Identify the correct sentence:
A
She speaks English like English
B
She speaks the English like English
C
She speaks the English like the English
D
She speaks English like the English
উত্তরের বিবরণ
Article এর নিয়ম অনুযায়ী, ভাষার নামের আগে কোনো article ব্যবহার করা হয় না, কিন্তু যেকোনো জাতির নামের আগে the ব্যবহার করা হয়। এই নিয়মের আলোকে বাক্য বিশ্লেষণ করলে দেখা যায়,
"She speaks English like the English," সবচেয়ে উপযুক্ত এবং grammaticalভাবে সঠিক।
-
এটি বোঝায় যে সে ইংরেজি ভাষা English এমনভাবে বলে, যেমন সাধারণত ইংরেজরা the English বলে।
-
বাংলায় বলতে গেলে, এখানে বলা হচ্ছে, সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে।
-
বাকী অপশনগুলো article-এর নিয়ম অনুযায়ী সঠিক নয় এবং grammatically ভুল।
সুতরাং সঠিক উত্তর: She speaks English like the English.
0
Updated: 1 month ago
The poor boy was denied treatment because of his parents couldn’t pay upfront.
Created: 13 hours ago
A
Was denied treatment because of his parents couldn’t pay upfront
B
is denied treatment because of his parents couldn’t pay upfront
C
was denied treatment because his parents couldn’t pay upfront
D
has denied treatment because his parents couldn’t pay upfront
বাক্যটির সংশোধিত অংশটি বোঝায় যে ছেলেটি চিকিৎসা পায়নি শুধুমাত্র তার বাবা-মায়ের আর্থিক অক্ষমতার কারণে। এখানে কাঠামোটি কারণ-ফল সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশ করে এবং ব্যাকরণগতভাবে যথাযথ।
• was denied treatment অংশটি দেখায় যে বিষয়টি ছেলেটির নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং সিদ্ধান্তটি তার ওপর আরোপিত হয়েছে।
• because his parents couldn’t pay upfront অংশটি চিকিৎসা না পাওয়ার নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে, যেখানে “because” সরাসরি কারণ নির্দেশ করছে।
• এখানে “parents couldn’t pay” ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে যে আগাম অর্থ প্রদানের শর্ত পূরণ না হওয়ায় চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো হয়।
• পুরো গঠনটি সংক্ষেপ, স্পষ্ট এবং অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি ছাড়াই অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করে।
0
Updated: 13 hours ago
Which of the following sentences is correct?
Created: 5 months ago
A
I forbade him from going
B
I forbade him to go
C
I forbade him going
D
I forbade him not to go
অপশনে দ্বৈত উত্তর রয়েছে।
সঠিক উত্তর: ক) I forbade him from going. ও খ) I forbade him to go.
• Forbid (verb):
Meaning - নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।
• 'Forbid' negative অর্থ প্রদান করে।
- তাই এরপর 'not' ব্যবহৃত হয় না।
- এজন্য ঘ) I forbade him not to go.- বাক্যটি সঠিক নয়।
• Forbid somebody (from doing something):
Structure - Forbid + from + verb+ing.
Example - I forbade him from going.
• Forbid somebody to do something:
Structure: Forbid + to-infinitive.
Example - I forbade him to go.
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionaries.
0
Updated: 5 months ago
Choose the correct sentence-
Created: 2 months ago
A
He bought two breads.
B
He bought two loves of bread.
C
He bought two pieces of bread.
D
He bought two loafs of breads.
• Correct Answer: গ) He bought two pieces of bread.
- Bread is an uncountable noun, so we do not say “two breads.”
- To show quantity, we use units like:
- a piece of bread.
- a loaf of bread (loaf = one large unit).
- two pieces of bread / two loaves of bread.
• Other options:
ক) He bought two breads. - Incorrect: “bread” is uncountable.
খ) He bought two loves of bread. - Incorrect spelling: "loves" should be “loaves”.
ঘ) He bought two loafs of breads. - Incorrect plural: “loafs” should be “loaves” and “breads”.
Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
0
Updated: 2 months ago