Rabbi Ben Ezra was crafted by –
A
Lord Byron
B
W. B Yeats
C
T. S Eliot
D
Robert Browning
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো: ঘ) Robert Browning
"Rabbi Ben Ezra" হলো ইংরেজি সাহিত্যের অন্যতম দার্শনিক কবিতা, যা রচনা করেছিলেন Robert Browning। এটি মূলত একটি dramatic monologue, যেখানে জীবনের উদ্দেশ্য, বয়স, আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়ন বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে। কবিতার কেন্দ্রীয় চরিত্র Rabbi Ben Ezra, যিনি একজন ইহুদি দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিত্ব। তাঁর কণ্ঠস্বরের মাধ্যমে Browning জীবনের দার্শনিক সত্যগুলো প্রকাশ করেছেন। কবিতায় বলা হয়েছে যে জীবনের মূল্য কেবল বাহ্যিক কর্মে নয়, বরং চরিত্র ও আত্মার বিকাশের মধ্যে নিহিত। Browning শেষ অংশে জীবনের রূপক হিসেবে মাটির হাঁড়ির কথা উল্লেখ করেছেন, যা ঈশ্বরের হাতে গঠিত হয়—এই প্রতীক মানুষের আত্মিক গঠনের প্রতীক।
-
Rabbi Ben Ezra (1864):
-
A philosophical poem in the form of a dramatic monologue.
-
Presents Browning’s religious philosophy through the voice of Rabbi Ben Ezra.
-
Life is portrayed as a divine shaping process, where spiritual growth and character matter more than worldly achievements.
-
Emphasizes that old age is not the decline of life, but the summit of spiritual maturity.
-
-
Robert Browning (1812–1889):
-
তিনি Victorian Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বিশেষভাবে বিখ্যাত তাঁর dramatic monologues-এর জন্য।
-
তাঁর কবিতায় মানুষের মানসিকতা, নৈতিক দ্বন্দ্ব ও দার্শনিক চিন্তাধারা গভীরভাবে ফুটে ওঠে।
-
-
Notable Works:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
-
Paracelsus
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Dramatic Lyrics
-
Men and Women
-
Dramatis Personae
-

0
Updated: 1 day ago
What does Andrea say about his marriage to Lucrezia?
Created: 3 weeks ago
A
It is his greatest joy
B
It brings him peace
C
It limits his greatness
D
It is admired by all
অ্যান্ড্রিয়ার বিয়ে তার জীবনে আশীর্বাদ নয়, বরং সীমাবদ্ধতা। লুক্রেজিয়া তাকে ভালোবাসে না, বরং অর্থলোভী ও অবিশ্বস্ত। অ্যান্ড্রিয়া মনে করে, যদি লুক্রেজিয়া তাকে অনুপ্রেরণা দিত, তবে সে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো মহৎ হতে পারত। কিন্তু স্ত্রী তাকে কেবল ভোগবাদে ডুবিয়েছে। তাই তার দাম্পত্য জীবন হয়ে ওঠে ক্লান্তি ও হতাশার প্রতীক। ব্রাউনিং এখানে শিল্পীর ব্যক্তিজীবনের সীমাবদ্ধতাকে শিল্পসত্তার সঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 3 weeks ago
What does the imagery of the “old mill-horse” signify?
Created: 3 weeks ago
A
Patience in suffering
B
Joyful rebellion after hard labor
C
Laziness
D
Stubbornness
Lippo বলে, দীর্ঘদিন খাটুনি খাওয়ার পর ঘোড়া যেমন মাঠে গিয়ে আনন্দে লাফায়, সেও তেমন মাঝে মাঝে নিয়ম ভেঙে আনন্দ করতে চায়। এটি তার মানবিক স্বাধীনতার প্রতীক।

1
Updated: 3 weeks ago
What is the tone of Lippo’s voice in the poem?
Created: 3 weeks ago
A
Calm and serene
B
Playful, ironic, and passionate
C
Solemn and tragic
D
Indifferent and cold
পুরো কবিতায় Lippo-র কণ্ঠ বিদ্রূপ, হাস্যরস, আবেগ ও বিদ্রোহে ভরা। কখনো সে ব্যঙ্গ করে, কখনো রসিকতা করে, আবার কখনো আবেগে ফেটে পড়ে। এই স্বর Dramatic Monologue-কে জীবন্ত করেছে।

1
Updated: 3 weeks ago