বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
A
গিনি
B
ঘানা
C
সেনেগাল
D
মরক্কো
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
0
Updated: 3 months ago
বর্তমানে জাতিসংঘের কয়টি মিশন চলমান রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 weeks ago
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষা করতে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে কাজ করে।
-
প্রধান লক্ষ্য: সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালে
-
প্রথম মিশন: ১ম আরব-ইসরাইল যুদ্ধের সময় অনুষ্ঠিত United Nations Truce Supervision Organization (UNTSO)
বর্তমান শান্তিরক্ষা মিশন (১১টি):
-
MINURSO: পশ্চিম সাহারা
-
MINUSCA: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
-
MONUSCO: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
-
UNDOF: গোলান হাইটস
-
UNFICYP: সাইপ্রাস
-
UNIFIL: লেবানন
-
UNISFA: আবিয়েই
-
UNMIK: কসোভো
-
UNMISS: দক্ষিণ সুদান
-
UNMOGIP: ভারত ও পাকিস্তান
-
UNTSO: মধ্যপ্রাচ্য
মূল উদ্দেশ্য:
-
সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা
-
যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া
-
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, আঞ্চলিক সরকারের সহায়তায় কার্যক্রম পরিচালনা
-
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ ও আইন-শৃঙ্খলা রক্ষা
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ১৯৮৮ সালে নোবেল পুরস্কার লাভ করে।
0
Updated: 3 weeks ago
বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় -
Created: 3 weeks ago
A
২৪ জুন
B
২৬ জুন
C
২২ অক্টোবর
D
২৪ অক্টোবর
জাতিসংঘ দিবস প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়, যা জাতিসংঘের প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসর্গীকৃত।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন (২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার মূল সম্মেলন
-
সম্মেলনের উদ্দেশ্য: একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
২৪ অক্টোবর, ১৯৪৫: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন ও স্বাক্ষর করে
-
মোট স্বাক্ষরকারী দেশ: ৫১টি
-
এই কারণে ২৪ অক্টোবর-কে জাতিসংঘের জন্মদিন হিসেবে বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
0
Updated: 3 weeks ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত কত সালে?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯১৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৪৫ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা ১৯৪৫ সালে গৃহীত হয় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি
লক্ষ্য ও উদ্দেশ্য (Article 1–2)
-
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা
-
রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন
-
মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন
-
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
-
সার্বভৌমত্ব, সমতা ও অ-হস্তক্ষেপের নীতি রক্ষা
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট সদস্য: ১৫
-
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স)
-
অস্থায়ী সদস্য: ১০ (নির্বাচিত হয় ২ বছরের জন্য)
-
ভেটো ক্ষমতা: শুধুমাত্র ৫ স্থায়ী সদস্যের হাতে
-
সদস্য সংখ্যা বৃদ্ধি: ১৯৪৫ সালে ৫০টি দেশ দিয়ে শুরু, আগস্ট ২০২৫ পর্যন্ত মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি
0
Updated: 1 month ago