Rabbi Ben Ezra was crafted by –
A
Lord Byron
B
W. B Yeats
C
T. S Eliot
D
Robert Browning
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো: ঘ) Robert Browning
"Rabbi Ben Ezra" হলো ইংরেজি সাহিত্যের অন্যতম দার্শনিক কবিতা, যা রচনা করেছিলেন Robert Browning। এটি মূলত একটি dramatic monologue, যেখানে জীবনের উদ্দেশ্য, বয়স, আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়ন বিষয়ে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে। কবিতার কেন্দ্রীয় চরিত্র Rabbi Ben Ezra, যিনি একজন ইহুদি দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিত্ব। তাঁর কণ্ঠস্বরের মাধ্যমে Browning জীবনের দার্শনিক সত্যগুলো প্রকাশ করেছেন। কবিতায় বলা হয়েছে যে জীবনের মূল্য কেবল বাহ্যিক কর্মে নয়, বরং চরিত্র ও আত্মার বিকাশের মধ্যে নিহিত। Browning শেষ অংশে জীবনের রূপক হিসেবে মাটির হাঁড়ির কথা উল্লেখ করেছেন, যা ঈশ্বরের হাতে গঠিত হয়—এই প্রতীক মানুষের আত্মিক গঠনের প্রতীক।
-
Rabbi Ben Ezra (1864):
-
A philosophical poem in the form of a dramatic monologue.
-
Presents Browning’s religious philosophy through the voice of Rabbi Ben Ezra.
-
Life is portrayed as a divine shaping process, where spiritual growth and character matter more than worldly achievements.
-
Emphasizes that old age is not the decline of life, but the summit of spiritual maturity.
-
-
Robert Browning (1812–1889):
-
তিনি Victorian Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বিশেষভাবে বিখ্যাত তাঁর dramatic monologues-এর জন্য।
-
তাঁর কবিতায় মানুষের মানসিকতা, নৈতিক দ্বন্দ্ব ও দার্শনিক চিন্তাধারা গভীরভাবে ফুটে ওঠে।
-
-
Notable Works:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
-
Paracelsus
-
A Grammarian’s Funeral
-
Andrea del Sarto
-
Dramatic Lyrics
-
Men and Women
-
Dramatis Personae
-
0
Updated: 1 month ago
Who was Cosimo de’ Medici in relation to Fra Lippo?
Created: 2 months ago
A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।
0
Updated: 2 months ago
What is the ultimate tone of the poem “Andrea Del Sarto”?
Created: 2 months ago
A
Joyful and triumphant
B
Bitter and vengeful
C
Resigned and melancholic
D
Satirical and comic
পুরো কবিতার সুর হলো একধরনের মেনে নেওয়া ও বিষণ্নতা। Andrea বুঝতে পারে সে মহৎ হতে পারেনি, তবুও স্ত্রীকে আঁকড়ে ধরে শান্তি খোঁজে। এই বেদনা ও আত্মসমর্পণই কবিতার টোন।
0
Updated: 2 months ago
At what time does the poem begin when Lippo is caught?
Created: 2 months ago
A
Early morning
B
Noon
C
Past midnight
D
Twilight
কবিতার শুরুতেই বলা হয় যে লিপ্পোকে রাতের বেলা ধরা হয়েছে—“What, ‘tis past midnight, and you go the rounds.” অর্থাৎ প্রহরীরা রাতের পাহারার সময় তাকে ধরা দেয়। এই সময় নির্বাচন ব্রাউনিং-এর কৌশল। মধ্যরাত্রি প্রতীক হয়ে ওঠে সীমালঙ্ঘনের, ভাঙা নিয়মের এবং মানবিক আকাঙ্ক্ষার।
লিপ্পো তখন মঠের নিয়ম ভেঙে “sportive ladies”-এর পাড়ায় ঘুরছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, ধর্মীয় নিয়মে বাঁধা থাকলেও তার ভেতরে আছে মানবিক কামনা-বাসনা। Midnight এখানে দ্বৈততার প্রতীক—অন্ধকার ও আলোর মাঝের সীমান্ত, ধর্ম ও জীবনের টানাপোড়েন। ফলে সময়টি শুধু কাহিনির প্রেক্ষাপট নয়, বরং প্রতীকী অর্থও বহন করে।
0
Updated: 2 months ago