What form of literature does Lyrical Ballads exemplify?
A
Fairy Tales
B
Historical Accounts
C
Scientific Writings
D
Poems
উত্তরের বিবরণ
Lyrical Ballads হলো একটি কবিতার সংকলন, যা ১৭৯৮ সালে প্রকাশিত হয় উইলিয়াম ওয়ার্ডসওর্থ এবং স্যামুয়েল টেইলার কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এর মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে। এই সংকলনে প্রকৃতির সৌন্দর্য, সাধারণ মানুষের জীবন এবং মানবিক আবেগকে কেন্দ্র করে কবিতা রচিত হয়েছে। ভাষা ছিল সহজ ও সাধারণ, যাতে পাঠকের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। এ কারণে এটি কল্পকাহিনী, ইতিহাস বা বৈজ্ঞানিক লেখা নয়, বরং একটি পূর্ণাঙ্গ কবিতা সংকলন।
-
Lyrical Ballads একটি কবিতার সংকলন।
-
এটি প্রকাশ করেন William Wordsworth এবং S. T. Coleridge যৌথভাবে।
-
১৭৯৮ সালে এর প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে।
-
সংকলনে মোট ২৩টি কবিতা রয়েছে, এর মধ্যে ১৯টি ওয়ার্ডসওর্থের এবং ৪টি কোলরিজের।
-
এটি Subject ও Style-এর দিক থেকে ইংরেজি সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তন আনে।
-
কবিতাগুলোতে প্রকৃতি, মানবিক আবেগ এবং জীবনের সরলতার প্রতি গভীর দৃষ্টি দেওয়া হয়েছে।
-
এখানে প্রথাগত ও জটিল শৈলী বাদ দিয়ে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের আবেগকে সরাসরি প্রকাশ করা যায়।
-
এই সংকলনের মাধ্যমে কবিরা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেন এবং রোমান্টিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেন।
-
এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে Wordsworth-এর “Lines Written in Early Spring”, “Tintern Abbey” এবং Coleridge-এর “The Rime of the Ancient Mariner”।
0
Updated: 1 month ago
Raina Petkoff is a character by:
Created: 1 month ago
A
James joyce
B
Samuel Beckett
C
W. B. Yeats
D
G.B. Shaw
Arms and the Man একটি বিখ্যাত কমেডি নাটক যা জর্জ বার্নার্ড শ দ্বারা রচিত। নাটকটি ১৮৮৫ সালের Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে লেখা হয়েছে। নাটকের শিরোনামটি সরাসরি রোমান কবি Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেওয়া হয়েছে, যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে। নাটকে পরোক্ষভাবে Serbo-Bulgarian War এর প্রভাবও প্রতিফলিত হয়েছে।
Arms and the Man এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Raina Petkoff (female protagonist)
-
Captain Bluntschli (male protagonist)
-
Major Siergius Saranoff (antagonist)
-
Major Paul Petkoff (father)
-
Catherine Petkoff (mother)
-
Louka (maid)
-
Nicola (male servant) ইত্যাদি
G. B. Shaw (1856-1950):
-
পুরো নাম George Bernard Shaw
-
Modern period এর নাট্যকার
-
একজন Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন
-
‘Drama of ideas’ এর জন্য বিখ্যাত
G.B. Shaw এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc ইত্যাদি
0
Updated: 1 month ago
Gulliver's Travels was written by -
Created: 2 months ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica
0
Updated: 2 months ago
Who wrote the novel 'Oliver Twist'?
Created: 1 month ago
A
Charles Dickens
B
G.B. Shaw
C
Ernest Hemingway
D
William Shakespeare
Oliver Twist
-
লেখক: Charles Dickens
-
উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৮৩৭ থেকে ১৮৩৯ পর্যন্ত।
-
কাহিনীটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনকে কেন্দ্র করে।
-
লেখক তৎকালীন লন্ডন শহরের দুরবস্থা এবং দারিদ্র্যের ফলে মানুষের অপরাধমূলক পথ বেছে নেওয়ার প্রভাব সফলভাবে তুলে ধরেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870):
-
ইংরেজি ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজবংশীয় সকল শ্রেণির পাঠকের কাছে আকর্ষণীয়।
-
প্রযুক্তিগত উন্নতি এবং চিত্রায়ন দক্ষতার কারণে তার খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
প্রধান কাজসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Dombey and Son
-
Hard Times
অ-উপন্যাসধর্মী কাজ:
-
American Notes
উৎস:
0
Updated: 1 month ago