He does not adhere __ any principle.
A
by
B
in
C
at
D
to
উত্তরের বিবরণ
"Adhere to" phrase-এর অর্থ হলো কোনো নিয়ম, নীতি বা principle-কে মানা, অনুসরণ করা বা এর সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকা। বাংলা অর্থ হিসেবে বলা যায়—দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/অনুগত/অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
-
এই বাক্যে, এটি বোঝাচ্ছে যে উক্ত ব্যক্তি কোনো principle অনুসরণ করে না বা তার সাথে মানানসই নয়।
-
ইংরেজিতে বলতে গেলে, it indicates that the person does not conform to or follow any established rules or principles।
পূর্ণ বাক্য হবে: "He does not adhere to any principle."

0
Updated: 1 day ago
A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
Created: 2 months ago
A
by
B
to
C
in
D
at
• Complete sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

0
Updated: 2 months ago
The Salamanca family business caters ______ both legitimate trade and the drug empire behind it.
Created: 4 weeks ago
A
in
B
with
C
of
D
for
Complete sentence: The Salamanca family business caters for both legitimate trade and the drug empire behind it.
Bangla Meaning: সালামাঙ্কা পরিবারের ব্যবসা বৈধ বাণিজ্য এবং এর পেছনের মাদক সাম্রাজ্যের জন্যই পরিচালিত।
Cater for
English Meaning: to provide or serve.
Bangla Meaning: সেবা দেওয়া, পরিচালনা করা।
-
"সেবা দেওয়া বা পরিচালনা করা" বোঝাতে cater এর পরে সাধারণত for preposition ব্যবহৃত হয়।
Example Sentences:
-
This restaurant caters for vegetarian customers.
-
The event caters for people of all ages.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 4 weeks ago
Choose the appropriate preposition in the blank of the following sentence: Eight men were concerned - the plot.
Created: 1 month ago
A
at
B
with
C
in
D
for
শূন্যস্থানে সঠিক শব্দ: in
Complete sentence: Eight men were concerned in the plot.
বাংলা অর্থ: আটজন লোক ষড়যন্ত্রে জড়িত ছিল।
Concerned এর বিভিন্ন ব্যবহার
-
Concerned in
-
English Meaning: involved in something
-
বাংলা অর্থ: কোন কিছুর সঙ্গে জড়িত থাকা
-
উদাহরণ: Eight men were concerned in the plot.
-
-
Concerned for/about
-
English Meaning: worried or anxious about something
-
বাংলা অর্থ: কোনো বিষয়কে নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া
-
উদাহরণ: I’m a bit concerned about/for your health.
-
-
Concerned with
-
English Meaning: interested in or dealing with a particular topic
-
বাংলা অর্থ: কোন বিষয় নিয়ে আগ্রহী বা সম্পর্কিত
-
উদাহরণ:
-
She was more concerned with flirting than getting the job done.
-
Today's lesson is concerned with punctuation.
-
-
সূত্র: Longman Dictionary of Contemporary English

0
Updated: 1 month ago