The poem Kubla Khan comes from the pen of—
A
S. T. Coleridge
B
Emily Bronte
C
Lord Byron
D
William Wordsworth
উত্তরের বিবরণ
“Kubla Khan” হলো ইংরেজি রোমান্টিক কবি Samuel Taylor Coleridge-এর বিখ্যাত কাব্যকর্ম। এটি ১৭৯৭ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮১৬ সালে। Coleridge এই কবিতাটিকে “A Vision in a Dream” বলে উল্লেখ করেছিলেন, কারণ তিনি দাবি করেছিলেন যে এটি তাঁর স্বপ্ন-অভিজ্ঞতার ফল, যা তিনি Opium-এর প্রভাবে দেখেছিলেন। এটি মাত্র ৫৪ লাইনের একটি অসমাপ্ত কবিতা, তবে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবিতার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কবিতায় Coleridge তাঁর কল্পনাশক্তিকে প্রকৃতি, রহস্য, অতিপ্রাকৃততা এবং শিল্পসৌন্দর্যের মাধ্যমে প্রকাশ করেছেন।
-
Kubla Khan (1816):
-
কবিতার মূল প্রেক্ষাপট হলো প্রাচীন চীনা সম্রাট Kubla Khan-এর স্বপ্নিল প্রাসাদ Xanadu।
-
এখানে প্রবাহিত হচ্ছে রহস্যময় নদী Alph, যা গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে “sunless sea”-তে মিশেছে।
-
কবি প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় শব্দ, বরফে ঢাকা পাহাড়, অদ্ভুত গুহা এবং প্রাসাদের এক স্বপ্নময় চিত্র তুলে ধরেছেন।
-
দ্বিতীয় অংশে, কবি “Abyssinian maid” নামে এক সঙ্গীতশিল্পীর কণ্ঠ থেকে অনুপ্রাণিত হয়ে কবিসত্তার ঐশ্বরিক শক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
-
কবিতাটি একাধারে বাস্তব ও স্বপ্নের মিশ্রণ, যা রোমান্টিক কল্পনাশক্তির অসীম সম্ভাবনাকে ফুটিয়ে তোলে।
-
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
তিনি ছিলেন একজন ইংরেজ lyrical poet, critic এবং philosopher।
-
তাঁকে বলা হয় Poet of Supernaturalism, কারণ তাঁর কাব্যে রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদান প্রকট।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে তিনি ১৭৯৮ সালে “Lyrical Ballads” প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
-
Coleridge-এর উল্লেখযোগ্য রচনা:
-
The Rime of the Ancient Mariner
-
Kubla Khan
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Biographia Literaria
-
On the Constitution of the Church and State
-
0
Updated: 1 month ago
In the first stanza, what specific weather pattern does the speaker observe that suggests an impending storm?
Created: 2 months ago
A
An unusually calm, windless sky
B
A new moon with the old moon "in her arms"
C
The rapid movement of heavy clouds
D
A sudden and unexpected downpour
Literary Reference: Coleridge borrows the weather sign from the ballad of “Sir Patrick Spence”, linking his poem to folk traditions and maritime lore.
The Weather Sign: The “faint, dark shadow of the full moon within the bright crescent of the new moon” was considered by sailors to foreshadow an impending storm.
Symbolic Significance: The ominous celestial phenomenon mirrors the speaker’s internal state—his emotional stagnation, melancholy, and fear of creative barrenness.
Connection to Romantic Themes: Nature reflects human emotion. Here, the approaching storm is both literal and metaphorical, embodying potential upheaval, emotional awakening, or turmoil, which aligns with Romantic ideas of nature as a mirror of the soul.
0
Updated: 2 months ago
After the ship becomes becalmed, what do the sailors hang around the Mariner's neck?
Created: 2 months ago
A
The dead Albatross
B
A bag of heavy stones
C
A wooden cross
D
A map of the cursed sea
In Samuel Taylor Coleridge's poem "The Rime of the Ancient Mariner," যখন জাহাজটি becalmed বা স্থির হয়ে যায়, তখন sailors মারা যাওয়া Albatross-টিকে Mariner-এর ঘাড়ে ঝুলিয়ে দেয়।
এটি কেবল punishment হিসেবেই নয়, বরং তার পাপ ও যে curse তিনি তাদের ওপর এনেছেন তার একটি স্থায়ী, physical reminder হিসেবেও কাজ করে।
-
জাহাজের স্থির অবস্থার কারণে crew তীব্র অসুবিধার মুখে পড়ে।
-
Albatross ঝুলিয়ে দেওয়া Mariner-এর অপরাধের দায় বহন করার প্রতীক।
-
এটি sailors-এর ওপর তার sin এবং curse-এর প্রভাবকে সবসময় মনে করিয়ে দেয়।
-
Mariner-এর জন্য এটি মানসিক ও শারীরিক এক ধরনের শিক্ষা ও ভয় সৃষ্টি করে।
0
Updated: 1 month ago
What does the phrase “glittering eye” symbolize?
Created: 2 months ago
A
Old age
B
Wisdom
C
Hypnotic power and supernatural charm
D
Anger
কবিতার শুরুতে Mariner তার “glittering eye” দিয়ে বিয়ের অতিথিকে থামায়। এই চোখ যেন এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতার প্রতীক—যা কাউকে মুগ্ধ করে নিজের গল্প শুনতে বাধ্য করে।
0
Updated: 2 months ago