এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
A
চারজন
B
পাঁচজন
C
ছয়জন
D
সাতজন
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ছয়জন
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
এ উপমহাদেশ থেকে এ যাবৎ (২০২4 সাল পর্যন্ত) মোট ৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন, যারা এই পুরস্কার বিভিন্ন বিভাগে অর্জন করেছেন। নিচে তাদের তালিকা দেওয়া হলো:
-
রবীন্দ্রনাথ ঠাকুর – সাহিত্যে (১৯১৩, ভারত)
-
মাদার তেরেসা – শান্তিতে (১৯৭৯, ভারত)
-
অমর্ত্য সেন – অর্থনীতিতে (১৯৯৮, ভারত)
-
মালালা ইউসুফজাই – শান্তিতে (২০১৪, পাকিস্তান)
-
আবদুস সালাম – পদার্থবিজ্ঞানে (১৯৭৯, পাকিস্তান)
-
কাইলাশ সত্যার্থী – শান্তিতে (২০১৪, ভারত)
(উল্লেখ্য: কেউ কেউ অঞ্চলভিত্তিক গণনায় আরও নাম অন্তর্ভুক্ত করতে পারেন, তবে সাধারণভাবে দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ হিসেবে এ ৬ জনই প্রধান ও স্বীকৃত।)

0
Updated: 1 month ago
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
Created: 4 weeks ago
A
ইরান
B
ইন্দোনেশিয়া
C
তুরস্ক
D
ইয়েমেন
তাওয়াক্কুল কারমান
তাওয়াক্কুল কারমান ইয়েমেনের নাগরিক এবং একজন প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মী। তিনি মহিলাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য অহিংস আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই অবদানের জন্য তিনি ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য বিষয়, ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার তিনজন মহিলার মধ্যে বিতরণ করা হয়েছিল:
-
ইয়েমেনের তাওয়াক্কুল কারমান
-
লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ
-
লাইবেরিয়ার নাগরিক লেমাহ বোয়িই
নরওয়ের নোবেল শান্তি কমিটির মতে, এই তিন মহিলাকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের অহিংস উপায়ে মহিলাদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে।
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
Created: 2 months ago
A
অরুন্ধতি রায়
B
সালমান রুশদী
C
ভি এস নাইপল
D
হোসে সারামাগো
১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন স্পেনীশ লেখক হোসে সারামাগো।
২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
Created: 2 months ago
A
আর কে নারায়ণন
B
অরুন্ধতি রায়
C
হারমান হেস
D
গুন্টার গ্রাস
১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস, যার বিখ্যাত উপন্যাস ‘দি টিন ড্রাম’-এর জন্য তিনি এই সম্মান পান।
তবে চলতি বছর ২০২৪ সালের নোবেল বিজয়ীদের তালিকাও অত্যন্ত গুরুত্বপুর্ণ, যেখানে রয়েছে:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন
-
শান্তি: জাপানের সংস্থা নিহন হিদানকিও
উল্লেখ্য, এই তথ্যগুলো Nobel Prize ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

0
Updated: 2 months ago