একবচন হিসেবে ব্যবহার করা হয়। তাই subject একবচন হওয়ায় এর সঙ্গে is (একবচন ক্রিয়া) ব্যবহার করতে হয়; are (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা যাবে না। "of the boys" অংশটি একটি prepositional phrase, যা subject নয়, তাই এটি verb-এর ফর্ম পরিবর্তন করে না। এই কারণে কেবল "Neither of the boys is guilty" বাক্যটি subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) Neither of the boys are guilty
-
ভুল, কারণ "neither" একবচন হলেও এখানে "are" (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Neither of the boy is guilty
-
ভুল, কারণ "boy" একবচন; "neither of" এর পরে বহুবচন noun হওয়া উচিত, যেমন "boys"।
-
-
ঘ) Neither of boys is guilty
-
ভুল, কারণ "of boys" এর আগে the নির্দিষ্ট নির্ধারক থাকা উচিত; সঠিক রূপ হলো "of the boys"।
-

0
Updated: 3 days ago
Choose the correct option: Even as harvesting was going on -
Created: 2 months ago
A
the rainy season began.
B
the rainy season was began.
C
the rainy season had began.
D
the rainy season begins.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the rainy season began.
- Complete sentence: Even as harvesting was going on the rainy season began.
• বাক্যে principal এবং subordinate clause একই tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যদি principal clause present tense এ হয় তবে subordinate clause টি যেকোনো tense এর হয়ে পারে।
- দুইটি clause এর মাঝে কোনো conjunction আসলে তখন নিয়মানুযায়ী tense এর পরিবর্তন ঘটতে পারে।
• নিয়মানুযায়ী, অপশন ক) the rainy season began সঠিক।
- খ) অপশনে was begun না হয়ে শুধু began হওয়া উচিত ছিলো, কারণ begun হচ্ছে verb এর past participle form তাই এর পূর্বে have/has/had বসে।
- গ) এবং ঘ) অপশন এই নিয়ম অনুসরণ না করায় তা সঠিক নয়।

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 week ago
A
The meeting had started before the guests arrived.
B
The meeting started before the guests arrived.
C
The meeting will start before the guests arrived.
D
The meeting is starting before the guests arrived.
Correct Answer: The meeting had started before the guests arrived.
-
অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
-
Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য সাধারণত Past Perfect Tense হয়।
-
Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense ব্যবহার করা হয়।
-
Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
Example: I shall have done the sum before he comes. -
ভুল অপশন বিশ্লেষণ:
খ) The meeting started before the guests arrived → ভুল। Simple past tense, কিন্তু prior action বোঝাতে Past Perfect ব্যবহার করা উচিত।
গ) The meeting will start before the guests arrived → ভুল। "Will start" future tense বোঝায়, কিন্তু বাক্যের context অতীত।
ঘ) The meeting is starting before the guests arrived → ভুল। "Is starting" present continuous tense, যা context এর সাথে মিলে না।

0
Updated: 1 week ago